সার্চ কমিটি - UK BANGLA News Site Thu, 24 Feb 2022 15:53:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png সার্চ কমিটি - UK BANGLA 32 32 রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির তালিকা, প্রজ্ঞাপন শিগগিরই https://ukbangla.live/2022/02/24/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259a-%25e0%25a6%2595-2 https://ukbangla.live/2022/02/24/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95-2/#respond Thu, 24 Feb 2022 15:43:24 +0000 https://ukbangla.live/?p=3268 প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশের জন্য ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে সার্চ কমিটি। রাষ্ট্রপতি প্রস্তাবিত নামগুলো পর্যালোচনা করে এক জন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার জন নির্বাচন কমিশনার নির্বাচন করে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। শিগগিরই নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ক এই প্রজ্ঞাপন জারি হবে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) […]

The post রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির তালিকা, প্রজ্ঞাপন শিগগিরই first appeared on UK BANGLA.

The post রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির তালিকা, প্রজ্ঞাপন শিগগিরই appeared first on UK BANGLA.

]]>
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশের জন্য ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে সার্চ কমিটি। রাষ্ট্রপতি প্রস্তাবিত নামগুলো পর্যালোচনা করে এক জন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার জন নির্বাচন কমিশনার নির্বাচন করে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। শিগগিরই নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ক এই প্রজ্ঞাপন জারি হবে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বঙ্গভবনের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সদস্যদের বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি তাদের চূড়ান্ত করা ১০ জনের নামের তালিকাটি হস্তান্তর করেছে। রাষ্ট্রপতি তালিকাটি গ্রহণ করেছেন। তিনি এই তালিকা থেকে পাঁচ জনকে বাছাই করে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। শিগগিরই রাষ্ট্রপতির নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

১০ জনের তালিকার নাম প্রকাশ করা হবে কি না— জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো তালিকা প্রকাশ করা হবে না। তবে ১০ জনের এই তালিকা থেকে রাষ্ট্রপতি পাঁচ জনকে বেছে নেবেন নির্বাচন কমিশনের জন্য। সেই পাঁচ জনের নাম প্রজ্ঞাপনে থাকবে। সার্চ কমিটির তালিকা থেকে যে পাঁচ জনকে রাষ্ট্রপতি নির্বাচন করবেন না, সেই নামগুলো প্রকাশ করা হবে না।

এর আগে, সন্ধ্যা ৭টার দিকে সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে পৌঁছান। সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বসেন তারা। তবে সার্চ কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এসময় উপস্থিত ছিলেন না।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অসুস্থতার কারণে বিচারপতি ওবায়দুল হাসান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তালিকা হস্তান্তরের সময় উপস্থিত থাকতে পারেননি। বাকি সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি কথা বলেছেন এবং তাদের কাছ থেকে তালিকা গ্রহণ করেছেন।

এর আগে, ইসি গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি শুরুতেই নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন। সেই সংলাপেও বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল অংশ নেয়নি। বাকি দলগুলোর সঙ্গে সংলাপে আগামী দিনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য ইসি নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের প্রস্তাব উঠে আসে। পরে গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে পাস হয় ইসি গঠন আইন। রাষ্ট্রপতি সেই আইনের অধীনেই গত ৫ ফেব্রুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ কমিটির বাকি সদস্যরা হলেন— হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসাইন এবং লেখক অধ্যাপক আনোয়ার সৈয়দ হক।

গঠনের পর থেকে সার্চ কমিটি এ পর্যন্ত নিজেদের মধ্যে সাতটি বৈঠক করেছে। এছাড়া ইসি গঠনে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে ৪৭ ব্যক্তির সঙ্গে পৃথক পৃথক তিনটি বৈঠকও করেছে। এছাড়া রাজনৈতিক দলসহ সংগঠন ও ব্যক্তিদের কাছ থেকেও যোগ্য ব্যক্তিদের নামের তালিকা আহ্বান করেছিল সার্চ কমিটি।

এসব বৈঠক এবং বিভিন্ন দল-সংগঠন ও ব্যক্তিদের কাছ থেকে সার্চ কমিটি মোট ৩২৯ জনের নাম পায়। এর মধ্যে গত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জমা পড়া ৩২২ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এসব নাম থেকে যাচাই-বাছাই করে সার্চ কমিটি প্রথমে ৬০ জন, পরে ২০ জন এবং সবশেষ ১০ জনের তালিকা চূড়ান্ত করে।

এদিকে, সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ইসি গঠনে নিজেদের বিবেচনায় যোগ্য ব্যক্তিদের নামের তালিকা পাঠিয়েছিল সার্চ কমিটির কাছে। তবে বিএনপি ও সিপিবিসহ কয়েকটি দল কমিটিতে নামের কোনো তালিকা জমা দেয়নি।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন সবশেষ নির্বাচন কমিশনের মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এরপর নতুন নির্বাচন কমিশন গঠনের আগ পর্যন্ত কোনো কমিশন থাকছে না দেশে। নতুন যে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি গঠন করতে যাচ্ছেন, ওই নির্বাচন কমিশনের ওপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকছে।

The post রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির তালিকা, প্রজ্ঞাপন শিগগিরই first appeared on UK BANGLA.

The post রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির তালিকা, প্রজ্ঞাপন শিগগিরই appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/24/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95-2/feed/ 0
রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি দশ জনের নাম জমা দেবে আজ https://ukbangla.live/2022/02/24/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259a-%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/02/24/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95/#respond Thu, 24 Feb 2022 03:09:24 +0000 https://ukbangla.live/?p=3182 নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আজ ১০ জনের নামের তালিকা জমা দেবে অনুসন্ধান (সার্চ) কমিটি। রাষ্ট্রপতি এই তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ দেবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সহায়তা করতে সংক্ষিপ্ত তালিকা করার দায়িতপ্রাপ্ত […]

The post রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি দশ জনের নাম জমা দেবে আজ first appeared on UK BANGLA.

The post রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি দশ জনের নাম জমা দেবে আজ appeared first on UK BANGLA.

]]>
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আজ ১০ জনের নামের তালিকা জমা দেবে অনুসন্ধান (সার্চ) কমিটি। রাষ্ট্রপতি এই তালিকা থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ দেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সহায়তা করতে সংক্ষিপ্ত তালিকা করার দায়িতপ্রাপ্ত সার্চ কমিটি আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের বাছাইকৃত তালিকা হস্তান্তর করবেন।

তিনি আরও জানান, খুব শিগগির নতুন নির্বাচন কমিশনের নামগুলো ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে সার্চ কমিটির সচিবের দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘কমিটি সম্ভাব্য ১০ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। তালিকায় সিইসি পদের জন্য দুজন এবং চারটি ইসি পদের জন্য আট জনের নাম রয়েছে। সার্চ কমিটি প্রস্তাবিত নাম থেকে ১০ জনের নামের তালিকা তৈরি করেছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ইসি সার্চ কমিটির অপর সদস্যেরা হলেন— হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

দায়িত্ব পালনকালে কমিটি নিজেরা সাতটি সভা করেন এবং ইসি গঠনে পরামর্শ পেতে ৪৭ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। মন্ত্রিপরিষদ বিভাগ ১৪ ফেব্রুয়ারি ৩২২ জনের নাম ওয়েবসাইটে প্রকাশ করে। তাঁদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি পর্যায়ের নামও রয়েছে।

তালিকা যাচাই-বাছাই করে কয়েক জনের নাম একাধিকবার পাওয়া যায়। সংশোধনের পর তালিকায় ৩১৫ জনের নাম ছিল। পরে তালিকায় নাম কমিয়ে ৫০ জন, পরে ২০ জন এবং সবশেষে ১০ জনের নাম রাখা হয়।

গত ২৭ জানুয়ারি তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে জাতীয় সংসদে ইসি গঠন প্রক্রিয়া নিয়ে আইন পাস হয়।

পরে রাষ্ট্রপতি গত ৫ ফেব্রুয়ারি এ আইনের অধীনে ছয় সদস্যবিশিষ্ট ইসি সার্চ কমিটি গঠন করেন।

The post রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি দশ জনের নাম জমা দেবে আজ first appeared on UK BANGLA.

The post রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি দশ জনের নাম জমা দেবে আজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/24/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95/feed/ 0
১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি https://ukbangla.live/2022/02/22/%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9a%e0%a7%82%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a7%25e0%25a7%25a6-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ae-%25e0%25a6%259a%25e0%25a7%2582%25e0%25a7%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%259b%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/02/22/%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9a%e0%a7%82%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/#respond Tue, 22 Feb 2022 14:38:51 +0000 https://ukbangla.live/?p=3081 প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির সপ্তম ও শেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করেছে। কমিটির চলমান সপ্তম বৈঠকে নামগুলো চূড়ান্ত করা হয়েছে বলে একটি সূত্র থেকে জানা যায়। সূত্র আরও জানায়, এই ১০ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ […]

The post ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি first appeared on UK BANGLA.

The post ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি appeared first on UK BANGLA.

]]>
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির সপ্তম ও শেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করেছে। কমিটির চলমান সপ্তম বৈঠকে নামগুলো চূড়ান্ত করা হয়েছে বলে একটি সূত্র থেকে জানা যায়।

সূত্র আরও জানায়, এই ১০ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটির সদস্যরা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে ব্রিফিং করবেন বলে জানা গেছে।

এদিকে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বৈঠকে বিরতি দিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্চ কমিটির সদস্যরা। এ সময় প্রধান বিচারপতির পক্ষ থেকে সার্চ কমিটির সবাইকে সুপ্রিম কোর্টের প্রকাশনা সামগ্রী দেওয়া হয়। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে আবারও বৈঠকে বসে সার্চ কমিটি।

এর আগে বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শেষ বৈঠকে বসে সার্চ কমিটি। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করছেন।

গত রোববার সন্ধ্যায় ৬ষ্ঠ বৈঠক শেষে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবাদুল হাসান সাংবাদিকদের জানিয়েছিলেন, আজকের (মঙ্গলবার) বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। তবে তাদের নাম প্রকাশ করা হবে না।

গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। বিশিষ্টজনরা নির্বাচন কমিশনার হিসেবে কাদের নাম দেওয়া যেতে পারে সে ব্যাপারে সার্চ কমিটিকে পরামর্শ দেন।

এর আগে সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও আগ্রহী ব্যক্তিদের নির্বাচন কমিশনার হওয়ার যোগ্য ব্যক্তিদের নাম পাঠানোর অনুরোধ করেছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি ও সংগঠন মোট ৩২২ জনের নাম পাঠায়।

গত শনিবার সার্চ কমিটির বৈঠকে ৩২২ জনের তালিকা থেকে ২০ জনের নাম বাছাই করা হয়। রোববার (২০ ফেব্রুয়ারি) ওই তালিকা ১২-১৩ জনে নিয়ে আসে কমিটি।

সর্বশেষ নির্বাচন কমিশনের মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য গত ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। কমিটিকে ১০ জনের নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস।

১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

The post ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি first appeared on UK BANGLA.

The post ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/22/%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9a%e0%a7%82%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/feed/ 0
অনুসন্ধান কমিটির শেষ বৈঠক আজ, চূড়ান্ত হবে ১০ নাম https://ukbangla.live/2022/02/22/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2585%25e0%25a6%25a8%25e0%25a7%2581%25e0%25a6%25b8%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b7-%25e0%25a6%25ac%25e0%25a7%2588%25e0%25a6%25a0 https://ukbangla.live/2022/02/22/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0/#respond Tue, 22 Feb 2022 03:31:50 +0000 https://ukbangla.live/?p=3003 প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির সপ্তম ও শেষ বৈঠক আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)। আজ বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করবেন। এর আগে গতকাল সার্চ কমিটির বৈঠক শেষে বিচারপতি ওবায়দুল হাসান […]

The post অনুসন্ধান কমিটির শেষ বৈঠক আজ, চূড়ান্ত হবে ১০ নাম first appeared on UK BANGLA.

The post অনুসন্ধান কমিটির শেষ বৈঠক আজ, চূড়ান্ত হবে ১০ নাম appeared first on UK BANGLA.

]]>
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির সপ্তম ও শেষ বৈঠক আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)। আজ বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করবেন।

এর আগে গতকাল সার্চ কমিটির বৈঠক শেষে বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, নির্বাচন কমিশন আইনের আওতায় সার্চ কমিটি হওয়ার পর ছয়টি মিটিং করেছি। আরেকটি মিটিং বাকি আছে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় সপ্তম মিটিং করার মধ্য দিয়ে আপাতত কাজ শেষ করতে পারব।

বিচারপতি ওবায়দুল হাসান আরও বলেছিলেন, পঞ্চম বৈঠকে আমরা ২০ জনের নাম চূড়ান্ত করেছিলাম। আজকের বৈঠকে সেখান থেকে ১২-১৩ জনের নাম চূড়ান্ত করেছি। এবং আগামী ২২ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

চূড়ান্ত করে নামের তালিকা প্রকাশ করা হবে কি না— এ প্রশ্নে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ১০ জনের নাম প্রকাশ করব না। এটা রাষ্ট্রপতির ডোমেইন। রাষ্ট্রপতির কাছে দিলে পরে তিনি যদি বলেন আপনারা প্রকাশ করুন, তাহলে প্রকাশ করব। এটা তার সম্পত্তি, তার কাছেই দিতে হবে। আমাদের প্রকাশ করার কোনো আইন নেই।

গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। বিশিষ্টজনরা নির্বাচন কমিশনার হিসেবে কাদের নাম দেওয়া যেতে পারে সে ব্যাপারে সার্চ কমিটিকে পরামর্শ দেন।

এর আগে সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও আগ্রহী ব্যক্তিদের নির্বাচন কমিশনার হওয়ার যোগ্য ব্যক্তিদের নাম পাঠানোর অনুরোধ করেছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি ও সংগঠন মোট ৩২২ জনের নাম পাঠায়।

গত শনিবার সার্চ কমিটির বৈঠকে ৩২২ জনের তালিকা থেকে ২০ জনের নাম বাছাই করা হয়। রোববার (২০ ফেব্রুয়ারি) ওই তালিকা ১২-১৩ জনে নিয়ে আসে কমিটি।

সর্বশেষ নির্বাচন কমিশনের মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য গত ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। কমিটিকে ১০ জনের নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস।

১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

The post অনুসন্ধান কমিটির শেষ বৈঠক আজ, চূড়ান্ত হবে ১০ নাম first appeared on UK BANGLA.

The post অনুসন্ধান কমিটির শেষ বৈঠক আজ, চূড়ান্ত হবে ১০ নাম appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/22/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0/feed/ 0
সার্চ কমিটির বৈঠক বিকেলে, চূড়ান্ত হতে পারে ১০ জনের নাম https://ukbangla.live/2022/02/20/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259a-%25e0%25a6%2595%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a7%2588%25e0%25a6%25a0%25e0%25a6%2595-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/02/20/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/#respond Sun, 20 Feb 2022 04:03:53 +0000 https://ukbangla.live/?p=2836 প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক রোববার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রাথমিকভাবে চূড়ান্ত ২০ জনের নাম আজ নেমে আসতে পারে দশে। যদিও আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার […]

The post সার্চ কমিটির বৈঠক বিকেলে, চূড়ান্ত হতে পারে ১০ জনের নাম first appeared on UK BANGLA.

The post সার্চ কমিটির বৈঠক বিকেলে, চূড়ান্ত হতে পারে ১০ জনের নাম appeared first on UK BANGLA.

]]>
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক রোববার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রাথমিকভাবে চূড়ান্ত ২০ জনের নাম আজ নেমে আসতে পারে দশে। যদিও আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে ১০ জনের নাম সুপারিশ করতে সার্চ কমিটির হাতে এখনও সময় আছে চার দিন।

এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সার্চ কমিটিতে জমা পড়া ৩২২ জনের নামের তালিকা থেকে ২০ জনকে বাছাই করা হয়। ২০ জনের সংক্ষিপ্ত এ তালিকা থেকে চূড়ান্ত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

রাষ্ট্রপতি চূড়ান্ত তালিকা থেকে একজনকে ‘প্রধান নির্বাচন কমিশনার’ এবং চারজনকে ‘নির্বাচন কমিশনার’ পদে নিয়োগ দেবেন।

বৈঠকে সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সার্চ কমিটির এ সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফীন।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি ২০ জনের একটি তালিকা করেছে। আইনে বর্ণিত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামসমূহ থেকে তাদের বাছাই করা হয়েছে। আগামীতে আরও দু-একটি বৈঠক করবে সার্চ কমিটি। সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তাদের প্রস্তাব পাঠানো হবে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সচিব বলেন, আজকের (গতকাল) সভায় অনুসন্ধান কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। রোববার বিকেল ৪টায় সার্চ কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। এরপর যাবতীয় বিষয় আপনারা জানতে পারবেন।

এর আগে ইসি গঠনে পরামর্শ নিতে গত সপ্তাহের শনি, রোব ও মঙ্গলবার মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।

ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম গত সোমবার রাতে প্রকাশ করা হয়। তবে প্রস্তাবকারীর নাম প্রকাশ করা হয়নি। নামগুলো মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। এর পর আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এ কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস।

নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিপর্যায় থেকে আসা প্রস্তাবের বাইরে নির্বাচন কমিশন গঠনে এই কমিটি নিজেরাও যোগ্য ব্যক্তি বাছাই করতে পারবে। সব নামের মধ্য থেকে ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চার জন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এসেছে ১৩৬ জনের নাম। পেশাজীবী সংগঠন দিয়েছে ৪০টি নাম। ই-মেইলে এসেছে ৯৯ জনের নাম, আর ব্যক্তিগত পর্যায়ে প্রস্তাব করেছেন ৩৪ জন। এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ও অন্তত ২০ জনের নাম পাওয়া গেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সার্চ কমিটি নির্ধারিত সময়ের মধ্যে ইসি গঠন সংক্রান্ত দায়িত্ব পালন সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব। সর্বশেষ ইসির মেয়াদ গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) শেষ হয়েছে।

The post সার্চ কমিটির বৈঠক বিকেলে, চূড়ান্ত হতে পারে ১০ জনের নাম first appeared on UK BANGLA.

The post সার্চ কমিটির বৈঠক বিকেলে, চূড়ান্ত হতে পারে ১০ জনের নাম appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/20/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/feed/ 0
ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ https://ukbangla.live/2022/02/19/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25bf-%25e0%25a6%2597%25e0%25a6%25a0%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259a-%25e0%25a6%2595-2 https://ukbangla.live/2022/02/19/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95-2/#respond Sat, 19 Feb 2022 01:38:29 +0000 https://ukbangla.live/?p=2760 নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. সামসুল আরেফিন এ কথা জানান। সার্চ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত বুধবার ১৬ ফেব্রুয়ারি। ওইদিন সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, আইনে […]

The post ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ first appeared on UK BANGLA.

The post ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ appeared first on UK BANGLA.

]]>
নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. সামসুল আরেফিন এ কথা জানান।

সার্চ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত বুধবার ১৬ ফেব্রুয়ারি।

ওইদিন সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, আইনে বর্ণিত যোগ্যতা অনুসরণ করে ইসি গঠনে অনুসন্ধান চলছে।

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

এর আগে ইসি গঠনে পরামর্শ নিতে গত শনিবার, রোববার ও মঙ্গলবার মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণী-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেছেন সার্চ কমিটি।

নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবি সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম গত সোমবার রাতে প্রকাশ করা হয়। তবে প্রস্তাবকারীর নাম প্রকাশ করা হয়নি। নাম গুলো মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সর্বশেষ ইসির মেয়াদ গত সোমবার ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে।
স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। এর পর আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেয়া হয়েছে ১৫ কার্যদিবস।

নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিপর্যায় থেকে আসা প্রস্তাবের বাইরে নির্বাচন কমিশন গঠনে এই কমিটি নিজেরাও যোগ্য ব্যক্তি বাছাই করতে পারবে। সব নামের মধ্য থেকে ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এসেছে ১৩৬ জনের নাম। পেশাজীবী সংগঠন দিয়েছে ৪০টি নাম। ইমেইলে এসেছে ৯৯ জনের নাম আর ব্যক্তিগত পর্যায়ে প্রস্তাব করেছেন ৩৪ জন। এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ও অন্তত ২০ জনের নাম পাওয়া গেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সার্চ কমিটি নির্ধারিত সময়ের মধ্যে ইসি গঠন সংক্রান্ত দায়িত্ব পালন সম্পন্ন করবেন বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব।

The post ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ first appeared on UK BANGLA.

The post ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/19/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%95-2/feed/ 0
৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক আজ https://ukbangla.live/2022/02/15/%e0%a7%ae-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25ae-%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%25a0-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2599%25e0%25a7%258d https://ukbangla.live/2022/02/15/%e0%a7%ae-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d/#respond Tue, 15 Feb 2022 04:09:34 +0000 https://ukbangla.live/?p=2412 জ্যেষ্ঠ আটজন সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতির করে দেওয়া সার্চ কমিটি। আজ মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সভায় যোগ দিতে জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে এই আটজন জ্যেষ্ঠ সাংবাদিককেও আমন্ত্রণ জানিয়েছিল সার্চ কমিটি। তবে তারা ব্যক্তিগত কারণে […]

The post ৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক আজ first appeared on UK BANGLA.

The post ৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক আজ appeared first on UK BANGLA.

]]>
জ্যেষ্ঠ আটজন সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতির করে দেওয়া সার্চ কমিটি। আজ মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সভায় যোগ দিতে জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে এই আটজন জ্যেষ্ঠ সাংবাদিককেও আমন্ত্রণ জানিয়েছিল সার্চ কমিটি। তবে তারা ব্যক্তিগত কারণে সেই বৈঠকে অংশ নিতে পারেননি। পরে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সার্চ কমিটি আলাদাভাবে তাদের সঙ্গে বসার সিদ্ধান্ত নেয়।

যাদের সঙ্গে সার্চ কমিটি বসবে তারা হলেন: সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।

সবশেষ পাওয়া হিসেব অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ১৩৬ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন, ব্যক্তিগতভাবে ৩৪ জন এবং বিভিন্ন ই-মেইলের মাধ্যমে ৯৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি। এছাড়া বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময় অন্তত ২০ জনের নাম পাওয়া গেছে। সবমিলিয়ে ৩২৯ জনের নাম পাওয়া যায়।

গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এরপর ৬ ফেব্রুয়ারি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সার্চ কমিটি বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তির সঙ্গে একাধিক বৈঠকে বসবে।

এরই ধারাবাহিকতায় গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনটি বৈঠক করে সার্চ কমিটি। এসব বৈঠকে অংশ নেওয়া বিশিষ্টজনরা নাম প্রস্তাব করেন। বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও নাম চাওয়া হয়। অনেকে ব্যক্তিগতভাবে ও ই-মেইলেও নাম পাঠান। তবে বিএনপি নাম পাঠাবে না বলে শুরু থেকেই জানায়।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ আজ (১৪ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের কথা ছিল। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই কমিটি ১০ জনের নাম প্রস্তাব করার পর সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

The post ৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক আজ first appeared on UK BANGLA.

The post ৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক আজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/15/%e0%a7%ae-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d/feed/ 0
আজ বিকেল ৫টা পর্যন্ত সার্চ কমিটিতে দেওয়া যাবে নাম https://ukbangla.live/2022/02/14/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a7%ab%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%259c-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b2-%25e0%25a7%25ab%25e0%25a6%259f%25e0%25a6%25be-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d https://ukbangla.live/2022/02/14/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a7%ab%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/#respond Mon, 14 Feb 2022 03:57:42 +0000 https://ukbangla.live/?p=2299 প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিশিষ্টজনদের সঙ্গে সভা করছেন অনুসন্ধান (সার্চ) কমিটি। যেসব নিবন্ধিত রাজনৈতিক দল এখনো সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেনি, তারা আজ সোমবার বিকেল ৫টার পর্যন্ত নাম প্রস্তাব করতে পারবে। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ […]

The post আজ বিকেল ৫টা পর্যন্ত সার্চ কমিটিতে দেওয়া যাবে নাম first appeared on UK BANGLA.

The post আজ বিকেল ৫টা পর্যন্ত সার্চ কমিটিতে দেওয়া যাবে নাম appeared first on UK BANGLA.

]]>
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিশিষ্টজনদের সঙ্গে সভা করছেন অনুসন্ধান (সার্চ) কমিটি। যেসব নিবন্ধিত রাজনৈতিক দল এখনো সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেনি, তারা আজ সোমবার বিকেল ৫টার পর্যন্ত নাম প্রস্তাব করতে পারবে। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব যেসব নিবন্ধিত রাজনৈতিক দল এখনো সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেনি, তাদের আজ বিকেল ৫টার মধ্যে নাম দিতে অনুরোধ জানান।

মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, ‘এরই মধ্যে ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষ থেকে নাম প্রস্তাব এসেছে। যেসবদল নাম প্রস্তাব করেনি, তাদের ফের অনুরোধ জানানোর জন্য বিশিষ্ট নাগরিক ডা. জাফরুল্লাহ চৌধুরী সার্চ কমিটির সঙ্গে বৈঠককালে পরামর্শ দিয়েছিলেন। কমিটি এরপর নাম চেয়ে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেয়।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটির কাছে ৩২৯টি নামের প্রস্তাব এসেছে। এর মধ্যে রাজনৈতিক দল থেকে ১৩৬টি, পেশাজীবীদের কাছ থেকে ৪০টি, ব্যক্তিপর্যায় থেকে ৩৪টি, মতামত দেওয়াকালে ২০টি এবং বিভিন্ন ই-মেইলের মাধ্যমে ৯৯টি নাম এসেছে।’

একই নাম চার পাঁচ বারও এসে থাকতে পারে উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘কমিটি বসে এগুলো সর্টআউট করবে। এসব নাম সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সার্চ কমিটির পরবর্তী বৈঠক হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১৭ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুমোদন দেওয়া হয়। গত ২৭ জানুয়ারি বিলটি জাতীয় সংসদে পাসের পর ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি আইনটিতে সম্মতি দেন। ৩০ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ গেজেট আকারে প্রকাশ করা হয়। আইনানুযায়ী, আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠিত হবে। সে অনুযায়ী সার্চ কমিটি গঠিত হয়েছে।

উল্লেখ্য, আইনে বলা হয়েছে, আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে সার্চ কমিটি ১০ জনের নাম প্রস্তাব করবেন। ১০ জনের মধ্য থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে। এরপর নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ পেয়ে নির্বাচনী কার্যাদি পরিচালনা করবেন।

The post আজ বিকেল ৫টা পর্যন্ত সার্চ কমিটিতে দেওয়া যাবে নাম first appeared on UK BANGLA.

The post আজ বিকেল ৫টা পর্যন্ত সার্চ কমিটিতে দেওয়া যাবে নাম appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/14/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a7%ab%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
আজ যে বিশিষ্টজনদের সঙ্গে বসবে সার্চ কমিটি https://ukbangla.live/2022/02/13/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%259c-%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/02/13/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/#respond Sun, 13 Feb 2022 03:08:14 +0000 https://ukbangla.live/?p=2215 প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলেও বিশিষ্টজনদের সঙ্গে সভায় বসছে অনুসন্ধান (সার্চ) কমিটি। বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা হবে। এরই মধ্যে সভায় যোগ দিতে ২৩ বিশিষ্টজনকে আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত […]

The post আজ যে বিশিষ্টজনদের সঙ্গে বসবে সার্চ কমিটি first appeared on UK BANGLA.

The post আজ যে বিশিষ্টজনদের সঙ্গে বসবে সার্চ কমিটি appeared first on UK BANGLA.

]]>
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলেও বিশিষ্টজনদের সঙ্গে সভায় বসছে অনুসন্ধান (সার্চ) কমিটি। বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা হবে। এরই মধ্যে সভায় যোগ দিতে ২৩ বিশিষ্টজনকে আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি।

জানা যায়, রোববারের সভায় অংশ নিতে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক), প্রজন্ম ৭১ এর আসিফ মুনির তন্ময় এবং ডা. নুজহাত চৌধুরী, সাংবাদিক ও লেখক হারুন হাবীব, সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম, শিক্ষাবিদ ড. আইনুন নিশাত, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের মফিদুল হক, শিক্ষাবিদ জাফর ইকবালকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া কবি ও সাহিত্যিক মহাদেব সাহা, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, অধ্যাপক ডা. ওবায়দুল কবির চৌধুরী, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে সভায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

নতুন ইসি গঠনে মোট ২৪টি রাজনৈতিক দল, ৬টি পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেছে। শনিবার মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যক্তিগতভাবে নাম প্রস্তাব এবং ই-মেইলের মাধ্যমে ৩০৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি।

বিশিষ্টজনদের সঙ্গে সভা শেষে তাদের দেওয়া মতামত ও পাওয়া নাম নিয়ে সার্চ কমিটি বিস্তারিত আলোচনা করবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

The post আজ যে বিশিষ্টজনদের সঙ্গে বসবে সার্চ কমিটি first appeared on UK BANGLA.

The post আজ যে বিশিষ্টজনদের সঙ্গে বসবে সার্চ কমিটি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/13/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/feed/ 0
সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন সার্চ কমিটি https://ukbangla.live/2022/02/12/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25a5%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%2588%25e0%25a6%25a0%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/02/12/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac/#respond Sat, 12 Feb 2022 08:29:04 +0000 https://ukbangla.live/?p=2118 প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য এবার বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটে সুপ্রিম কোর্টের সেমিনার কক্ষে এ বৈঠক শুরু হয়। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক, ইত্তেফাকের […]

The post সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন সার্চ কমিটি first appeared on UK BANGLA.

The post সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন সার্চ কমিটি appeared first on UK BANGLA.

]]>
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য এবার বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটে সুপ্রিম কোর্টের সেমিনার কক্ষে এ বৈঠক শুরু হয়।

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, এনটিভির বার্তাপ্রধান জহিরুল আলম, দৈনিক জনকণ্ঠের সম্পাদক স্বদেশ রায় প্রমুখ।

এছাড়া দ্বিতীয় বৈঠকে বিশিষ্টজনদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী অংশ নিয়েছেন।

এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে একই স্থানে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। ওই বৈঠকে ২০ জনকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন ১৪ জন।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

The post সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন সার্চ কমিটি first appeared on UK BANGLA.

The post সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন সার্চ কমিটি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/12/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac/feed/ 0