সাইবার হামলা - UK BANGLA News Site Thu, 29 Sep 2022 06:55:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png সাইবার হামলা - UK BANGLA 32 32 অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা https://ukbangla.live/2022/09/29/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2585%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2587%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/09/29/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac/#respond Thu, 29 Sep 2022 06:55:54 +0000 https://ukbangla.live/?p=16104 অস্ট্রেলিয়ার টেলিকমিউনিকেশন খাতের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান অপটাস বড় ধরনের একটি সাইবার হামলার শিকার হয়েছে। এ হামলায় অপটাসের ৯৮ লাখ গ্রাহকের তথ্য চুরির আশঙ্কা করা হচ্ছে; যা অষ্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৩৭ শতাংশ। চলতি বছরের ৩১ মার্চের প্রতিবেদন অনুযায়ী অপটাস গ্রাহক সংখ্যা ১ কোটির কিছু বেশি। অপটাস বলছে, শুধুমাত্র বর্তমান গ্রাহকদের তথ্যই চুরি হয়নি, ২০১৭ সালের আগের […]

The post অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা first appeared on UK BANGLA.

The post অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা appeared first on UK BANGLA.

]]>
অস্ট্রেলিয়ার টেলিকমিউনিকেশন খাতের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান অপটাস বড় ধরনের একটি সাইবার হামলার শিকার হয়েছে। এ হামলায় অপটাসের ৯৮ লাখ গ্রাহকের তথ্য চুরির আশঙ্কা করা হচ্ছে; যা অষ্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৩৭ শতাংশ। চলতি বছরের ৩১ মার্চের প্রতিবেদন অনুযায়ী অপটাস গ্রাহক সংখ্যা ১ কোটির কিছু বেশি।

অপটাস বলছে, শুধুমাত্র বর্তমান গ্রাহকদের তথ্যই চুরি হয়নি, ২০১৭ সালের আগের গ্রাহকদের তথ্যও চুরি হয়ে থাকতে পারে।

যেসব তথ্য চুরি হয়েছে তার মধ্যে রয়েছে নাম, জন্মতারিখ, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, পাসপোর্ট নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স নম্বর। তবে আর্থিক কোনো তথ্য বা কোনো পাসওয়ার্ড চুরি হয়নি বলে দাবি করা হচ্ছে অপটাসের তরফ থেকে।

২১ সেপ্টেম্বর হামলার বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই অপটাস তা অষ্ট্রেলিয়ান ফেডারেল পুলিশকে জানায় ও হামলা প্রতিহত করে। এ ঘটনাকে অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বড় তথ্য চুরির ঘটনা বলে আখ্যা দেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, এতো বড় চুরির ঘটনাটি দেশের বাইরে থেকে সংঘটিত হয়েছে।

অস্ট্রেলিয়া সরকার এ ঘটনাকে নজিরবিহীন আখ্যায়িত করে স্পর্শকাতর তথ্য চুরির জন্য অপটাসকে দায়ী করছে।

সূত্র : সিএসও অনলাইন ও বিবিসি।

The post অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা first appeared on UK BANGLA.

The post অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/29/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac/feed/ 0
আবারও সাইবার হামলার হিট লিস্টে বাংলাদেশ, ঝুঁকিতে ২৭ প্রতিষ্ঠান https://ukbangla.live/2022/08/23/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%259f-%25e0%25a6%25b2 https://ukbangla.live/2022/08/23/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%b2/#respond Tue, 23 Aug 2022 01:19:23 +0000 https://ukbangla.live/?p=14547 অর্থনৈতিক অস্থিরতায় যখন টালমাটাল পুরো বিশ্ব তখন নতুন আতঙ্ক সাইবার হামলা। বিশ্বে সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সবার আগে হামলা হতে পারে ব্যাংক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থার ওপর। এমন অবস্থায় সোমবার (২২ আগস্ট) জরুরি সংবাদ সম্মেলন ডাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এতে বিশ্বের সর্বোচ্চ ঝুকিপূর্ণ ১০টি দেশের তালিকা তুলে ধরা হয়। যে তালিকায় […]

The post আবারও সাইবার হামলার হিট লিস্টে বাংলাদেশ, ঝুঁকিতে ২৭ প্রতিষ্ঠান first appeared on UK BANGLA.

The post আবারও সাইবার হামলার হিট লিস্টে বাংলাদেশ, ঝুঁকিতে ২৭ প্রতিষ্ঠান appeared first on UK BANGLA.

]]>
অর্থনৈতিক অস্থিরতায় যখন টালমাটাল পুরো বিশ্ব তখন নতুন আতঙ্ক সাইবার হামলা। বিশ্বে সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সবার আগে হামলা হতে পারে ব্যাংক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থার ওপর।

এমন অবস্থায় সোমবার (২২ আগস্ট) জরুরি সংবাদ সম্মেলন ডাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এতে বিশ্বের সর্বোচ্চ ঝুকিপূর্ণ ১০টি দেশের তালিকা তুলে ধরা হয়। যে তালিকায় সবার ওপরে বাংলাদেশ। এর পরেই রয়েছে হাইতি, সুদান, তুর্কেমেনিস্তান, ফিলিস্তিন, ইয়েমেন তাজিকিস্তান, চীন, ইথিওপিয়া ও পাকিস্তানের নাম।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের ২৭ ধরণের প্রতিষ্ঠান এই সাইবার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ ব্যাংকিং সেবা, টেলিযোগাযোগ ও বিদ্যুৎ খাত।

ব্যক্তিগত ছাড়াও বিদেশি বেশ কিছু রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সাইবার সন্ত্রাসীরা সক্রিয় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

পলক বলেন, অনেক রাষ্ট্র আছে যারা আমাদের ক্ষতি করতে চায়। তাদের উদ্দেশ্য তো আমরা পরিবর্তন করে দিতে পারবো না। তবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। এরই মধ্যে একটি মোবাইল ফোন অপারেটরসহ কয়েক স্থানে সাইবার হামলা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই হামলার ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সামনে সংসদ নির্বাচন। তাই সেটিকে কেন্দ্র করে হয়তো কোনো চক্র অপতৎপরতা চালাতে পারে।

The post আবারও সাইবার হামলার হিট লিস্টে বাংলাদেশ, ঝুঁকিতে ২৭ প্রতিষ্ঠান first appeared on UK BANGLA.

The post আবারও সাইবার হামলার হিট লিস্টে বাংলাদেশ, ঝুঁকিতে ২৭ প্রতিষ্ঠান appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/23/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%b2/feed/ 0
ইউরোপের একাধিক তেল পরিবহণ-মজুদকারী প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার https://ukbangla.live/2022/02/04/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%258f%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a7%25e0%25a6%25bf%25e0%25a6%2595-%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/02/04/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9/#respond Fri, 04 Feb 2022 04:53:50 +0000 https://ukbangla.live/?p=1214 সাইবার আক্রমণের মুখে পড়েছে ইউরোপজুড়ে একাধিক তেল পরিবহণ ও মজুদকারী প্রতিষ্ঠান। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। জার্মানির ‘অয়েলট্যাঙ্কিং’, বেলজিয়ামে ‘এসইএ-ইনভেস্ট’ এবং নেদারল্যান্ডসের ‘ইভোস’ কোম্পানির তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বিবিসি জানিয়েছে, বিশ্বজুড়ে তেল মজুদকারী, পরিবহণ প্রতিষ্ঠানসহ কয়েক ডজন টার্মিনাল সাইবার হামলার শিকার হয়েছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো বলছে—সপ্তাহান্তে এসব হামলার ঘটনা ঘটেছে। তবে, বিশেষজ্ঞেরা এসব সাইবার-হামলাকে […]

The post ইউরোপের একাধিক তেল পরিবহণ-মজুদকারী প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার first appeared on UK BANGLA.

The post ইউরোপের একাধিক তেল পরিবহণ-মজুদকারী প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার appeared first on UK BANGLA.

]]>
সাইবার আক্রমণের মুখে পড়েছে ইউরোপজুড়ে একাধিক তেল পরিবহণ ও মজুদকারী প্রতিষ্ঠান। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জার্মানির ‘অয়েলট্যাঙ্কিং’, বেলজিয়ামে ‘এসইএ-ইনভেস্ট’ এবং নেদারল্যান্ডসের ‘ইভোস’ কোম্পানির তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷

বিবিসি জানিয়েছে, বিশ্বজুড়ে তেল মজুদকারী, পরিবহণ প্রতিষ্ঠানসহ কয়েক ডজন টার্মিনাল সাইবার হামলার শিকার হয়েছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো বলছে—সপ্তাহান্তে এসব হামলার ঘটনা ঘটেছে।

তবে, বিশেষজ্ঞেরা এসব সাইবার-হামলাকে সমন্বিত বলে ধরে নেওয়ার বিপক্ষে।

বিবিসি বলছে—উল্লিখিত তিনটি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে কিংবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

বেলজিয়ামের কৌঁসুলিরা বলছেন—তাঁরা ‘এসইএ-ইনভেস্ট’-এর টার্মিনালগুলোকে বাধাগ্রস্ত করা সাইবার-আক্রমণের তদন্ত করছেন।

‘এসইএ-ইনভেস্ট’-এর একজন মুখপাত্র বলেছেন, গত রোববার ইউরোপ ও আফ্রিকায় তাঁদের প্রতিটি পোর্ট সাইবার-হামলার শিকার হয়। প্রতিষ্ঠানটি অনলাইনে বিকল্প তথ্যপ্রযুক্তি ব্যবস্থা চালু করার চেষ্টা করছে।

‘এসইএ-ইনভেস্ট’-এর মুখপাত্র আরও জানান, তাঁদের প্রতিষ্ঠান অন্যান্য কোম্পানিতেও সাইবার-আক্রমণের বিষয়ে ওয়াকিবহাল। তবে, সেসব হামলার সঙ্গে ‘এসইএ-ইনভেস্ট’-এ হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, নেদারল্যান্ডসের ‘ইভোস’-এর এক মুখপাত্র বিবিসিকে বলেছেন—সাইবার-হামলায় টারনিউজেন, ঘেন্ট ও মাল্টার টার্মিনালগুলোতে তাঁদের তথ্যপ্রযুক্তি পরিষেবা ‘দিতে কিছুটা দেরি হয়েছে।’

The post ইউরোপের একাধিক তেল পরিবহণ-মজুদকারী প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার first appeared on UK BANGLA.

The post ইউরোপের একাধিক তেল পরিবহণ-মজুদকারী প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/04/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9/feed/ 0