সাকিব - UK BANGLA News Site Thu, 03 Nov 2022 06:39:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png সাকিব - UK BANGLA 32 32 সাকিবের দোষে হেরেছে বাংলাদেশ https://ukbangla.live/2022/11/03/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a7%258b%25e0%25a6%25b7%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a7%2587%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2 https://ukbangla.live/2022/11/03/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2/#respond Thu, 03 Nov 2022 06:38:59 +0000 https://ukbangla.live/?p=17380 ভারতের বিপক্ষে আরও একবার শেষ বলে হারের হতাশায় ডুবেছে বাংলাদেশ। যাতে করে দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও অনেকটাই ধূসর হয়ে গেছে। ভারতের কাছে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ৫ রানের এই হারের পেছনে সাকিবের দোষ দেখছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। তার মত, অধিনায়কের মতো দায়িত্ব নিয়ে খেলতে পারেননি সাকিব। ক্রিকবাজের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। […]

The post সাকিবের দোষে হেরেছে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post সাকিবের দোষে হেরেছে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
ভারতের বিপক্ষে আরও একবার শেষ বলে হারের হতাশায় ডুবেছে বাংলাদেশ। যাতে করে দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও অনেকটাই ধূসর হয়ে গেছে। ভারতের কাছে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ৫ রানের এই হারের পেছনে সাকিবের দোষ দেখছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। তার মত, অধিনায়কের মতো দায়িত্ব নিয়ে খেলতে পারেননি সাকিব।

ক্রিকবাজের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তার কথা, ‘অধিনায়কের দায়িত্ব নিয়ে খেলা উচিত। শান্ত এর আগে আউট হয়েছে। আর সাকিবও আউট হলো একই ওভারে। তারা দ্রুত দুটো উইকেট খুইয়ে বসেছিল, যদি একটা জুটি গড়ে উঠত… টি-টোয়েন্টিতে ১০ বলে ২০ রানের একটা জুটিও অনেক পার্থক্য গড়ে দিতে পারে।’

গত রাতের এই ম্যাচে ভারতের ব্যাটাররা যখন একের পর এক বিদায় নিচ্ছিলেন ইনিংসের শেষ ভাগে, তখন বিরাট কোহলি ছিলেন অটল। মাঠ ছেড়েছেন ২০ ওভার শেষে, ৪৩ বলে ৬৩ রান করে। তেমন কিছু সাকিবেরও করতে হতো, বিশ্বাস শেবাগের। বললেন, ‘আমার বিশ্বাস, অধিনায়ক একটা ভুল করেছে, তার অভিজ্ঞতা আছে; সে তার দায়িত্ব বুঝে নিতে হবে, শেষ পর্যন্ত খেলতে হবে, কোহলি যেমন খেলেছে।’

ম্যাচের আগে সাকিব পরিষ্কার ফেভারিট বলেছিলেন ভারতকে। বলেছিলেন, ‘আমরা বিশ্বকাপ জিততে আসিনি, ভারত জিততে এসেছে; এই ম্যাচে তাই তারাই ফেভারিট। তাদের যদি হারাতে পারি, তাহলে বিষয়টা আপসেট হবে। সেটা করতে পারলে বেশ খুশি হবো।’

সাকিবের সেই কথাকেও শূলে চড়িয়েছেন ভারতের সাবেক এই ব্যাটার। এমন কথাকে ‘বোকার মতো কথা’ বলেও আখ্যা দিলেন তিনি। বললেন, ‘বোকার মতো কথা বলার না বলে তার উচিত ছিল তার দলকে বিপদমুক্ত করা।’

গত রাতের এই ম্যাচের শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপের শীর্ষে উঠে গেছে ভারত। চার ম্যাচ শেষে দলটির জয় তিনটি, ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের চূড়ায় আছে দলটি। দক্ষিণ আফ্রিকা আছে দুইয়ে, তাদের পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বাংলাদেশ, ৩ পয়েন্ট নিয়ে এর পরের অবস্থানটা জিম্বাবুয়ের। সবশেষ ম্যাচে জয়ে ২ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে তালিকার পাঁচে, যদিও বাবর আজমদের হাতে আছে আরও দুই ম্যাচ। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে নেদারল্যান্ডস আছে পয়েন্ট তালিকার তলানিতে।

The post সাকিবের দোষে হেরেছে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post সাকিবের দোষে হেরেছে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/03/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2/feed/ 0
সাকিবকে রেখে চট্টগ্রাম টেস্টের একাদশ https://ukbangla.live/2022/05/14/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%2596%25e0%25a7%2587-%25e0%25a6%259a%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25ae-%25e0%25a6%259f https://ukbangla.live/2022/05/14/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9f/#respond Sat, 14 May 2022 06:48:49 +0000 https://ukbangla.live/?p=9335 শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরু ১৫ মে। তার দুই দিন আগেও নিশ্চিত হওয়া যায়নি সাকিবকে এই টেস্টের একাদশে পাওয়া যাবে কিনা। যদি-কিন্তুর ওপর ছিল সবকিছু। অবশেষে অবশ্য স্বস্তির খবর মিলেছে। সাকিবকে নিয়েই আগামীকাল রোববার চট্টগ্রাম টেস্টের একাদশ সাজাবে বাংলাদেশ দল। আজ শনিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে টাইগারদের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। যেখানে মুমিনুল বলেন, […]

The post সাকিবকে রেখে চট্টগ্রাম টেস্টের একাদশ first appeared on UK BANGLA.

The post সাকিবকে রেখে চট্টগ্রাম টেস্টের একাদশ appeared first on UK BANGLA.

]]>
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরু ১৫ মে। তার দুই দিন আগেও নিশ্চিত হওয়া যায়নি সাকিবকে এই টেস্টের একাদশে পাওয়া যাবে কিনা। যদি-কিন্তুর ওপর ছিল সবকিছু। অবশেষে অবশ্য স্বস্তির খবর মিলেছে।

সাকিবকে নিয়েই আগামীকাল রোববার চট্টগ্রাম টেস্টের একাদশ সাজাবে বাংলাদেশ দল। আজ শনিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে টাইগারদের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। যেখানে মুমিনুল বলেন, ‘সাকিব ভাই খেলবে ইনশাআল্লাহ।’

সাকিব অবশ্য আগ্রহ দেখিয়েছেন। রিপোর্ট নেগিটিভ আসার খবর পেয়েই গতকাল সন্ধ্যায় তিনি উড়াল দেন চট্টগ্রাম।

তবে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলছিলেন ভিন্ন কথা। তিনি জানিয়েছিলেন, ‘৫০-৬০ ভাগ ফিট সাকিবকে খেলানোর কথা বিবেচনা করাটা দুরূহ।’

সবমিলিয়ে সাকিবের খেলা না খেলা নিয়ে গতকাল থেকে চলছিল জল্পনাকল্পনা আর ধোঁয়াশা।

আজ শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সে সংশয় দূর করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, প্রথম টেস্টে খেলবেন সাকিব।

মুমিনুল বলেছেন, ‘হ্যাঁ, সাকিব ভাই খেলবে ইনশাআল্লাহ। অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে। ব্যাটিং তো ভালোই করলেন তিনি।’

অর্থাৎ সাকিবকে নিয়েই চট্টগ্রাম টেস্টের একাদশ গড়া হবে।

দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশে এসেছে শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। ১৫ মে হবে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ও শেষটি শুরু হবে আগামী ২৩ মে। এই সিরিজের প্রথম ম্যাচের জন্য গত ৮ মে থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।

The post সাকিবকে রেখে চট্টগ্রাম টেস্টের একাদশ first appeared on UK BANGLA.

The post সাকিবকে রেখে চট্টগ্রাম টেস্টের একাদশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/14/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9f/feed/ 0
অবশ্যই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবো: সাকিব https://ukbangla.live/2022/04/20/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b2%e0%a6%82%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2585%25e0%25a6%25ac%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%2587-%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2580%25e0%25a6%25b2%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/04/20/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b2%e0%a6%82%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87/#respond Wed, 20 Apr 2022 15:25:58 +0000 https://ukbangla.live/?p=7805 ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নিজের খেলা নিয়ে অনিশ্চয়তা দূর করেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মাসে অনুষ্ঠেয় সিরিজে অবশ্যই খেলবেন বলে জানিয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসার পর আজ সাকিব বলেন, ‘আমি মনে করি না, এটা নিয়ে সন্দেহ করার কোন কারণ ছিল (শ্রীলংকা সিরিজ)। হ্যাঁ, যদি জরুরী অবস্থা হতো, তবে […]

The post অবশ্যই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবো: সাকিব first appeared on UK BANGLA.

The post অবশ্যই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবো: সাকিব appeared first on UK BANGLA.

]]>
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নিজের খেলা নিয়ে অনিশ্চয়তা দূর করেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মাসে অনুষ্ঠেয় সিরিজে অবশ্যই খেলবেন বলে জানিয়েছেন সাকিব।

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসার পর আজ সাকিব বলেন, ‘আমি মনে করি না, এটা নিয়ে সন্দেহ করার কোন কারণ ছিল (শ্রীলংকা সিরিজ)। হ্যাঁ, যদি জরুরী অবস্থা হতো, তবে ব্যাপারটা ভিন্ন হতো। তবে আমি অবশ্যই খেলবো।’

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও পারিবারিক কারণে টেস্ট সিরিজে খেলেননি সাকিব। একই কারণে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজে খেলা নিয়েও অনিশ্চয়তা ছিল।

সাকিবের সিদ্ধান্তের অপেক্ষা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। কারণ নির্বাচকদের জানতে হবে, সিরিজে খেলার জন্য তাকে পাওয়া যাবে কি-না।

অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিলেন সাকিব। মানসিক অবসাদের কারনে পুরো দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছুটি দেয়া হয়েছিলো সাকিবকে। তার সিদ্বান্তে অসন্তুষ্ট ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও তার ছুটি মঞ্জুরি করার কোন ইচ্ছা ছিলো না তার।

পরে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলার সিদ্ধান্ত নেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন অলরাউন্ডার সাকিব। তার ব্যাটিং নৈপুন্যে প্রথম ম্যাচে টাইগাররা ৩৮ রানে জিতেছিলো। পরে তিন ম্যাচের সিরিজে প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ।

মানসিক চাপ নিয়ে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছিলেন সাকিব। ঐ ম্যাচটি ৯ উইকেটে জিতেছিলো বাংলাদেশ। ম্যাচের আগের দিন সাকিব জানতে পারেন, তার দুই শিশু ও মা বিভিন্ন শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি আছেন।

বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করার পর, দেশে ফিরে আসেন সাকিব। পরে আর টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকায় যাননি তিনি। বড় মেয়ের স্কুল খুলে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে যান সাকিব।

এখনো পারিবারিক সমস্যা থাকায়, শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সিরিজে খেলা নিয়ে অনিশ্চয়তা দূর করেছেন সাকিব। তিনি জানান, এই মুহূর্তে ক্রিকেটেই তার মনোযোগ। এখন মানসিকভাবে পুরোপুরি ফিট।

সাকিব বলেন, ‘আমি অবশ্যই এখন ভালোবোধ করছি। আমি এখন ক্রিকেটে মনোযোগ দিতে চাই। সামনে যতগুলো ম্যাচ আছে, খেলার চেষ্টা করবো।’

আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঈদুল ফিতরের বিরতির পরই বাংলাদেশে আসবে শ্রীলংকা। ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৩ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

The post অবশ্যই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবো: সাকিব first appeared on UK BANGLA.

The post অবশ্যই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবো: সাকিব appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/20/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b2%e0%a6%82%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87/feed/ 0
তৃতীয় ওয়ানডে খেলবেন সাকিব https://ukbangla.live/2022/03/22/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a4%25e0%25a7%2583%25e0%25a6%25a4%25e0%25a7%2580%25e0%25a7%259f-%25e0%25a6%2593%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25a1%25e0%25a7%2587-%25e0%25a6%2596%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/03/22/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf/#respond Tue, 22 Mar 2022 03:07:37 +0000 https://ukbangla.live/?p=5426 দেশে পরিবারের একাধিক সদস্যের স্বাস্থ্যগত সমস্যার খবর জানার পরও স্বাগতিক দক্ষিন আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের গুরুত্বপুর্ন তৃতীয় ও শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন দেশ সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। আগামী বুধবার অনুষ্ঠিত হবে ম্যাচটি। সাকিবের মা, ছেলে, মেয়ে এবং শাশুড়ি নানা রকম শারিরিক অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তবে এই মুহুর্তে তাদের অবস্থা […]

The post তৃতীয় ওয়ানডে খেলবেন সাকিব first appeared on UK BANGLA.

The post তৃতীয় ওয়ানডে খেলবেন সাকিব appeared first on UK BANGLA.

]]>
দেশে পরিবারের একাধিক সদস্যের স্বাস্থ্যগত সমস্যার খবর জানার পরও স্বাগতিক দক্ষিন আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের গুরুত্বপুর্ন তৃতীয় ও শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন দেশ সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। আগামী বুধবার অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সাকিবের মা, ছেলে, মেয়ে এবং শাশুড়ি নানা রকম শারিরিক অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তবে এই মুহুর্তে তাদের অবস্থা খুব একটা সংকটাপন্ন নয়। ৬২ বলে ৭৭ রানের নায়কোচিত পারফর্মেন্সে দক্ষিন আফ্রিকার মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশকে প্রথম জয় এনে দেয়া সাকিব তাই শেষ পর্যন্ত দলের সঙ্গে থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছেন।

সাকিবের অল রাউন্ড নৈপুন্য ভর করে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে ৩৮ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেলেও কাগিসো রাবাদার বিধ্বংসী বোলিং দ্বিতীয় ম্যাচে জয় এনে দিয়েছে প্রোটিয়াদের। ফলে বর্তমানে ১-১ ম্যাচে সমতায় রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। যে কারণে তৃতীয় ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারনী ম্যাচে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘আমি বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাকিবকে অবহিত করেছি। ইতোমধ্যে আপনারা জানেন যে সাকিবের পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়েছে। তার মা, শাশুড়ি ও দুই সন্তান বিভন্ন রকম স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। তবে যেহেতু ২৩ মার্চ সিরিজের তৃতীয় ম্যাচটি রয়ে গেছে, তাই পরিস্থিতি উদ্বেগজনক না হলে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ’

ইউনুস বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার সাকিবের উপর ছেড়ে দিয়েছে বিসিবি।

তিনি বলেন, যে কোন পরিস্থিতিতে সাকিবের পাশে থাকবে বিসিবি। এটি একটি পারিবারিক সংকট। তাই সাকিব তার ইচ্ছামত সিদ্ধান্ত গ্রহন করতে পারবেন।

The post তৃতীয় ওয়ানডে খেলবেন সাকিব first appeared on UK BANGLA.

The post তৃতীয় ওয়ানডে খেলবেন সাকিব appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/22/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf/feed/ 0
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রান-উইকেট সাকিবের https://ukbangla.live/2022/03/17/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25a3-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/03/17/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87/#respond Thu, 17 Mar 2022 04:19:26 +0000 https://ukbangla.live/?p=5028 আগামীকাল থেকে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সেরা ব্যাটার ও বোলার সাকিব আল হাসান। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ ম্যাচ খেলে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৭ রান করেছেন সাকিব। দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের। ১২ ম্যাচে ৩০৩ রান করেছেন তিনি। ১১ ম্যাচে ২৯২ রান আছে মুশফিকুর […]

The post দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রান-উইকেট সাকিবের first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রান-উইকেট সাকিবের appeared first on UK BANGLA.

]]>
আগামীকাল থেকে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সেরা ব্যাটার ও বোলার সাকিব আল হাসান।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ ম্যাচ খেলে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৭ রান করেছেন সাকিব। দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের। ১২ ম্যাচে ৩০৩ রান করেছেন তিনি। ১১ ম্যাচে ২৯২ রান আছে মুশফিকুর রহিমের।

বল হাতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা পারফরমার সাকিব। ১৪ ম্যাচে ১৩ উইকেট আছে তার। ৬ ম্যাচে ১২ উইকেট আছে পেসার রুবেল হোসেনের। ৭ ম্যাচে ৮ উইকেট আব্দুর রাজ্জাকের। ৮ উইকেট আছে এবারের সফরে দলের সাথে থাকা মুস্তাফিজুর রহমানের।

The post দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রান-উইকেট সাকিবের first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রান-উইকেট সাকিবের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/17/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87/feed/ 0
সিদ্ধান্ত বদল, দক্ষিণ আফ্রিকা সফরেও যাচ্ছেন সাকিব https://ukbangla.live/2022/03/12/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4-%25e0%25a6%25ac%25e0%25a6%25a6%25e0%25a6%25b2-%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25a3-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a7%258d https://ukbangla.live/2022/03/12/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d/#respond Sat, 12 Mar 2022 08:54:25 +0000 https://ukbangla.live/?p=4631 মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে। তবে আজ (শনিবার) হঠাৎ করেই এই ইস্যুতে এলো নতুন মোড়। এবার খোদ সাকিব আল হাসান নিজেই জানালেন, চলতি দক্ষিণ আফ্রিকা […]

The post সিদ্ধান্ত বদল, দক্ষিণ আফ্রিকা সফরেও যাচ্ছেন সাকিব first appeared on UK BANGLA.

The post সিদ্ধান্ত বদল, দক্ষিণ আফ্রিকা সফরেও যাচ্ছেন সাকিব appeared first on UK BANGLA.

]]>
মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে। তবে আজ (শনিবার) হঠাৎ করেই এই ইস্যুতে এলো নতুন মোড়। এবার খোদ সাকিব আল হাসান নিজেই জানালেন, চলতি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি। শুরুতে দ্বিধায় থাকলেও, এখন নিজেকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এভেইলেবল বলে জানালেন সাকিব।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সাকিব নিজেই বলেন, ‘পাপন ভাইর সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু আমি তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন আমাকে বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’

এর খানিক পরেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব। দুবাই থেকে দেশে ফেরার পর পাপনের সঙ্গে একান্ত সাক্ষাতেই মূলত এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যা আনুষ্ঠানিকভাবে জানালেন আজ।

এর আগে শনিবার দুপুর ১টার দিকে বিসিবি ভবনে বৈঠকে বসেছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন, শীর্ষ পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ এবং সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকা সফরে ১৮ মার্চ থেকে শুরু হবে প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২০ আর ২৩ মার্চ। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে। এক মাসের সফর শেষে ১৩ এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা।

ওয়ানডে দল : তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।

টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

The post সিদ্ধান্ত বদল, দক্ষিণ আফ্রিকা সফরেও যাচ্ছেন সাকিব first appeared on UK BANGLA.

The post সিদ্ধান্ত বদল, দক্ষিণ আফ্রিকা সফরেও যাচ্ছেন সাকিব appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/12/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d/feed/ 0
সাকিবকে তিন ফরম্যাটে রেখেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিবির https://ukbangla.live/2022/03/11/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%25ab%25e0%25a6%25b0%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%2596 https://ukbangla.live/2022/03/11/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96/#respond Fri, 11 Mar 2022 04:08:23 +0000 https://ukbangla.live/?p=4476 সাকিব আল হাসানকে তিন সংস্করণে রেখেই ২০২২ সালের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা দিয়েছে বিসিবি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে এই অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হলেও চুক্তিতে সেটির প্রভাব পড়েনি। সব মিলিয়ে এবারের চুক্তিতে রাখা হয়েছে ২১ খেলোয়াড়কে। গতবারের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২৪ জন। গতবারের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য […]

The post সাকিবকে তিন ফরম্যাটে রেখেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিবির first appeared on UK BANGLA.

The post সাকিবকে তিন ফরম্যাটে রেখেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিবির appeared first on UK BANGLA.

]]>
সাকিব আল হাসানকে তিন সংস্করণে রেখেই ২০২২ সালের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা দিয়েছে বিসিবি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে এই অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হলেও চুক্তিতে সেটির প্রভাব পড়েনি। সব মিলিয়ে এবারের চুক্তিতে রাখা হয়েছে ২১ খেলোয়াড়কে। গতবারের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২৪ জন।

গতবারের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, সাইফ হাসান, আবু জায়েদ ও শামীম হোসেন। নতুন এসেছেন উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান ও মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী। সম্প্রতি টেস্ট অভিষেক হয়েছে এই দুজনেরই। দুজনই আছেন শুধু টেস্টের চুক্তিতেই।

এ বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবে এ চুক্তির মেয়াদ। এবার সাকিব ছাড়াও তিন সংস্করণেই আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। গতবারও ছিলেন তাঁরা।

২০২০ সালে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে নতুনত্ব আনে বিসিবি। প্রথমবারের মতো চুক্তি হয়েছিল লাল বল ও সাদা বলের ক্রিকেটের ভিত্তিতে। কিন্তু গতবার সেটি পরিবর্তন করে তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা চুক্তি করে ক্রিকেট বোর্ড। গতকাল ঘোষিত ক্রিকেটারদের নতুন চুক্তির তালিকায় আছে তিনটি শ্রেণি—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি।

এবার ঘোষিত চুক্তিতে তিন সংস্করণেই আছেন পাঁচজন। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তারা আগেরবারও তিন সংস্করণের চুক্তিতে ছিলেন। শুধু টেস্টে ১৪ জন, ওয়ানডেতে ১০ জন এবং টি-টোয়েন্টিতে আছেন ১২ জন।

আগের চুক্তি থেকে এবার বাদ পড়েছেন ক্রিকেটার ৫ জন। তারা হলেন- মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারি। তাদের মধ্যে সাইফউদ্দিন ওয়ানডে ও টি-টোয়েন্টি, সাইফ টেস্ট, সৌম্য টি-টোয়েন্টি, রাহী টেস্ট এবং শামীম টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন। একাধিক ফরম্যাটের চুক্তিতে থেকে এবার বাদ পড়া একমাত্র ক্রিকেটার সাইফউদ্দিন।

এবার প্রথমবারের মত জায়গা পেয়েছেন ২ ক্রিকেটার। তারা হলেন- মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী। এক বছর পর আবার চুক্তিতে ফিরেছেন নাঈম শেখ। চুক্তির মেয়াদ থাকবে আগামী ডিসেম্বর পর্যন্ত।

কে কে আছেন কেন্দ্রীয় চুক্তির তালিকায়:

টেস্ট
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টি
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুসুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।

তিন সংস্করণেই আছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এই পাঁচজন।

The post সাকিবকে তিন ফরম্যাটে রেখেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিবির first appeared on UK BANGLA.

The post সাকিবকে তিন ফরম্যাটে রেখেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিবির appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/11/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96/feed/ 0
সাকিবের বিজ্ঞাপন ইস্যুতে বরিশালকে শোকজ করল বিসিবি https://ukbangla.live/2022/02/19/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%259e%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25a8-%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/02/19/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87/#respond Sat, 19 Feb 2022 01:57:56 +0000 https://ukbangla.live/?p=2763 নানা বিতর্ক নিয়ে অবশেষে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দল হারার পাশাপাশি বড় দুঃসংবাদ ফরচুন বরিশালের জন্য। দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিজ্ঞাপন ইস্যুতে দলটির ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আজ (শুক্রবার) রাতে ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, […]

The post সাকিবের বিজ্ঞাপন ইস্যুতে বরিশালকে শোকজ করল বিসিবি first appeared on UK BANGLA.

The post সাকিবের বিজ্ঞাপন ইস্যুতে বরিশালকে শোকজ করল বিসিবি appeared first on UK BANGLA.

]]>
নানা বিতর্ক নিয়ে অবশেষে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দল হারার পাশাপাশি বড় দুঃসংবাদ ফরচুন বরিশালের জন্য। দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিজ্ঞাপন ইস্যুতে দলটির ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

আজ (শুক্রবার) রাতে ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, যেহেতু সাকিব ইস্যুতে টুর্নামেন্টের ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্টের নিয়ম ভঙ্গ করা হয়েছে, তাই বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে শো কজ করা হয়েছে।

ম্যাচের আগের দিন সাকিব আল হাসানের বায়ো-বাবল ভাঙ্গার ইস্যুতে বরিশালকে শোকজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএল ফাইনালের আগে অফিসিয়াল ফটোসেশনে অংশ না নিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে বায়ো-বাবল ভেঙেছিলেন সাকিব। এই জন্য পুরো দলকে শোকজ করেছে বিসিবি।

এ বিষয়ে পাপন বলেছেন, ‘যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট হয়েছে। আমরা কিন্তু এটায় ছাড় দেইনি। এবার দায়িত্ব ছিল ফ্র্যাঞ্চাইজিদের। বিসিবির অধীনে আমরা কোনো ছাড় দেইনি। এরই মধ্যে বরিশাল ফ্র্যাঞ্চাজিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘সে বাইরে গেলো কীভাবে? আমরা ফ্র্যাঞ্চাজিদের নির্দেশনা দিয়েছিলাম কীভাবে এবারের সবকিছু মেইন্টেন করতে হবে। যেহেতু এটা ভাঙা হয়েছে, সেটার জন্য তাদের শো কজ করা হয়েছে। টুর্নামেন্টের মাঝে তো কিছু করা সম্ভব না। টুর্নামেন্ট শেষ হয়েছে এখন যা করার করবে।’

ম্যাচের আগের দিন অনুশীলন ও ফটোসেশনে না এসে বিতর্কের জন্ম দেন সাকিব। তাঁর না আসা নিয়ে দুরকম তথ্য দিয়ে আলোচনার জন্ম দেয় বরিশাল। প্রথমে সাকিবের দল ফরচুন বরিশাল থেকে জানানো হয়, সাকিব নাকি পেটের পীড়ার কারণে আনুষ্ঠানিক ফটোসেশনে আসতে পারেননি। পরে আবার দলের আরেক সদস্য নুরুল হাসান সোহান জানান অন্য কথা।

সব শেষ রাতে জানা যায়, সাকিবের অনুশীলনে না আসার আসল কারণ। সাকিব কাল মাঠে না এসে গিয়েছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। বিসিবির নিয়ম অনুযায়ী, সাকিবকে দলের সঙ্গে যোগ দিতে হলে করোনা নেগেটিভ হতে হবে। ফলে রাতেই করোনা টেস্ট করে নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দেন ফরচুন বরিশালের অধিনায়ক।

The post সাকিবের বিজ্ঞাপন ইস্যুতে বরিশালকে শোকজ করল বিসিবি first appeared on UK BANGLA.

The post সাকিবের বিজ্ঞাপন ইস্যুতে বরিশালকে শোকজ করল বিসিবি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/19/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87/feed/ 0