লিজ ট্রাস - UK BANGLA News Site Mon, 31 Oct 2022 06:46:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png লিজ ট্রাস - UK BANGLA 32 32 লিজ ট্রাসের ফোন হ্যাক করেছিল পুতিনের এজেন্টরা: রিপোর্ট https://ukbangla.live/2022/10/31/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%259c-%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ab%25e0%25a7%258b%25e0%25a6%25a8-%25e0%25a6%25b9%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2595-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/10/31/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/#respond Mon, 31 Oct 2022 06:45:55 +0000 https://ukbangla.live/?p=17270 ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেড় মাসের মাথায় পদত্যাগ করেছিলেন লিজ ট্রাস। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালনের সময় গত সেপ্টেম্বরের শুরুতে তিনি ব্রিটেনের ক্ষমতাসীন দলের নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হয়েছিলেন। তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালনের সময় সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফোন হ্যাক হয়েছিল। আর সেটি করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সন্দেহভাজন এজেন্টরা। ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম […]

The post লিজ ট্রাসের ফোন হ্যাক করেছিল পুতিনের এজেন্টরা: রিপোর্ট first appeared on UK BANGLA.

The post লিজ ট্রাসের ফোন হ্যাক করেছিল পুতিনের এজেন্টরা: রিপোর্ট appeared first on UK BANGLA.

]]>
ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেড় মাসের মাথায় পদত্যাগ করেছিলেন লিজ ট্রাস। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালনের সময় গত সেপ্টেম্বরের শুরুতে তিনি ব্রিটেনের ক্ষমতাসীন দলের নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হয়েছিলেন।

তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালনের সময় সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফোন হ্যাক হয়েছিল। আর সেটি করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সন্দেহভাজন এজেন্টরা। ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মেইল এই তথ্য সামনে এনেছে বলে রোববার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শনিবার প্রকাশিত প্রতিবেদনে ডেইলি মেইল ​​জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ব্যক্তিগত ফোনটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে কাজ করা সন্দেহভাজন এজেন্টরা হ্যাক করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, এই এজেন্টরা ট্রাসের ঘনিষ্ঠ বন্ধু কোয়াসি কোয়ার্টেং – যিনি পরে অর্থমন্ত্রী হয়েছিলেন – তার সাথে আদান-প্রদান করা ব্যক্তিগত বার্তা ছাড়াও আন্তর্জাতিক মিত্রদের সাথে আলোচনার ‘অত্যন্ত গোপনীয় তথ্যে বিশদভাবে’ প্রবেশাধিকার পেয়েছিল।

ডেইলি মেইল বলছে, হ্যাক হওয়া বার্তাগুলোতে ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে বিশ্বের অনেক দেশের সিনিয়র পররাষ্ট্রমন্ত্রীদের বার্তা অন্তর্ভুক্ত ছিল বলে মনে করা হচ্ছে। এমনকি এসব বার্তায় ইউক্রেনে অস্ত্রের চালান সম্পর্কে বিশদ বিবরণসহ অন্যান্য আলোচনাও অন্তর্ভুক্ত ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে মেইল আরও ​​জানিয়েছে, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের ফোন হ্যাক করে এক বছরের সমপরিমাণ বার্তা ডাউনলোড করে নেয় এজেন্টরা।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র ‘ব্যক্তির নিরাপত্তা ব্যবস্থা’ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে ওই মুখপাত্র বলেছেন, ‘সরকারের কাছে সাইবার হুমকির বিরুদ্ধে সুরক্ষার জন্য শক্তিশালী ব্যবস্থা রয়েছে। এতে মন্ত্রীদের জন্য নিয়মিত নিরাপত্তা ব্রিফিং এবং তাদের ব্যক্তিগত ডেটা রক্ষা করার পাশাপাশি সাইবার হুমকি প্রশমিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।’

ডেইলি মেইল বলছে, বরিস জনসন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য প্রার্থীদের প্রচারণার সময় লিজ ট্রাসের ফোন হ্যাক হওয়ার বিষয়টি প্রকাশ হয়। কানজারভেটিভ পার্টির ওই নেতৃত্বের প্রচারণার মধ্য দিয়েই লিজ ট্রাস প্রধানমন্ত্রী হয়েছিলেন।

তবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় চলতি অক্টোবরে ট্রাস পদত্যাগের ঘোষণা দেন। এরপর ট্রাস গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন এবং ঋষি সুনাক তার স্থলাভিষিক্ত হয়েছেন।

ডেইলি মেইল বলেছে, বিদেশি এজেন্টদের হাতে পড়ে যাওয়া ওই বার্তাগুলোর মধ্যে এমন বার্তাও রয়েছে যেখানে ট্রাস এবং কোয়ার্টেং তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের সমালোচনা করেছিলেন। যা লিজ ট্রাসকে ‘ব্ল্যাকমেইলের সম্ভাব্য ঝুঁকির দিকে নিয়ে যেতে’ পারত।

The post লিজ ট্রাসের ফোন হ্যাক করেছিল পুতিনের এজেন্টরা: রিপোর্ট first appeared on UK BANGLA.

The post লিজ ট্রাসের ফোন হ্যাক করেছিল পুতিনের এজেন্টরা: রিপোর্ট appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/31/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
প্রধানমন্ত্রিত্ব হারিয়ে যা বললেন লিজ ট্রাস https://ukbangla.live/2022/10/26/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25ac-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/10/26/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/#respond Wed, 26 Oct 2022 07:41:47 +0000 https://ukbangla.live/?p=17118 যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস মঙ্গলবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই দিনই স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে লন্ডনে রাজপরিবারের প্রধান কার্যালয় বাকিংহ্যাম প্যালেসে গিয়ে এ পদত্যাগপত্র জমা দেন। এর আগে দেশটির রাজনৈতিক প্রথা অনুযায়ী বাকিংহ্যাম প্যালেসের সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশে শেষ ভাষণ দেন তিনি। খবর বিবিসির। ভাষণে লিজ ট্রাস বলেন, […]

The post প্রধানমন্ত্রিত্ব হারিয়ে যা বললেন লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post প্রধানমন্ত্রিত্ব হারিয়ে যা বললেন লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস মঙ্গলবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই দিনই স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে লন্ডনে রাজপরিবারের প্রধান কার্যালয় বাকিংহ্যাম প্যালেসে গিয়ে এ পদত্যাগপত্র জমা দেন।

এর আগে দেশটির রাজনৈতিক প্রথা অনুযায়ী বাকিংহ্যাম প্যালেসের সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশে শেষ ভাষণ দেন তিনি। খবর বিবিসির।

ভাষণে লিজ ট্রাস বলেন, এই মহান দেশের প্রধানমন্ত্রী হওয়া আমার জন্য খুবই সম্মানের একটি ব্যাপার ছিল। এমন এক ঐতিহাসিক সময়ে আমি এ দায়িত্বে এসেছিলাম, যখন নিজের ৭০ বছর শাসনের মেয়াদ শেষ করে মহামান্য রানি প্রয়াত হয়েছেন এবং রাজা তৃতীয় চার্লস দেশের সিংহাসনে আসীন হয়েছেন। তিনি সবচেয়ে কম সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকলেও এটি তার জন্য বড় অর্জন।

তিনি নতুন নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত ঋষি সুনাকের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

The post প্রধানমন্ত্রিত্ব হারিয়ে যা বললেন লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post প্রধানমন্ত্রিত্ব হারিয়ে যা বললেন লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/26/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/feed/ 0
নেতা নির্বাচনে কনজারভেটিভ পার্টির নতুন নিয়ম https://ukbangla.live/2022/10/22/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%259a%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a6%25a8%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25ad%25e0%25a7%2587%25e0%25a6%259f%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/10/22/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf/#respond Sat, 22 Oct 2022 04:36:54 +0000 https://ukbangla.live/?p=16975 যুক্তরাজ্যের সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ক্ষমতা বিপর্যয়ের পর নড়েচড়ে বসেছে ব্রিটিশ কনজারভেটিভ (টোরি) পার্টি। রাজনৈতিক ব্যর্থতার পেছনের কারণগুলো খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছেন দলটির নীতি-নির্ধারকরা। মূলত নেতৃত্বের তীব্র লড়াই দলটির কোনো নেতাকেই ক্ষমতায় স্থায়ী হতে দিচ্ছে না বলে ধারণা করছেন অনেকেই। বৃহস্পতিবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করার পর পর টোরি […]

The post নেতা নির্বাচনে কনজারভেটিভ পার্টির নতুন নিয়ম first appeared on UK BANGLA.

The post নেতা নির্বাচনে কনজারভেটিভ পার্টির নতুন নিয়ম appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্যের সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ক্ষমতা বিপর্যয়ের পর নড়েচড়ে বসেছে ব্রিটিশ কনজারভেটিভ (টোরি) পার্টি। রাজনৈতিক ব্যর্থতার পেছনের কারণগুলো খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছেন দলটির নীতি-নির্ধারকরা। মূলত নেতৃত্বের তীব্র লড়াই দলটির কোনো নেতাকেই ক্ষমতায় স্থায়ী হতে দিচ্ছে না বলে ধারণা করছেন অনেকেই।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করার পর পর টোরি নেতারা ভবিষ্যৎ কর্মপন্থার ব্যাপারে ভাবাদর্শিক অবস্থান থেকে সরে এসে আরও বেশি প্রায়োগিক হয়ে উঠেছেন। ট্রাসের পদত্যাগের ফলে সৃষ্ট দলীয় বিশৃঙ্খলার জন্য অকপটে লজ্জ্বাও প্রকাশ করেছেন দলটির কয়েকজন এমপি ।

এদিকে, এবার কনজারভেটিভ পার্টির নেতারা অল্প সময়ের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচন করতে কার্যকরী নিয়ম প্রণয়ন করেছেন। এ নিয়মে প্রাথমিকভাবে মূল হেভিওয়েট তিন প্রার্থীকে মনোনীত করা হবে।

নতুন নিয়মে নেতৃত্ব বাছাইয়ের এ নির্বাচনে অংশ নিতে গেলে কোনো প্রার্থীকে কমপক্ষে নিজদলীয় ১০০ এমপির সমর্থন লাগবে। প্রাথমিক এ প্রক্রিয়ায় মনোনীতদের মধ্য থেকে সোমবার (২৪ অক্টোবর) শীর্ষ দুই প্রার্থীকে বেছে নেওয়া হবে।

এরপর এমপিদের ভোটের মাধ্যমে দলের শীর্ষ নেতা নির্বাচিত হবেন। যদি দুজন প্রার্থীই সমান ভোট পান বা এ প্রক্রিয়ায় নেতা নির্বাচন করা সম্ভব না হয়, তাহলে তৃণমূল নেতারা যাকে সমর্থন করবেন আগামী শুক্রবার (২৮ অক্টোবর) তাকে নেতা হিসেবে ঘোষণা করা হবে।

লিজ ট্রাস ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী। তার সময়ে সদ্য সাবেক অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং বিশাল ট্যাক্স ছাড় দিয়ে মিনি-বাজেট ঘোষণা করেন।

ওই বাজেট ঘোষণার ফলে যুক্তরাজ্যের অর্থনীতিতে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়। এতে দলটির নেতাদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়, যার ফলশ্রুতিতে ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনেই পদত্যাগ করতে বাধ্য হন লিজ ট্রাস। গত ৬ সেপ্টেম্বর ঋষি সুনাককে হারিয়ে প্রধানমন্ত্রী হন তিনি।

দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লিজ ট্রাসের পদত্যাগের পর দলটির শীর্ষ নেতারা নড়েচড়ে বসলেও, কনজারভেটিভ পার্টিতে যে দলাদলি শুরু হয়েছে তাতে সর্বজন সমর্থিত নেতা আসবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই।

The post নেতা নির্বাচনে কনজারভেটিভ পার্টির নতুন নিয়ম first appeared on UK BANGLA.

The post নেতা নির্বাচনে কনজারভেটিভ পার্টির নতুন নিয়ম appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/22/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf/feed/ 0
৪৫ দিনের প্রধানমন্ত্রিত্ব, তবু ট্রাস বছরে পাবেন ১ লাখ ১৫ হাজার পাউন্ড https://ukbangla.live/2022/10/22/%e0%a7%aa%e0%a7%ab-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25aa%25e0%25a7%25ab-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%258d https://ukbangla.live/2022/10/22/%e0%a7%aa%e0%a7%ab-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d/#respond Sat, 22 Oct 2022 04:29:24 +0000 https://ukbangla.live/?p=16973 ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে মাত্র ৪৫ দিন দায়িত্ব পালন করলেও লিজ ট্রাস তার বাকি জীবনের খরচ চালানোর জন্য বছরে ১ লাখ ১৫ হাজার পাউন্ড করে দাবি করতে পারবেন। সিএনএন জানিয়েছে, ব্রিটেনের সবথেকে স্বল্প মেয়াদের প্রধানমন্ত্রী হলেও ‘পাবলিক ডিউটি কস্টস অ্যালাউন্স’ (পিডিসিএ) থেকে লিজ ট্রাস এখন এই ভাতা পাওয়ার অধিকারী। প্রাক্তন প্রধানমন্ত্রীদের জন্য ১৯৯০ সালে এই ভাতা […]

The post ৪৫ দিনের প্রধানমন্ত্রিত্ব, তবু ট্রাস বছরে পাবেন ১ লাখ ১৫ হাজার পাউন্ড first appeared on UK BANGLA.

The post ৪৫ দিনের প্রধানমন্ত্রিত্ব, তবু ট্রাস বছরে পাবেন ১ লাখ ১৫ হাজার পাউন্ড appeared first on UK BANGLA.

]]>
ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে মাত্র ৪৫ দিন দায়িত্ব পালন করলেও লিজ ট্রাস তার বাকি জীবনের খরচ চালানোর জন্য বছরে ১ লাখ ১৫ হাজার পাউন্ড করে দাবি করতে পারবেন।

সিএনএন জানিয়েছে, ব্রিটেনের সবথেকে স্বল্প মেয়াদের প্রধানমন্ত্রী হলেও ‘পাবলিক ডিউটি কস্টস অ্যালাউন্স’ (পিডিসিএ) থেকে লিজ ট্রাস এখন এই ভাতা পাওয়ার অধিকারী।

প্রাক্তন প্রধানমন্ত্রীদের জন্য ১৯৯০ সালে এই ভাতা চালু করে ব্রিটিশ সরকার। দায়িত্ব গ্রহণের সময় থেকে সাবেক প্রধানমন্ত্রীর অফিস ও সাবিচিক কার্যক্রম পরিচালনার জন্য ওই অর্থ দেওয়া হয়।

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটের তথ্য অনুসারে, সাবেক প্রধানমন্ত্রীদের সরকারি দায়িত্ব সম্পূর্ণভাবে পালনের ব্যয় মেটাতে এই অর্থ দেওয়া হয়। সব প্রাক্তন প্রধানমন্ত্রীই পিডিসিএ পাওয়ার যোগ্য।

২০১১ সাল থেকে পিডিসিএ বছরে ১ লাখ ১৫ হাজার পাউন্ড করে দেওয়া হচ্ছে; প্রতিবছরই ক্ষমতাসীন প্রধানমন্ত্রী এটি পর্যালোচনা করে থাকেন। প্রাক্তন প্রধানমন্ত্রীরা তাদের কর্মীদের পেনশনের জন্যও ভাতা দাবি করতে পারেন, তবে তা পিডিসিএর ১০ শতাংশের বেশি হতে পারবে না।

২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী টেরিজা মে, ডেভিড ক্যামেরন, গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার এবং জন মেজরকে বিভিন্ন পরিমাণে অর্থ দেওয়া হয়েছে।

দেশের অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা এবং গভীরভাবে বিভক্ত কনজারভেটিভ পার্টিকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে গত ৬ সেপ্টেম্বর বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন ট্রাস। কিন্তু সঙ্কট সামাল দিতে না পেরে বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে ট্রাস বলেন, ব্রেক্সিটের মাধ্যমে অর্জিত স্বাধীনতার সুবিধা নিতে কর কমিয়ে, উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতি গড়ার একটি লক্ষ্য তার ছিল।

The post ৪৫ দিনের প্রধানমন্ত্রিত্ব, তবু ট্রাস বছরে পাবেন ১ লাখ ১৫ হাজার পাউন্ড first appeared on UK BANGLA.

The post ৪৫ দিনের প্রধানমন্ত্রিত্ব, তবু ট্রাস বছরে পাবেন ১ লাখ ১৫ হাজার পাউন্ড appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/22/%e0%a7%aa%e0%a7%ab-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d/feed/ 0
বাজার অর্থনীতির নিষ্ঠুর বলি প্রধানমন্ত্রী লিজ ট্রাস https://ukbangla.live/2022/10/21/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a7%81%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2585%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a6%25a8%25e0%25a7%2580%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%25a0%25e0%25a7%2581%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/10/21/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a7%81%e0%a6%b0/#respond Fri, 21 Oct 2022 06:09:56 +0000 https://ukbangla.live/?p=16946 লেটুসপাতা বেশি দিন টেকে, নাকি লিজ ট্রাসের প্রধানমন্ত্রিত্ব? বাজি ধরেছিল যুক্তরাজ্যের ট্যাবলয়েড পত্রিকা ডেইলি স্টার। যেদিন থেকে তারা বাজি ধরেছে, তারপর সাত দিনও পেরোল না। লিজ ট্রাস গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে মাত্র ৪৫ দিন ক্ষমতায় থাকার রেকর্ড গড়লেন। অর্থনৈতিক নীতিতে তাড়াহুড়ো ও ভুল করার জন্য ক্ষমা চাওয়ার এক দিন পরই […]

The post বাজার অর্থনীতির নিষ্ঠুর বলি প্রধানমন্ত্রী লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post বাজার অর্থনীতির নিষ্ঠুর বলি প্রধানমন্ত্রী লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
লেটুসপাতা বেশি দিন টেকে, নাকি লিজ ট্রাসের প্রধানমন্ত্রিত্ব? বাজি ধরেছিল যুক্তরাজ্যের ট্যাবলয়েড পত্রিকা ডেইলি স্টার। যেদিন থেকে তারা বাজি ধরেছে, তারপর সাত দিনও পেরোল না। লিজ ট্রাস গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে মাত্র ৪৫ দিন ক্ষমতায় থাকার রেকর্ড গড়লেন। অর্থনৈতিক নীতিতে তাড়াহুড়ো ও ভুল করার জন্য ক্ষমা চাওয়ার এক দিন পরই তাঁকে সরে যেতে হলো।

ইকোনমিস্ট সাময়িকী গত রোববারই বলেছিল, ট্রাস সম্ভবত যুক্তরাজ্যের স্বল্পতম মেয়াদের প্রধানমন্ত্রীর রেকর্ড গড়তে যাচ্ছেন। ১৮২৭ সালে জর্জ ক্যানিং ১১৯ দিন ক্ষমতায় থেকে ওই রেকর্ডের অধিকারী ছিলেন।

১৯৫ বছর পর নতুন রেকর্ডটি হলো বটে, তবে তাঁর দুর্বল নেতৃত্ব ও অদূরদর্শিতার জন্য ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও যুক্তরাজ্যকে কড়া অর্থনৈতিক মূল্য দিতে হচ্ছে। আর্থিক বাজারই কার্যত প্রধানমন্ত্রী ট্রাসের পদত্যাগ অলঙ্ঘনীয় করে তুলল। অন্য কথায় বাজার অর্থনীতির নিষ্ঠুরতার বলি হলেন বাজারের ক্ষমতায় বিশ্বাসী লিজ ট্রাস।

ট্রাস নির্বাচিত হয়েছিলেন উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যে ব্যবসা-বাণিজ্যকে চাঙা করা ও বিনিয়োগ আকৃষ্ট করতে কর রেয়াত ও প্রণোদনার কর্মসূচির অঙ্গীকার করে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে প্রায় দুই সপ্তাহ কোনো ধরনের নীতিমালা ঘোষণা সম্ভব হয়নি। তারপর ছিল পার্লামেন্টের শরৎকালীন বিরতি, যা দলগুলোর বার্ষিক সম্মেলনের মৌসুম।

কিন্তু মাসখানেক আগে লিজ ট্রাসের নির্বাচনী নীতির আলোকে সাবেক অর্থমন্ত্রী কোয়াজি কোয়ার্টাঙ ছোট আকারের একটি বাজেট ঘোষণা করেন। ওই বাজেটে করপোরেশন কর কমানো, সবার জন্য প্রযোজ্য আয়করে ১ শতাংশ ছাড় এবং জাতীয় বিমার চাঁদা বাড়ানোর আগের সিদ্ধান্ত বাতিল করা হয়। ব্যাংকারদের বোনাসের সীমা তুলে দেওয়া হয়।

এ বিপুল কর হ্রাসের কারণে সরকারের প্রতিশ্রুত খরচের জোগান আসবে কোত্থেকে, সেই প্রশ্নে আর্থিক বাজারে আস্থাহীনতা তৈরি হয়। একদিকে পাউন্ডের মূল্য কমতে থাকে, অন্যদিকে সরকার ঋণ নিতে চাইলে তার জন্য প্রদেয় সুদের হার বাড়তে থাকে। বাজারের আস্থা ফিরে পেতে ট্রাস অর্থমন্ত্রী কোয়াজি কোয়ার্টাঙকে পদত্যাগ করতে বলেন। কিন্তু বিশ্লেষকেরা একে স্বাভাবিক মনে করেননি।

তাঁর কর্মসূচির জন্য অর্থমন্ত্রী বদল করে লিজ ট্রাস নিজের জন্য কিছুটা বাড়তি সময় আদায় করলেন বলে মন্তব্য করে কনজারভেটিভ সমর্থক পত্রিকা সানডে টাইমস। তখনই ডেইলি স্টার লেটুসপাতার সঙ্গে ট্রাসের ক্ষমতার স্থায়িত্বের তুলনা শুরু করে। লেটুস শুকিয়ে যাচ্ছে কি না, তা যাতে পাঠকেরা দেখতে পারেন, সে জন্য ইন্টারনেটে তা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

প্রতিক্রিয়া হয় যুক্তরাজ্যের বাইরেও। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) খোলাখুলি ট্রাসের করছাড়ের নীতি বাতিলের আহ্বান জানায়। শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের সদস্য কোনো দেশকে এভাবে আইএমএফের সুপারিশ জানানো মোটেও স্বাভাবিক কিছু নয়। মিত্রদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও কোনো রাখঢাক না করে প্রধানমন্ত্রী ট্রাসের নীতিকে ভুল বলে আখ্যায়িত করেন।

লিজ ট্রাসের নতুন অর্থমন্ত্রী হন পার্টির নেতৃত্বের জন্য অতীতে বরিস জনসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা জেরেমি হান্ট। হান্ট কোয়াজি কোয়ার্টাঙের প্রায় সব করছাড়ের পদক্ষেপ বাতিল করে দেন। কনজারভেটিভ সমর্থক আরেকটি পত্রিকা সানডে টেলিগ্রাফ মন্তব্য করে, হান্টের পদক্ষেপের সাফল্য মানে হচ্ছে ট্রাসের ক্ষমতা কমে যাওয়া। দলীয় এমপিদের মধ্য থেকেই দাবি ওঠে, কার্যত ক্ষমতাহীন নামমাত্র প্রধানমন্ত্রীর বিদায় নেওয়ার সময় হয়েছে।

পদত্যাগের জন্য বিরোধী দলগুলো ও নিজ দলের বিদ্রোহীদের দাবির মুখে নিজেকে হাল ছেড়ে দেওয়ার মানুষ না বলে ঘোষণা করার পরই অঘটন ঘটে দুটো। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা বেভারম্যান মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘনের জন্য পদত্যাগ করে যে বিবৃতি দেন, তাতে প্রধানমন্ত্রী ট্রাসের কড়া পরোক্ষ সমালোচনা উঠে আসে। আর রাতের বেলায় পার্লামেন্টে ভোটাভুটিতে দলীয় এমপিদের সঙ্গে হুইপ নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়া।

পদত্যাগের বিবৃতিতে লিজ ট্রাস সাত দিনের মধ্যে তাঁর উত্তরসূরি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন। ঘোষিত নির্বাচনের সূচি অনুযায়ী আগামী সোমবার রাতেই জানা যেতে পারে কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। দলের পেছনের সারির এমপিদের ১৯২২ কমিটির সভাপতি স্যার গ্রাহাম ব্রাডির সঙ্গে বুধ ও বৃহস্পতিবার তাঁর দুই দফা বৈঠক হয়। কমিটি সিদ্ধান্ত নিয়েছে, অনলাইনে সাধারণ সদস্যদের ভোট নেওয়া হবে। যে বা যাঁরা প্রার্থী হবেন, তাঁদের অন্তত ১০০ জন এমপির সমর্থন লাগবে। যাঁরা প্রার্থী হতে পারেন বলে নাম আসছে, তাঁরা হলেন ঋষি সুনাক, পেনি মরড্যান্ট, বেন ওয়ালেস।

লেবার পার্টিসহ অন্য বিরোধী দলগুলো দাবি করছে সাধারণ নির্বাচন। জনমত জরিপে লেবার পার্টি কনজারভেটিভদের দ্বিগুণের বেশি ভোট পাবে বলে আভাস রয়েছে। এ অবস্থায় কনজারভেটিভ এমপিরা আসন হারানোর ভয়ে শঙ্কিত। তাই এখন নির্বাচন তাঁরা সমর্থন করবেন না বলেই মনে হয়। তবে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে দ্রুত মুক্তির পথ না পেলে নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে।

কনজারভেটিভ পার্টিতেও কেউ কেউ মনে করেন, জীবনযাত্রা ও অর্থনৈতিক সংকটের গভীরতা যত ব্যাপক, তা কারও পক্ষেই সামাল দেওয়া সম্ভব নয়। জ্বালানির মূল্যবৃদ্ধি আগামী এপ্রিলের পর ঠেকিয়ে রাখা না গেলে নিত্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গৃহঋণের সুদের হার বৃদ্ধির বোঝা সামাল দেওয়ার মতো দুঃসাধ্য চ্যালেঞ্জগুলো কোনো দুর্বল ম্যান্ডেটে যে সম্ভব হবে না, তা মোটামুটি স্পষ্ট।

সুতরাং অজনপ্রিয় কাজের দায়িত্ব লেবার পার্টির ঘাড়ে পড়লে তাঁরা কিছুটা ভারমুক্ত হতে পারবেন বলে ক্ষমতাসীন দলের অনেকেই মনে করেন। তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও দীর্ঘ ১২ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটাতে লেবার পার্টি উন্মুখ হয়ে আছে। শিগগিরই আগাম নির্বাচন, তাই অবশ্যম্ভাবী হয়ে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না।

The post বাজার অর্থনীতির নিষ্ঠুর বলি প্রধানমন্ত্রী লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post বাজার অর্থনীতির নিষ্ঠুর বলি প্রধানমন্ত্রী লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/21/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a7%81%e0%a6%b0/feed/ 0
পদত্যাগ করলেন লিজ ট্রাস https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2597-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%259c-%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8/#respond Thu, 20 Oct 2022 13:18:59 +0000 https://ukbangla.live/?p=16921 অর্থনৈতিক-রাজনৈতিক বিশৃঙ্খলা আর টরি এমপিদের বিদ্রোহের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেছেন কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাস। দেশটির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে ছয় সপ্তাহের সামান্য বেশি সময় দায়িত্ব পালনের পর পদত্যাগের ঘোষণা দেওয়ায় লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হিসাবে নতুন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের মধ্যে […]

The post পদত্যাগ করলেন লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করলেন লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
অর্থনৈতিক-রাজনৈতিক বিশৃঙ্খলা আর টরি এমপিদের বিদ্রোহের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেছেন কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাস। দেশটির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে ছয় সপ্তাহের সামান্য বেশি সময় দায়িত্ব পালনের পর পদত্যাগের ঘোষণা দেওয়ায় লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হিসাবে নতুন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের মধ্যে নির্বাচিত করা হবে। পদত্যাগপত্র জমা দেওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০নং ডাউনিং স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণাও করেন তিনি।

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে সেপ্টেম্বরের শুরুর দিকে দেশের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতার পদে আসীন হয়েছিলেন লিজ ট্রাস। মাত্র ৪৫ দিনের মধ্যেই পতন ঘটল সেই অধ্যায়ে।

দেশটির ইতিহাসে এর আগে সবচেয়ে কম সময় অর্থাৎ মাত্র ১১৯ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জর্জ ক্যানিং। ১৮২৭ সালে তার মৃত্যুর মধ্য দিয়ে ব্রিটেনের স্বল্প সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ছিল তার। কিন্তু পদত্যাগ করায় এখন ব্রিটেনের সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড গড়লেন লিজ ট্রাস।

১০নং ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া বক্তৃতায় লিজ ট্রাস কনজারভেটিভ নেতা হওয়ার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে পারেননি বলে স্বীকার করেছেন। তার ওপর রাখা দলের আস্থাও রক্ষা করতে পারেননি বলে জানিয়েছেন তিনি।

The post পদত্যাগ করলেন লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করলেন লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8/feed/ 0
পদত্যাগ করবেন না লিজ ট্রাস https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2597-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%259c-%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/#respond Thu, 20 Oct 2022 03:57:03 +0000 https://ukbangla.live/?p=16880 ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই লিজ ট্রাসের। তার রাজনৈতিক মুখপাত্র বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ট্যাক্স ইস্যুতে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। এরপরই গুনঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও শিগগির পদত্যাগ করতে হতে পারে। এ মাসের শেষের দিকেও লিজ ট্রাস ক্ষমতায় থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, হ্যাঁ […]

The post পদত্যাগ করবেন না লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করবেন না লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই লিজ ট্রাসের। তার রাজনৈতিক মুখপাত্র বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ট্যাক্স ইস্যুতে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। এরপরই গুনঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও শিগগির পদত্যাগ করতে হতে পারে।

এ মাসের শেষের দিকেও লিজ ট্রাস ক্ষমতায় থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, হ্যাঁ থাকবেন। পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নে বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করছেন না।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, কনজার্ভেটিভ দলের বিদ্রোহীরা তাকে চলতি সপ্তাহেই সরিয়ে দেওয়া উদ্যোগ নিতে যাচ্ছে। যদিও ডাউনিং স্ট্রিট সতর্ক করে জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ সাধারণ নির্বাচনকে ত্বরান্বিত করবে।

বিদ্রোহী এমপিরা গ্রাহাম ব্র্যাডিকে প্রধানমন্ত্রী ট্রাসকে তার সময় শেষ বলার ও অবিলম্বে আস্থা ভোটের অনুমতি দেওয়ার জন্য দলীয় নিয়ম পরিবর্তন করার ক্ষেত্রে চাপ দিচ্ছেন। তাছাড়া তিনজন এমপি নিয়ম ভেঙে প্রকাশ্যে লিজ ট্রাসকে পদত্যাগ করতে বলেছেন।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১০০ জনেরও বেশি পার্লামেন্ট সদস্য (এমপি) লিজ ট্রাসের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি জমা দিতে প্রস্তুত। এই চিঠি তারা কনজারভেটিভ পার্টির নেতৃত্ব প্রতিযোগিতার আয়োজনকারী কমিটির প্রধান গ্রাহাম ব্র্যাডির কাছে জমা দেবেন।

The post পদত্যাগ করবেন না লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post পদত্যাগ করবেন না লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/20/%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/feed/ 0
নিজের ‘ভুলের জন্য’ ক্ষমা চাইলেন লিজ ট্রাস https://ukbangla.live/2022/10/18/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ad%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25af-%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25ae%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/18/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%be/#respond Tue, 18 Oct 2022 04:00:09 +0000 https://ukbangla.live/?p=16799 নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। আর্থিক পরিকল্পনায় ইউ-টার্ন নিয়ে অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী সংস্কারগুলোকে ‘অতি দ্রুত এগিয়ে’ নেওয়ার জন্য সোমবার (১৭ অক্টোবর) ক্ষমাপ্রার্থনা করেন তিনি। দেড় মাসেরও কম সময় আগে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং এরই মধ্যে নিজের পদ সুরক্ষিত রাখতে বিদ্রোহীদের মোকাবিলা করতে হচ্ছে তাকে। একইসঙ্গে প্রধানমন্ত্রীত্ব ছাড়তে একের […]

The post নিজের ‘ভুলের জন্য’ ক্ষমা চাইলেন লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post নিজের ‘ভুলের জন্য’ ক্ষমা চাইলেন লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। আর্থিক পরিকল্পনায় ইউ-টার্ন নিয়ে অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী সংস্কারগুলোকে ‘অতি দ্রুত এগিয়ে’ নেওয়ার জন্য সোমবার (১৭ অক্টোবর) ক্ষমাপ্রার্থনা করেন তিনি।

দেড় মাসেরও কম সময় আগে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং এরই মধ্যে নিজের পদ সুরক্ষিত রাখতে বিদ্রোহীদের মোকাবিলা করতে হচ্ছে তাকে। একইসঙ্গে প্রধানমন্ত্রীত্ব ছাড়তে একের পর এক অপমানজনক আহ্বান সত্ত্বেও নেতৃত্বে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন লিজ ট্রাস। মঙ্গলবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সোমবার বিবিসিকে যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দায় স্বীকার করতে চাই এবং যে ভুলগুলো হয়েছে তার জন্য দুঃখিত… (অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী সংস্কার কাজে) আমরা অনেক দূর এবং খুব দ্রুত চলে গিয়েছিলাম।’

যাইহোক, যুক্তরাজ্যের সরকারি নীতির নিয়ন্ত্রণ এখন কার হাতে রয়েছে তা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও লিজ ট্রাস বলছেন, ‘তিনি এই দেশের জন্য কাজ করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’। তার সরকার সোমবার বাজারে নতুন করে বিশৃঙ্খলা এড়াতে গত মাসে জারি করা ঋণ-জ্বালানির সঙ্গে যুক্ত প্রায় সকল ধরনের কর কমিয়েছে।

গত শুক্রবার নতুন ব্রিটিশ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া জেরেমি হান্টের এই পদক্ষেপ ট্রাসের অবস্থানকে একটি অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলেছে। ক্ষমতাসীন কনজারভেটিভ এমপি রজার গেল অবশ্য জেরেমি হান্টকে যুক্তরাজ্যের ‘ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ বা প্রকৃত প্রধানমন্ত্রী হিসেবে আগেই আখ্যায়িত করেন।

ব্রিটিশ রাজকোষের এই চ্যান্সেলর বলেন, কোনো সরকারই বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। তবে তিনি জোর দিয়ে বলেন, তার পদক্ষেপ জনসাধারণের অর্থের ওপর সুরক্ষা দেবে এবং নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করবে।

সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজের ভুল করার জন্য ক্ষমা চান এবং টোরিদের পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়া নিয়ে নিজের ইচ্ছার কথাও জানান। তিনি বলেন, তার অল্প সময়ের এই প্রধানমন্ত্রীত্ব ‘নিখুঁত ছিল না’, তবে নিজের ভুল ‘শুধরে’ নিয়েছেন তিনি।

বিবিসির সাথে সাক্ষাৎকারে লিজ ট্রাস বলেন, তিনি যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনও প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি অর্জন করতে এখন আরও বেশি সময় লাগবে বলেও স্বীকার করেছেন তিনি।

লিজ ট্রাস বিবিসি’র ক্রিস ম্যাসনকে বলেন, ‘(তার অধীনে) যে ভুলগুলো হয়েছে তার জন্য তিনি দুঃখিত’। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এখন তার ‘অগ্রাধিকার’।

ট্রাসের ভাষায়, ‘আমি মনে করি এটি একজন সৎ রাজনীতিকের চিহ্ন, যিনি বলেন- ‘হ্যাঁ, আমি ভুল করেছি। আমি সেই ভুলটির সমাধান করেছি। এবং এখন আমাদের জনগণের জন্য কাজ করা দরকার’।

নিজের মতো করে জাতীয় স্বার্থে কাজ না করা আমার জন্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন হবে বলেও মন্তব্য করেন তিনি।

The post নিজের ‘ভুলের জন্য’ ক্ষমা চাইলেন লিজ ট্রাস first appeared on UK BANGLA.

The post নিজের ‘ভুলের জন্য’ ক্ষমা চাইলেন লিজ ট্রাস appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/18/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%be/feed/ 0
ট্যাক্স ইস্যুতে বিপাকে ব্রিটেনের নতুন সরকার https://ukbangla.live/2022/10/11/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b8-%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/10/11/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac/#respond Tue, 11 Oct 2022 06:04:12 +0000 https://ukbangla.live/?p=16594 জ্বালানি সংকটের মধ্যেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। গত ৫ অক্টোবর প্রথমবারের মতো বার্মিংহামে কনজারভেটিভ দলের এক সম্মেলনে বক্তব্য দেন তিনি। সে সময় ট্রাস বলেন, আমি বুঝতে পেরেছি এবং আমি শুনেছি। গত ২৩ সেপ্টেম্বর ব্রিটেন সরকার ট্যাক্সের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিতে ঋণ গ্রহণের সিদ্ধান্তের কথা জানায়। মূলত এই ঘোষণা ব্রিটেনের বাজারকে […]

The post ট্যাক্স ইস্যুতে বিপাকে ব্রিটেনের নতুন সরকার first appeared on UK BANGLA.

The post ট্যাক্স ইস্যুতে বিপাকে ব্রিটেনের নতুন সরকার appeared first on UK BANGLA.

]]>
জ্বালানি সংকটের মধ্যেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। গত ৫ অক্টোবর প্রথমবারের মতো বার্মিংহামে কনজারভেটিভ দলের এক সম্মেলনে বক্তব্য দেন তিনি। সে সময় ট্রাস বলেন, আমি বুঝতে পেরেছি এবং আমি শুনেছি। গত ২৩ সেপ্টেম্বর ব্রিটেন সরকার ট্যাক্সের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিতে ঋণ গ্রহণের সিদ্ধান্তের কথা জানায়। মূলত এই ঘোষণা ব্রিটেনের বাজারকে চাপে ফেলেছে।

এতে ব্রিটিশ সরকারের বন্ডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং পুরো বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে ব্যাংক অব ইংল্যান্ডকে হস্তক্ষেপ করার বিষয়ে অনেকটাই প্ররোচনা দিয়েছে বলা যায়। তবে সম্মেলনে কনজারভেটিভ দলের সংসদ সদস্যরা নীতি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। এর মাধ্যমে স্পষ্ট হয় যে, পরিবর্তনের বিষয়গুলো তারা সামান্যই বুঝতে পেরেছেন।

ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং নীতি পরিবর্তন দিয়েই শুরু করেছেন। আয়করের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেখান থেকে শেষ পর্যন্ত তিনি ফিরে এসেছেন। এরপর বাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। কিন্তু ওই সিদ্ধান্তে ক্ষতি খুব কমই কাটিয়ে ওঠা সম্ভব হবে। যদি ধনীদের কর বিরতি দেওয়া হতো তাহলে সরকারের ক্ষতি হতো দুই বিলিয়ন পাউন্ড। তবে কর ছাড়ের আওতায় এখনও সরকারকে গুণতে হবে ৪৩ বিলিয়ন পাউন্ড। ট্রাস চলতি সপ্তাহে নিজেই বলেছিলেন, করের সর্বোচ্চ হার বাতিল করা তার পরিকল্পনার মূল অংশ ছিল না। কিন্তু এখন প্রধান প্রশ্ন হচ্ছে, সরকার কীভাবে বর্তমান কর ছাড় পরিশোধ করবে।

বিভিন্ন পরিসংখ্যান দেখে মনে হচ্ছে সরকার নিজেও হয়তো এ বিষয়ে পরিষ্কার নয়। ট্রাস ও কোয়ার্টেং আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি মধ্যম মেয়াদি আর্থিক পরিকল্পনা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা পর্যবেক্ষকরা যাচাই করবেন।

সর্বোত্তম পরিস্থিতিতে খরচ কমানো কঠিন হবে। বিভাগীয় বাজেট এরই মধ্যে মূল্যস্ফীতির কারণে চাপা পড়ে গেছে। মূলধন ব্যয় হ্রাস করা একটি প্রবৃদ্ধির পক্ষের সরকারের জন্য একটি উদ্ভট কাজ হবে। কিন্তু কনজারভেটিভ পার্টির বুঝতে না পারার কারণে এটি এখন কঠিন হয়ে উঠেছে। করের সর্বোচ্চ হারের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের পর বিদ্রোহী টোরি এমপিরা ওয়েলফেয়ারে রিয়াল টার্ম কাটার সম্ভাবনারও বিরোধিতা করার জন্য একত্রিত হচ্ছেন।

এর আগে গত ৫০ বছরের মধ্যে কর কমানোর সবচেয়ে বড় প্যাকেজ উন্মোচন করেন ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং। ব্রিটেনের অর্থনীতিকে একটি নতুন যুগে স্বাগত জানাতেই এই পরিকল্পনা বলে জানিয়েছিলেন নতুন এই চ্যান্সেলর। শুধু তাই নয় আয়কর ও বাড়ি কেনার ওপর স্ট্যাম্প শুল্ক কাটার পাশাপাশি ব্যবসায়িক করের পরিকল্পিত বৃদ্ধিও বাতিল করা হয় নতুন পরিকল্পনায়।

তাছাড়া যুক্তরাজ্য সরকারের কর কমানোর পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। এই পরিকল্পনা জীবনযাত্রার ব্যয়-সঙ্কটকে আরও বাড়াতে পারে বলেও সতর্ক করেছে তারা।

The post ট্যাক্স ইস্যুতে বিপাকে ব্রিটেনের নতুন সরকার first appeared on UK BANGLA.

The post ট্যাক্স ইস্যুতে বিপাকে ব্রিটেনের নতুন সরকার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/11/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac/feed/ 0
যুক্তরাজ্যে প্রথমবার শীর্ষ ৪ মন্ত্রণালয়ে অশ্বেতাঙ্গ আধিপত্য https://ukbangla.live/2022/09/07/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a5%25e0%25a6%25ae%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a7%2580%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/09/07/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0/#respond Wed, 07 Sep 2022 03:49:04 +0000 https://ukbangla.live/?p=15334 প্রধানমন্ত্রীর চেয়ারে বসার কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রিসভায় বড় রদবদল এনেছেন যুক্তরাজ্যের লিজ ট্রাস। নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন তার কাছের মানুষজনের অনেকে। দেশটির অনেক প্রভাবশালী নেতা বাদ পড়েছেন এ তালিকা থেকে। দেশটির ইতিহাসে প্রথমবার কোনো সরকারের মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের শীর্ষপদগুলোতে বসছেন অশ্বেতাঙ্গরা। নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভায় ঘটেছে এমন অভূতপূর্ব ঘটনা। ক্ষমতাগ্রহণের পরপরই […]

The post যুক্তরাজ্যে প্রথমবার শীর্ষ ৪ মন্ত্রণালয়ে অশ্বেতাঙ্গ আধিপত্য first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যে প্রথমবার শীর্ষ ৪ মন্ত্রণালয়ে অশ্বেতাঙ্গ আধিপত্য appeared first on UK BANGLA.

]]>
প্রধানমন্ত্রীর চেয়ারে বসার কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রিসভায় বড় রদবদল এনেছেন যুক্তরাজ্যের লিজ ট্রাস। নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন তার কাছের মানুষজনের অনেকে। দেশটির অনেক প্রভাবশালী নেতা বাদ পড়েছেন এ তালিকা থেকে।

দেশটির ইতিহাসে প্রথমবার কোনো সরকারের মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের শীর্ষপদগুলোতে বসছেন অশ্বেতাঙ্গরা। নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভায় ঘটেছে এমন অভূতপূর্ব ঘটনা।

ক্ষমতাগ্রহণের পরপরই যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী হিসেবে কোয়াসি কোয়ার্টেংকে নিয়োগ দিয়েছেন ট্রাস। এর ফলে কোয়ার্টেং হচ্ছেন দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী। ১৯৬০-এর দশকে ঘানা থেকে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন তার বাবা-মা।

একইদিন প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রীও পেয়েছে যুক্তরাজ্য। গুরুত্বপূর্ণ এই পদে জেমস ক্লেভারলিকে নিয়োগ দিয়েছেন লিজ ট্রাস। তার মায়ের জন্ম সিয়েরা লিওনে এবং বাবা শ্বেতাঙ্গ।

যুক্তরাজ্যের দ্বিতীয় জাতিগত সংখ্যালঘু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন সুয়েলা ব্র্যাভারম্যান। তার বাবা-মা প্রায় ছয় দশক আগে কেনিয়া ও মরিশাস থেকে যুক্তরাজ্যে বসত গড়েছিলেন। এখন থেকে পুলিশ ও অভিবাসন সংক্রান্ত দায়িত্ব সামলাবেন ব্র্যাভারম্যান।

আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী হিসেবে নাইজেরীয় বংশোদ্ভূত কেমি ব্যাডেনোচ নিয়োগ দিয়েছেন ট্রাস।

আর কে রয়েছেন মন্ত্রিসভায়?
ট্রাসের মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু থেরেসি কফি। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও সামলাবেন তিনি।

শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কিট মল্টহাউস, প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন বেন ওয়ালেস।

আন্তঃসরকারি সম্পর্ক ও সমতা বিষয়ক মন্ত্রী হয়েছেন নাদিম জাহাউই। ৫৫ বছর বয়সী এ নেতার জন্ম হয়েছিল ইরাকে।

পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রনিল জয়াবর্ধনে। তার বাবা শ্রীলঙ্কান এবং মা ভারতীয়।

যুক্তরাজ্যের নতুন ব্যবসা, জ্বালানি ও শিল্প কৌশল মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যাকব রিস-মগ, সংস্কৃতিমন্ত্রী হয়েছেন মিশেল ডনেলান এবং লেভেলিং আপ মন্ত্রী সাইমন ক্লার্ক।

কর্ম ও পেনশন মন্ত্রী হয়েছেন ক্লোয়ে স্মিথ, পরিবহন মন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান, বিচার মন্ত্রী ব্র্যান্ডন লুইস, উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী ক্রিস হিটন-হ্যারিস, স্কটল্যান্ড বিষয়খ মন্ত্রী অ্যালিস্টার জ্যাক, ওয়েলস বিষয়খ মন্ত্রী স্যার রবার্ট বাকল্যান্ড।

সিওপি প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অলোক শর্মা। এছাড়া হাউজ অব কমনসের নেতা হয়েছেন পেনি মর্ডান্ট এবং লর্ডদের নেতা হয়েছেন লর্ড ট্রু।

টোরি চেয়ারম্যান ও দপ্তরবিহীন মন্ত্রী হয়েছেন জেক বেরি। প্রথম কনজারভেটিভ নারী চিফ হুইপ হয়েছেন ওয়েন্ডি মর্টন৷

সশস্ত্র বাহিনী মন্ত্রী হয়েছেন জেমস হেপ্পি, জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গ্রাহাম স্টুয়ার্ট এবং এডওয়ার্ড আরগার হয়েছেন নতুন পেমাস্টার জেনারেল।

সূত্র: রয়টার্স, বিবিসি

The post যুক্তরাজ্যে প্রথমবার শীর্ষ ৪ মন্ত্রণালয়ে অশ্বেতাঙ্গ আধিপত্য first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যে প্রথমবার শীর্ষ ৪ মন্ত্রণালয়ে অশ্বেতাঙ্গ আধিপত্য appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/07/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0/feed/ 0