স্বরাষ্ট্রমন্ত্রী - UK BANGLA News Site Wed, 30 Nov 2022 08:11:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png স্বরাষ্ট্রমন্ত্রী - UK BANGLA 32 32 সমাবেশে খালেদা যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587-%25e0%25a6%2596%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a6%25e0%25a6%25be-%25e0%25a6%25af%25e0%25a7%258b%25e0%25a6%2597-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%2586 https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86/#respond Wed, 30 Nov 2022 08:10:59 +0000 https://ukbangla.live/?p=18335 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি সমাবেশের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করলে ভুল করবে। ১০ ডিসেম্বর যদি খালেদা জিয়া সমাবেশ যোগ দেন তাহলে আদালত ব্যবস্থা নেবেন। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে ‌‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন-২০২২ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব […]

The post সমাবেশে খালেদা যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post সমাবেশে খালেদা যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি সমাবেশের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করলে ভুল করবে। ১০ ডিসেম্বর যদি খালেদা জিয়া সমাবেশ যোগ দেন তাহলে আদালত ব্যবস্থা নেবেন।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে ‌‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন-২০২২ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি দু’টি জায়গার কথা বলেছে— সোহরাওয়ার্দী ও মানিক মিয়া এভিনিউয়ে (সংসদ ভবনের সামনে)। তাদের দাবির বিষয়টি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে।

যদি সমাবেশে খালেদা জিয়া যোগদান করেন, তার জামিন বাতিল হবে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে আদালত জামিন দিয়েছেন। তিনি যদি সমাবেশে যান, সে বিষয়ে আদালত ব্যবস্থা নেবেন।

The post সমাবেশে খালেদা যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post সমাবেশে খালেদা যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86/feed/ 0
তদন্ত কমিটির সুপারিশের আলোকে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী https://ukbangla.live/2022/11/29/%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a4%25e0%25a6%25a6%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4-%25e0%25a6%2595%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2586 https://ukbangla.live/2022/11/29/%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86/#respond Tue, 29 Nov 2022 07:30:12 +0000 https://ukbangla.live/?p=18285 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালতে হাজিরা দেয়ার সময় দুই জঙ্গি পালানোর ঘটনায় কারো গাফিলতি আছে কি না, তা তদন্ত করতে দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৬০তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এ সময় কড়া […]

The post তদন্ত কমিটির সুপারিশের আলোকে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post তদন্ত কমিটির সুপারিশের আলোকে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালতে হাজিরা দেয়ার সময় দুই জঙ্গি পালানোর ঘটনায় কারো গাফিলতি আছে কি না, তা তদন্ত করতে দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৬০তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় কড়া নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, কারাগার থেকে আদালতে কোনো আসামি নেয়া হলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আরও বেশি সতর্কতা জরুরি।

এর আগে গত ২৩ নভেম্বর দুপুরে নরসিংদীর মনোহরদী নতুন থানা ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শুধু বাংলাদেশে নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতপাড়ার ঘটনাটি জঙ্গিদের পূর্বপরিকল্পিত। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দিতে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তারা যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে, সে জন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

গত ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (কারা অনুবিভাগ) আহ্বায়ক করা হয়েছে। কমিটির বাকি তিন সদস্য হলেন: মহাপুলিশ পরিদর্শকের প্রতিনিধি (ডিআইজি পদ মর্যাদার নিচে নয়), অতিরিক্ত কারা মহাপরিদর্শক ও ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পলাতক দুই আসামি হলেন- মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।

গত ২০ নভেম্বর ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাদের হাজির করা হয়েছিল। হাজিরা শেষে হাজতখানায় নেয়ার পথে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

The post তদন্ত কমিটির সুপারিশের আলোকে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post তদন্ত কমিটির সুপারিশের আলোকে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86/feed/ 0
দক্ষতা-দেশপ্রেমের ঘাটতিতে পুলিশ কর্মকর্তাদের অবসর https://ukbangla.live/2022/11/03/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2598%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/11/03/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4/#respond Thu, 03 Nov 2022 08:28:45 +0000 https://ukbangla.live/?p=17399 দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি দেখা দেওয়ায় পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। আসাদুজ্জামান খান বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া। যাদের চাকরির বয়স ২৫ বছর হয়ে যায়, […]

The post দক্ষতা-দেশপ্রেমের ঘাটতিতে পুলিশ কর্মকর্তাদের অবসর first appeared on UK BANGLA.

The post দক্ষতা-দেশপ্রেমের ঘাটতিতে পুলিশ কর্মকর্তাদের অবসর appeared first on UK BANGLA.

]]>
দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি দেখা দেওয়ায় পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

আসাদুজ্জামান খান বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া। যাদের চাকরির বয়স ২৫ বছর হয়ে যায়, তাদের যদি দক্ষতায় ঘাটতি পড়ে যায়, তাদের যদি দেশ প্রেমে ঘাটতি পড়ে যায়, তখন অনেক আগ থেকেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

‘তাদের দক্ষতার ঘাটতি এবং দেশপ্রেমের ঘাটতি ছিল বলেই বিভাগ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করেছে।’

পুলিশ সদস্যদের মধ্যে যখন দেশপ্রেমের ঘাটতি থাকে এটাকে এলার্মিং মনে করেন কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘না, না। এটা এলার্মিং মনে করব কেন? সরকারের কাছে কিছুই এলার্মিং নয়। সরকার যদি মনে করে যে তার দক্ষতার ঘাটতি হয়েছে, তাকে দিয়ে কাজ হচ্ছে না, তো খামাখা একটা পোস্ট দখল করে রাখবে কেন? আরেকজন সে পোস্টে গিয়ে তার দক্ষতা দিয়ে আরও বেশি সেবা দিতে পারবে, সেজন্য এ কাজটি করা।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশপ্রেমের ঘাটতির কথা আপনি নিশ্চয়ই বুঝেন। তিনি যদি কোনো কাজ না করেন, যদি বসেই থাকেন, অলসতা করেন, যদি তার যে দায়িত্ব সেটি পালন না করেন তাহলে দক্ষতা এবং দেশপ্রেম দুটোর কথাই আমরা বলছি।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পর সম্প্রতি পুলিশের পাঁচজন কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরির বয়স ২৫ বছর হলে এটা (অবসর দেওয়া) আগে থেকে হয়ে আসছে। অনেক সময় অনেকের দক্ষতার ঘাটতি হয়, দেশপ্রেমে ঘাটতি হয়। তাই আগে থেকেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

The post দক্ষতা-দেশপ্রেমের ঘাটতিতে পুলিশ কর্মকর্তাদের অবসর first appeared on UK BANGLA.

The post দক্ষতা-দেশপ্রেমের ঘাটতিতে পুলিশ কর্মকর্তাদের অবসর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/03/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4/feed/ 0
যুক্তরাষ্ট্রে এমআরপি পুনরায় চালুর বিষয়টি পর্যালোচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী https://ukbangla.live/2022/09/03/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%86%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25ae%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%25aa%25e0%25a6%25bf-%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/09/03/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%86%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8/#respond Sat, 03 Sep 2022 06:50:49 +0000 https://ukbangla.live/?p=15181 বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে প্রচলিত ই-পাসপোর্টের পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পুনরায় চালু করার বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। তিনি শুক্রবার বিকেলে যুক্তরাষ্টের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিঞ্জপিতে এ কথা বলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বর্তমানে জাতিসংঘের […]

The post যুক্তরাষ্ট্রে এমআরপি পুনরায় চালুর বিষয়টি পর্যালোচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post যুক্তরাষ্ট্রে এমআরপি পুনরায় চালুর বিষয়টি পর্যালোচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে প্রচলিত ই-পাসপোর্টের পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পুনরায় চালু করার বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।

তিনি শুক্রবার বিকেলে যুক্তরাষ্টের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিঞ্জপিতে এ কথা বলা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বর্তমানে জাতিসংঘের তৃতীয় চিফ অব পুলিশ সামিট (ইউএনসিওপিএস) ও অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

শিগগিরই ই-ভিসা চালু করা হবে বলে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, আমরা খুব শীঘ্রই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছি এবং আশা করি, এমওইউ স্বাক্ষরিত হলে ছয় মাসের মধ্যে ই-ভিসা প্রদান শুরু করতে পারব।

তিনি বলেন, দেশের সকল নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এনআইডি বিতরণ কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, সরকার প্রকল্পটি নিয়ে শীঘ্রই পুরোদমে কাজ শুরু করবে এবং প্রবাসীরা যাতে বিদেশে বাংলাদেশ মিশন থেকে এনআইডি কার্ড পেতে পারে তার পরিকল্পনাও হাতে নেওয়া হবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন দূতাবাসের চার্জ দ্য’ অ্যাফেয়ার্স মো. মেহেদি হাসান। বৈঠকে মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান ও ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাহেদুল ইসলামও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ আবদুল হাই মিল্টন পাসপোর্ট ও ভিসাসহ সার্বিক কনস্যুলার কার্যক্রম, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় বিষয়ের ওপর একটি উপস্থাপনা পেশ করেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দূতাবাস আয়োজিত বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনীও পরিদর্শন করেন।

The post যুক্তরাষ্ট্রে এমআরপি পুনরায় চালুর বিষয়টি পর্যালোচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post যুক্তরাষ্ট্রে এমআরপি পুনরায় চালুর বিষয়টি পর্যালোচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/03/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%86%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8/feed/ 0
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী https://ukbangla.live/2022/09/01/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%87%e0%a7%9f%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%2589%25e0%25a6%2587%25e0%25a7%259f%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6-%25e0%25a6%2595%25e0%25a6%25a8%25e0%25a6%25b8%25e0%25a7%258d https://ukbangla.live/2022/09/01/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%87%e0%a7%9f%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d/#respond Thu, 01 Sep 2022 04:04:05 +0000 https://ukbangla.live/?p=15026 যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) কনস্যুলেট জেনারেল পরিদর্শন ক‌রেন তিনি। এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ ও নিউইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে […]

The post নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) কনস্যুলেট জেনারেল পরিদর্শন ক‌রেন তিনি।

এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ ও নিউইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রায় একযোগে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারের প্রবাসী বান্ধব নীতি ও পদক্ষেপ সমূহের বর্ণনা করে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এসময় প্রবাসীদের সেবার মান বাড়ানোর বিষয়ে মন্ত্রী কনস্যুলেটকে দিক নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে প্রবাসীদের বিনিয়োগের গুরুত্বের কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান প্রবাসীদের দেশের উন্নয়নে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে কনস্যুলেটকে আরও অগ্রণী ভূমিকা রাখার পরামর্শ দেন।

কনসাল জেনারেল স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধারা চলমান রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

কনসাল জেনারেল কনস্যুলেট পরিদর্শনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও প্রতিনিধি দলের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

The post নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/01/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%87%e0%a7%9f%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d/feed/ 0
আমার নামে চাঁদাবাজি হলেই কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী https://ukbangla.live/2022/05/20/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%2587-%25e0%25a6%259a%25e0%25a6%25be%25e0%25a6%2581%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25bf-%25e0%25a6%25b9%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%2587 https://ukbangla.live/2022/05/20/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87/#respond Fri, 20 May 2022 09:36:48 +0000 https://ukbangla.live/?p=9724 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে বা যারা আমার নামে চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আমার নামে চাঁদাবাজি করবে কেন? যে আমার নামে চাঁদাবাজি করতে গিয়েছিল তাকে ধরা হয়েছে, তার কাছে একটি অস্ত্র পাওয়া গেছে। শুক্রবার (২০ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে লায়ন্স ক্লাবের […]

The post আমার নামে চাঁদাবাজি হলেই কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post আমার নামে চাঁদাবাজি হলেই কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে বা যারা আমার নামে চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আমার নামে চাঁদাবাজি করবে কেন? যে আমার নামে চাঁদাবাজি করতে গিয়েছিল তাকে ধরা হয়েছে, তার কাছে একটি অস্ত্র পাওয়া গেছে।

শুক্রবার (২০ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে লায়ন্স ক্লাবের ২৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠানশেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় গণকমিশনের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গণকমিশনের নামে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গণকমিশনের তালিকা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ‘২০০৩ এ সন্ত্রাস’ নামে একটি বই প্রকাশ করেছে। এর ভেতরে কী লিখেছে আমি জানি না। তারা যাদের নামে সন্ত্রাস কিংবা দুর্নীতির দায়ভার দিচ্ছে সেটা আমরা দেখিনি, তাই এর সম্পর্কে কিছু বলতে পারবো না।

সম্প্রতি ১১৬ ওয়ায়েজিনের (ধর্মীয় বক্তা) একটি তালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গণকমিশন।

দুদক চেয়ারম্যানের কাছে দেওয়া ২২শ পৃষ্ঠার প্রতিবেদনের ৭৬০ ও ৭৬১ পৃষ্ঠায় ধর্মীয় বক্তাদের নাম প্রকাশ করা হয়। এদের বিরুদ্ধে জঙ্গি অর্থায়ন ও ওয়াজের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিযোগ আনে গণকমিশন।

গণকমিশনের চেয়ারম্যান হলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজ।

সে সময় অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলেন, আমরা নয় মাস তদন্ত করেছি। বহু ভুক্তভোগীর সাক্ষ্য নিয়েছি। দুদক চেয়ারম্যান আমাদের জানিয়েছেন অর্ধশতাধিক ওয়াজ ব্যবসায়ীর দুর্নীতির খোঁজ শুরু করেছেন।

ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী ও হেফাজতের কর্মকাণ্ড উঠে এসেছে। তাদের অর্থনৈতিক জবাবদিহিতার আওতায় আনা হবে বলে প্রত্যাশা করছি।

The post আমার নামে চাঁদাবাজি হলেই কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post আমার নামে চাঁদাবাজি হলেই কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/20/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87/feed/ 0
ভারত জানালে পি কে হালদারের বিষয়ে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী https://ukbangla.live/2022/05/15/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a4-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a6%25bf-%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/05/15/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/#respond Sun, 15 May 2022 15:07:55 +0000 https://ukbangla.live/?p=9388 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, অর্থ আত্মসাৎ ও পাচার মামলার আসামি প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেফতারের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারত জানালেই তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। অফিসিয়ালি কাগজ পাওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘শেখ […]

The post ভারত জানালে পি কে হালদারের বিষয়ে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post ভারত জানালে পি কে হালদারের বিষয়ে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, অর্থ আত্মসাৎ ও পাচার মামলার আসামি প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেফতারের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারত জানালেই তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

অফিসিয়ালি কাগজ পাওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন : ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পি কে হালদার বাংলাদেশে ওয়ারেন্টেড ব্যক্তি। বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সে গ্রেফতারে হয়েছে, তবে আমাদের কাছে এখনও অফিসিয়ালি কিছু (তথ্য) আসেনি। অফিসিয়ালি কাগজপত্র পাওয়ার পর আইনগত যে প্রচেষ্টা আমরা সেগুলোও অব্যাহত রাখবো। আমরাও তাকে ফেরত চাইবো আমাদের মামলাগুলোর জন্য।’

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আকাশচুম্বী। আজ যেখানেই যাবেন সেখানেই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। তাকে বারবার দরকার।

গতকাল শনিবার ভারতের গণমাধ্যমের খবরে পি কে হালদারের গ্রেফতার হওয়ার কথা জানানো হয়। ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়ার পর আদালতে তুলে হালদারকে রিমান্ডের আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়। তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়ি থেকে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারের পর এক বিবৃতিতে ইডি বলেছে, হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে বসবাস করতেন। প্রদেশের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদার বাংলাদেশে আর্থিক খাতের খেলাপিদের মধ্যে একজন। ২০১৯ সালে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান।

The post ভারত জানালে পি কে হালদারের বিষয়ে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post ভারত জানালে পি কে হালদারের বিষয়ে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/15/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
মা-ছেলেকে আটকের বিষয়ে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী https://ukbangla.live/2022/04/25/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25be-%25e0%25a6%259b%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%259f%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af https://ukbangla.live/2022/04/25/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#respond Mon, 25 Apr 2022 08:21:31 +0000 https://ukbangla.live/?p=8185 রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা স্থাপনের প্রতিবাদ করায় রোববার দিনব্যাপী এক নারী ও তার ছেলেকে আটকে রাখার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা (মা-ছেলে) লাইভ ভিডিওতে এসে কিছু অসঙ্গতিপূর্ণ তথ্য প্রচার করছিলেন। সে জন্য তাদের বারবার নিবৃত করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে যখন থামাতে পারেনি তখন তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ শেষে […]

The post মা-ছেলেকে আটকের বিষয়ে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post মা-ছেলেকে আটকের বিষয়ে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা স্থাপনের প্রতিবাদ করায় রোববার দিনব্যাপী এক নারী ও তার ছেলেকে আটকে রাখার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা (মা-ছেলে) লাইভ ভিডিওতে এসে কিছু অসঙ্গতিপূর্ণ তথ্য প্রচার করছিলেন। সে জন্য তাদের বারবার নিবৃত করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে যখন থামাতে পারেনি তখন তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের সময়ে যেখানে খেলাধুলা করতাম সেই অবস্থাটা এখন আর নেই। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কষ্ট বোধ করি। মূল কারণ আমাদের নগরায়ন, আমাদের জায়গা কম। কলাবাগান প্রসঙ্গ যখন আসে, আমরা যাই কিছু বলি, গুরুত্বের দিক দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটা বড় দায়িত্ব থাকে। আমরা যদি আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হই তাহলে সবকিছু মুখ থুবড়ে পড়বে। কলাবাগান থানা ভবন দীর্ঘদিনের একটি প্রচেষ্টা। ভাড়া ভবনে থানা পরিচালনা হচ্ছে।

মন্ত্রী বলেন, আমরা মনে করি খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করবে এটাই স্বাভাবিক। খেলার মাঠের ব্যবস্থা যেমন করতে হবে আবার আইনশৃঙ্খলা বাহিনীরও থানার জন্য জায়গাটা জরুরি। জায়গাটায় কী করা যায়, এটা আমরা পরে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

গত ৩১ জানুয়ারি কলাবাগানের তেঁতুলতলা মাঠে তারকাঁটার বেড়া দেয় পুলিশ। এ মাঠে কলাবাগান থানার নতুন ভবন নির্মাণ করার কথা রয়েছে। তবে মাঠটি দীর্ঘদিন ধরে কলাবাগান ও এর আশপাশের এলাকার ছেলে-মেয়েদের খেলার জায়গা হিসেবে পরিচিত। খেলার মাঠটি রক্ষায় বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল শিশু-কিশোররা। তাদের সঙ্গে যোগ দিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শুরু করেন সমাজকর্মী সৈয়দা রত্না।

রোববার সকালে সৈয়দা রত্না ফেসবুকে লাইভে গিয়ে ওই মাঠটি দখল হয়ে যাওয়া নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছিলেন। এ সময় কয়েকজন সাদা পোশাকধারী পুলিশ তাকে লাইভ করতে নিষেধ করেন।

এর পরপরই ওই পুলিশ সদস্যরা তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে টেনে হিঁচড়ে একটি পুলিশ ভ্যানে তুলে নেন। সৈয়দা রত্নার লাইভের একটি অংশসহ এ ঘটনার ভিডিও ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই ঘটনায় সমাজকর্মী সৈয়দা রত্নার ছেলেকেও আটক করে নিয়ে যায় পুলিশ।

আটকের ১২ ঘণ্টা পর ‘সরকারি কাজে ভবিষ্যতে বাধা দেবেন না’ মর্মে মুচলেকা দিয়ে রাত ১২ টার দিকে ছাড়া হয় তাদের।

The post মা-ছেলেকে আটকের বিষয়ে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post মা-ছেলেকে আটকের বিষয়ে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/25/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
জননিরাপত্তা রক্ষায় আস্থার বাহিনীতে পরিণত হয়েছে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী https://ukbangla.live/2022/03/28/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%25b0%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%2586%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a6%25be https://ukbangla.live/2022/03/28/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be/#respond Mon, 28 Mar 2022 06:55:40 +0000 https://ukbangla.live/?p=5895 জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আইনশৃঙ্খলা রক্ষা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যা উন্নয়নের পূর্বশর্ত। দেশের একমাত্র এলিট ফোর্স র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এরই মধ্যে জননিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থার বাহিনীতে পরিণত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালে র‌্যাব ফোর্সেসের […]

The post জননিরাপত্তা রক্ষায় আস্থার বাহিনীতে পরিণত হয়েছে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post জননিরাপত্তা রক্ষায় আস্থার বাহিনীতে পরিণত হয়েছে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আইনশৃঙ্খলা রক্ষা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যা উন্নয়নের পূর্বশর্ত। দেশের একমাত্র এলিট ফোর্স র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এরই মধ্যে জননিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থার বাহিনীতে পরিণত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকালে র‌্যাব ফোর্সেসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুর্মিটোলা র‌্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র‌্যাবের বলিষ্ঠ ভূমিকার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রক্তাক্ত জনপদে মানুষ পেয়েছে নিরাপদ পেয়েছে। জঙ্গি দমনের মাধ্যমে দেশের আপামর জনগণের নিরাপত্তা সমুন্নত হয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, জলদস্যুতা দমনের মাধ্যমে সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরাজমান। বিভিন্ন হত্যা, খুন, অপহরণ, ধর্ষণের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে ভিকটিম পরিবারের বিচার পাওয়ার পথ সুগম করেছে। র‌্যাব মানবপাচারবিরোধী অভিযান পরিচালনা এবং ভিকটিম উদ্ধার করার ফলে নতুন জীবনের স্বাদ পেয়েছে অনেকে। বিভিন্ন রকম দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশে থাকে। র‌্যাব মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে।’

জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল জানিয়ে মন্ত্রী বলেন, বিগত ও বর্তমান সময়ে শীর্ষ জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনে এই এলিট ফোর্স। সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি ও কৌশলের আলোকে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদমনে যে সফল তৎপরতা চালিয়েছে তাতে র‌্যাবের ভূমিকা অনস্বীকার্য।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জঙ্গি দমনেও বাংলাদেশ বিশ্বের রোল মডেল। বিগত ও বর্তমান সময়ে শীর্ষ জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনে এ এলিট ফোর্স। সাম্প্রতিক সময়ে জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদমনে যে সফল তৎপরতা চালিয়েছে, তাতে র‌্যাবের ভূমিকা অনস্বীকার্য।

এ ছাড়া মন্ত্রী বলেন, ২০১৬ সালে হলি আর্টিজানসহ শোলাকিয়া, সিলেটের আতিয়া মহল, ঢাকার আশুলিয়া, মিরপুর, তেজগাঁও, চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে ও ঝিনাইদহসহ প্রতিটি জঙ্গি দমন অপারেশনে র‌্যাব তার পেশাদারত্ব ও দক্ষতার প্রমাণ দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০১৬ সালের ৮ অক্টোবর র‌্যাব একই দিনে আশুলিয়া, গাজীপুর ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে। এই দিন হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী ও জেএমবি প্রধান সারোয়ার জাহান গ্রেপ্তার এড়াতে বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। পরবর্তী সময়ে তার মৃত্যু হয়। এ ধরনের বহু অভিযান চালিয়ে র‌্যাব জনমনে শান্তি প্রতিষ্ঠা করেছিল। পাশাপাশি বিপথগামী জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে র‌্যাব। মাদক বিস্তার রোধে র‌্যাব গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। জঙ্গিবাদ দমন, চরমপন্থি দমন, জলদস্যু দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সর্বশেষ বিজয়ের দ্বারপ্রান্তে মাদকবিরোধী অভিযানে রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা।

The post জননিরাপত্তা রক্ষায় আস্থার বাহিনীতে পরিণত হয়েছে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post জননিরাপত্তা রক্ষায় আস্থার বাহিনীতে পরিণত হয়েছে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/28/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be/feed/ 0
টিপু হত্যার পেছনে কারা, দ্রুত উদঘাটন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী https://ukbangla.live/2022/03/26/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a7%2581-%25e0%25a6%25b9%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%259b%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25be-%25e0%25a6%25a6%25e0%25a7%258d https://ukbangla.live/2022/03/26/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8d/#respond Sat, 26 Mar 2022 08:00:09 +0000 https://ukbangla.live/?p=5722 রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার রহস্য দ্রুতই উদঘাটন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘টিপু হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এর পেছনে কারা, নাটের গুরু কারা, […]

The post টিপু হত্যার পেছনে কারা, দ্রুত উদঘাটন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post টিপু হত্যার পেছনে কারা, দ্রুত উদঘাটন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার রহস্য দ্রুতই উদঘাটন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘টিপু হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এর পেছনে কারা, নাটের গুরু কারা, কারা ঘটিয়েছে, সবকিছুই খোলসা করে আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দেশবাসীকে জানানো হবে। তবে যারাই এ ঘটনায় জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।’

এটি রাজনৈতিক হত্যাকাণ্ড কি না— এমন প্রশ্নের করা হলে তিনি বলেন, কিলিং পলিটিক্যাল কি না সেই বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। আশা করি খুব শিগগির এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারব।

এসময় জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হয়েছেন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার রাতেই ডিএমপির শাজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। তবে এখনো এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, যে ব্যক্তি গুলি করেছেন, তিনি পেশাদারের চেয়েও পেশাদার। মাত্রা ২০ সেকেন্ডে ১২ রাউন্ড গুলি ছোড়ে খুনি। প্রকাশ্যে ব্যস্ত সড়কে এত কম সময়ে এতগুলো গুলি ছোড়া খুব সহজ ব্যাপার না। হত্যাকারীর ছোড়া ১২ রাউন্ড গুলির ১০টি জাহিদুল ইসলাম টিপুর গলা, বুক, পেট, কাঁধ, পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়।

এদিকে, শুক্রবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি ঈদগাহ মাঠে জাহিদুল ইসলাম টিপুর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

এরপর তার মরদেহ গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ফতেহপুর গ্রামে নেওয়া হয়। বাদ এশা সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

The post টিপু হত্যার পেছনে কারা, দ্রুত উদঘাটন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post টিপু হত্যার পেছনে কারা, দ্রুত উদঘাটন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/26/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8d/feed/ 0