সাগর-রুনি হত্যা - UK BANGLA News Site Sun, 13 Feb 2022 08:04:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png সাগর-রুনি হত্যা - UK BANGLA 32 32 সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত আছে: স্বরাষ্ট্রমন্ত্রী https://ukbangla.live/2022/02/13/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%89%e0%a6%a6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2597%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25bf-%25e0%25a6%25b9%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a6%25b9%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25af-%25e0%25a6%2589%25e0%25a6%25a6 https://ukbangla.live/2022/02/13/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%89%e0%a6%a6/#respond Sun, 13 Feb 2022 08:04:04 +0000 https://ukbangla.live/?p=2271 সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে যান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা। সেখানে তাদেরকে মন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি চেষ্টা করবো যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।’ তিনি বলেন, ‘মহামান্য আদালত র‍্যাবকে দায়িত্ব […]

The post সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত আছে: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত আছে: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে যান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা। সেখানে তাদেরকে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি চেষ্টা করবো যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।’

তিনি বলেন, ‘মহামান্য আদালত র‍্যাবকে দায়িত্ব দিয়েছে। র‍্যাব এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা আশা করি খুব শিগগিরই, খুব শিগগির বলতে, ঘটনাটা কি ঘটেছিল, কে কে দায়ী ছিল, এগুলো আমরা বের করতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

তিনি আরও বলেন, ‘এটা আমার নির্বাচনী এলাকাতেই হয়েছিল। আমিও দৌড়ে গিয়েছিলাম। আমিও মনে করি এটা যথেষ্ট দেরি হয়েছে। এটা আমি চেষ্টা করবো যাতে খুব জলদি ব্যবস্থা নিতে পারি।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। এই হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

সেসময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তারা বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে সাড়ে ৮৭ হাজার ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। এত সময়ে মামলার বিচারই শুরু করা যায়নি। যদিও এই সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করেছেন তাদের সহকর্মীরা।

The post সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত আছে: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত আছে: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/13/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%89%e0%a6%a6/feed/ 0
সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানাল র‌্যাব https://ukbangla.live/2022/02/11/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2597%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25bf-%25e0%25a6%25b9%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be-%25e0%25a6%25a4%25e0%25a6%25a6%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/02/11/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/#respond Fri, 11 Feb 2022 08:42:17 +0000 https://ukbangla.live/?p=2041 সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হওয়ার ১০ বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ করতে পারেনি র‌্যাব। আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে এরই মধ্যে ৮৫ বার সময় পরিবর্তন করা হয়েছে। এই এক দশকে ৮৫ বারের মতো পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ২৩ ফেব্রুয়ারি […]

The post সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানাল র‌্যাব first appeared on UK BANGLA.

The post সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানাল র‌্যাব appeared first on UK BANGLA.

]]>
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হওয়ার ১০ বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ করতে পারেনি র‌্যাব। আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে এরই মধ্যে ৮৫ বার সময় পরিবর্তন করা হয়েছে।

এই এক দশকে ৮৫ বারের মতো পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

যদিও শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, মামলাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

এ সময় তিনি বলেন, ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যখন কোনো মামলার তদন্ত করে তখন তা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে করে থাকে। সাগর-রুনি হত্যা মামলার তদন্তও সর্বোচ্চ গুরুত্ব দিয়েই করছে র‍্যাব। এখন পর্যন্ত ১৬০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে র‍্যাব। সাগর-রুনি হত্যা মামলার তদন্তে যেসব তথ্য উপাত্ত ও আলামত পরীক্ষা-নিরীক্ষা করা দরকার তা করেছে র‍্যাব। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারবো। র‍্যাব সবসময় চেষ্টা করে তদন্তে যেন নিরীহ নিরপরাধ মানুষ দোষী সাব্যস্ত না হয়।’

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তদন্তে নিরপরাধ কোনো ব্যক্তি যেন দোষী সাব্যস্ত না হয়। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ হত্যা মামলার তদন্ত করছে র‍্যাব। আপনারা জানেন, আমরা সাগর-রুনি হত্যা মামলার তদন্তভার নিয়েছি দুই মাস পর। আমরা রিমান্ডে এনে অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। সরকার এতটাই গুরুত্ব দিয়েছে এ মামলার তথ্য-উপাত্ত প্রমাণের জন্য আলামত পরীক্ষা করতে দেশের বাইরে পাঠানো হয়েছে। আলামত পরীক্ষার প্রতিবেদন পেতে সময় লেগেছে। আমরা মাত্র কিছুদিন আগে পেয়েছি। তদন্ত চলমান।

সাগর-রুনি হত্যার ১০ বছর হয়েছে— আর কত দেরি হলে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন, র‍্যাব এ মামলা তদন্ত করছে আদালতের নির্দেশে। আমরা সবদিক বিবেচনায় তদন্ত করছি।

এমন চাঞ্চল্যকর মামলার তদন্ত করার মতো সক্ষমতা কি র‌্যাবের নেই? এমন প্রশ্নের উত্তরে কমান্ডার মঈন বলেন, র‌্যাব অনেক চাঞ্চল্যকর মামলার তদন্ত করেছে। র‌্যাব কখনো নিজে থেকে মামলার তদন্ত করে না। আদালত দিলেই কেবল তদন্ত করে। আমরা যে আজ একটি অভিযান পরিচালনা করেছি এটারও আলামত ও আসামি থানায় সোপর্দ করা হবে। সুতরাং নিয়মতান্ত্রিক উপায়েই র‌্যাব সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে।

বাদীপক্ষ মামলার তদন্তে র‌্যাবের প্রতি আস্থা হারিয়ে ফেলছে এমন বক্তব্যও আসছে, এ প্রসঙ্গে র‌্যাব গণমাধ্যম শাখার পরিচালক বলেন, আমরা এ মামলার তদন্তের অগ্রগতি প্রতিটি ডেটে আদালতকে অবহিত করছি। আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ বা বক্তব্য পাইনি। আদালতও আমাদের বলেনি। এখানে তদন্ত নিয়ে খারাপ লাগার কিছু নেই। বাংলাদেশের কয়টি মামলায় আলামত পরীক্ষা করে আসামিকে শনাক্তের চেষ্টা করা হয়? আমরা কিন্তু সেটিই করছি। আমরা চাই এটি দ্রুত শেষ হোক। নিরপরাধ কেউ সাজা না পাক।

The post সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানাল র‌্যাব first appeared on UK BANGLA.

The post সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানাল র‌্যাব appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/11/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0
সাগর-রুনি হত্যাকাণ্ডের ১০ বছর, ৮৫ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন https://ukbangla.live/2022/02/11/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2597%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25bf-%25e0%25a6%25b9%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a3%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a7%25a7 https://ukbangla.live/2022/02/11/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7/#respond Fri, 11 Feb 2022 03:49:11 +0000 https://ukbangla.live/?p=1997 সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দশম বার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে (১১ ফেব্রুয়ারি) মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর […]

The post সাগর-রুনি হত্যাকাণ্ডের ১০ বছর, ৮৫ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন first appeared on UK BANGLA.

The post সাগর-রুনি হত্যাকাণ্ডের ১০ বছর, ৮৫ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন appeared first on UK BANGLA.

]]>
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দশম বার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে (১১ ফেব্রুয়ারি) মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

এই এক দশকে ৮৫ বারের মতো পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

যদিও সেসময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তারা বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।

এদিকে, মামলার অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রে আলামত পরীক্ষা করে ঘটনাস্থল থেকে পাওয়া দুজন অজ্ঞাত পুরুষের ডিএনএ পরীক্ষা করে শনাক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখন মামলাটি যুক্তরাষ্ট্রে ফরেনসিক ও ডিএনএ টেস্টের নামে ঝুলে আছে। ছয় বছর আগে সেখানকার দুটি বেসরকারি ল্যাবে এই টেস্টের জন্য নমুনা পাঠানো হয়।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন শেরেবাংলা নগর থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

মামলায় আটজনকে বিভিন্ন সময় গ্রেফতার করা হয়। এদের মধ্যে বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, মিন্টু, কামরুল হাসান, বকুল মিয়া, রফিকুল ইসলাম ও আবু সাঈদ কারাগারে। পলাশ রুদ্র পাল ও তানভীর রহমান নামে দুজন হাইকোর্ট থেকে জামিনে আছেন।

মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর নয় বছর ১০ মাস গড়ালেও র‌্যাব এখনো কোনো প্রতিবেদন জমা দিতে পারেনি আদালতে। পেছাতে পেছাতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৮৫ বার পেছাতে হয়েছে। এ কারণে মামলার বিচারকাজ কবে শুরু হবে, তা নিয়ে চিন্তিত সাগর-রুনির স্বজনরা।

The post সাগর-রুনি হত্যাকাণ্ডের ১০ বছর, ৮৫ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন first appeared on UK BANGLA.

The post সাগর-রুনি হত্যাকাণ্ডের ১০ বছর, ৮৫ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/11/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7/feed/ 0