হোয়াইট হাউস - UK BANGLA News Site Sat, 06 Aug 2022 05:46:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png হোয়াইট হাউস - UK BANGLA 32 32 হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, নিহত ৩ https://ukbangla.live/2022/08/06/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a7%258b%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%259f-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%2589%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/08/06/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa/#respond Sat, 06 Aug 2022 05:46:12 +0000 https://ukbangla.live/?p=13711 মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছের একটি পার্কে বজ্রপাতের শিকার ৪ জনের মধ্যে ৩ জনই মারা গেছেন। আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। ওয়াশিংটন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বজ্রপাত হয় হোয়াইট হাউসের সংলগ্ন লাফায়েত্তি স্কয়্যার নামের ছোট সেই পার্কটিতে। এতে দু’জন […]

The post হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, নিহত ৩ first appeared on UK BANGLA.

The post হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, নিহত ৩ appeared first on UK BANGLA.

]]>
মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছের একটি পার্কে বজ্রপাতের শিকার ৪ জনের মধ্যে ৩ জনই মারা গেছেন। আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। ওয়াশিংটন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বজ্রপাত হয় হোয়াইট হাউসের সংলগ্ন লাফায়েত্তি স্কয়্যার নামের ছোট সেই পার্কটিতে। এতে দু’জন নারী ও দু’জন পুরুষ গুরুতর আহত হন। ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

আহত ২ জন পুরুষ ও একজন নারী শুক্রবার মারা গেছেন। আহত অপর নারীর অবস্থাও সংকটজনক বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে একজন পুরুষ ও নারীর পরিচয় জানা গেছে। এরা হলেন- ৭৬ বছর বয়সী জেমস ম্যুয়েলোর এবং তার স্ত্রী ৭৫ বছর বয়সী ডোনা ম্যুয়েলার। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য উইসকনসিনের জেনসভিল শহরের বাসিন্দা।

রাজধানী ওয়াশিংটনে বেড়াতে এসেছিলেন এই দম্পতি। বৃহস্পতিবার ছিল তাদের ৫৬তম বিবাহবার্ষিকী। লাফায়েত্তি স্কয়ারে তারা বিবাহবার্ষিকী উদযাপন করছিলেন। সেসময়ই আচমকা বজ্রপাত ঘটে সেখানে।

এ সময়ে তাদের কাছাকাছি অবস্থান করা অপর একজন পুরুষ ও নারীও বজ্রপাতে গুরুতর আহত হন। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি, তবে উভয়েরই বয়স ৩০ বছরের কম বলে এএফপিকে জানিয়েছে পুলিশ।

এদিকে, এ ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়েরে এক বিবৃতিতে বলেন, ‘আমরা এই ঘটনায় বিহ্বল। নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি, আর যিনি এখনও বেঁচে আছেন— তার জন্য প্রার্থনা।’

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দশকজুড়ে প্রতিবছর দেশটিতে বজ্রপাতের কারণে গড়ে নিহত হয়েছেন ২৭ জন। তাদের একটি বড় অংশ নিহত হয়েছেন সরাসরি বজ্রাঘাতে, বাকিদের মৃত্যু হয়েছে বজ্রপাতের শব্দজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে।

The post হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, নিহত ৩ first appeared on UK BANGLA.

The post হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, নিহত ৩ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/06/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa/feed/ 0
হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের পদত্যাগ https://ukbangla.live/2022/07/07/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a7%258b%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%259f-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%2589%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25af%25e0%25a7%258b%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a7%258b%25e0%25a6%2597-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/07/07/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%b0/#respond Thu, 07 Jul 2022 06:28:08 +0000 https://ukbangla.live/?p=12311 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যোগাযোগ পরিচালক পদত্যাগ করতে যাচ্ছেন। হোয়াইট হাউস থেকে বুধবার এ কথা বলা হয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যে ক’জন শীর্ষস্থানীয় কর্মকর্তা পদ ছেড়েছেন তিনি তার সর্বশেষ। প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, কেট বেডিংফিল্ড চলতি মাসের শেষের দিকে পদত্যাগ করছেন। কারণ হিসেবে তিনি স্বামী ও সন্তানকে আরো […]

The post হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের পদত্যাগ first appeared on UK BANGLA.

The post হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের পদত্যাগ appeared first on UK BANGLA.

]]>
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যোগাযোগ পরিচালক পদত্যাগ করতে যাচ্ছেন। হোয়াইট হাউস থেকে বুধবার এ কথা বলা হয়েছে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যে ক’জন শীর্ষস্থানীয় কর্মকর্তা পদ ছেড়েছেন তিনি তার সর্বশেষ।

প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, কেট বেডিংফিল্ড চলতি মাসের শেষের দিকে পদত্যাগ করছেন। কারণ হিসেবে তিনি স্বামী ও সন্তানকে আরো সময় দেয়ার কথা বলেছেন।

কেট নির্বাচনী প্রচারণায় অংশ নেয়াসহ হোয়াইট হাউসে দায়িত্ব পালন করেন।

এ প্রসঙ্গে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রন ক্লেইন বলেন, তিনি প্রেসিডেন্টের দ্বিতীয় দফায় ভাইস প্রেসিডেন্টের কাল থেকে শুরু করে প্রচারণা এবং শেষে হোয়াইট হাউসে বিশাল দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বেডিংফিল্ডের আগে বাইডেনের র‌্যাপিড রেসপন্স ডিরেক্টর মাইক গুইন এবং প্রেস সেক্রেটারি জেন পাসাকি পদত্যাগ করেন।

এছাড়া যোগাযোগ দপ্তরের কিছু জুনিয়র সহযোগিও সম্প্রতি পদত্যাগ করেছেন।

The post হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের পদত্যাগ first appeared on UK BANGLA.

The post হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের পদত্যাগ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/07/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%b0/feed/ 0
হোয়াইট হাউস পেল প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সচিব https://ukbangla.live/2022/05/06/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a7%258b%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%259f-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%2589%25e0%25a6%25b8-%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a5%25e0%25a6%25ae-%25e0%25a6%2595%25e0%25a7%2583%25e0%25a6%25b7 https://ukbangla.live/2022/05/06/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7/#respond Fri, 06 May 2022 04:43:02 +0000 https://ukbangla.live/?p=8648 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি (সচিব) হিসেবে কারিন জ্যঁ-পিয়ারের নাম ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৫ মে) কারিন জ্যঁ-পিয়েরেকে গুরুত্বপূর্ণ এ পদে জেন সাকির উত্তরসূরী হিসেবে মনোনীত করা হয়েছে। প্রথম কৃষ্ণাঙ্গের পাশাপাশি স্বীকৃত সমকামী হিসেবেও হোয়াইট হাউজের প্রথম প্রেস সেক্রেটারি হচ্ছেন হাইতিয়ান বংশোদ্ভূত এ নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। ২০২১ সালের […]

The post হোয়াইট হাউস পেল প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সচিব first appeared on UK BANGLA.

The post হোয়াইট হাউস পেল প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সচিব appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি (সচিব) হিসেবে কারিন জ্যঁ-পিয়ারের নাম ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৫ মে) কারিন জ্যঁ-পিয়েরেকে গুরুত্বপূর্ণ এ পদে জেন সাকির উত্তরসূরী হিসেবে মনোনীত করা হয়েছে। প্রথম কৃষ্ণাঙ্গের পাশাপাশি স্বীকৃত সমকামী হিসেবেও হোয়াইট হাউজের প্রথম প্রেস সেক্রেটারি হচ্ছেন হাইতিয়ান বংশোদ্ভূত এ নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

২০২১ সালের জানুয়ারিতে জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর জেন সাকি জানিয়েছিলেন, তিনি বড়জোর এক বছর প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করবেন। আগামী ১৩ মে এ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। তার আগেই সাকির উত্তরসূরী মনোনীত করলেন বাইডেন।

আগামী সপ্তাহের শেষ দিকে কারিন ৪৩ বছর বয়সি বর্তমান প্রেস সচিব জেন সাকির স্থলাভিষিক্ত হবেন।

প্রেস সচিবেরা হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে দৈনিক সংবাদ সম্মেলন করেন।

হোয়াইট হাউসের বর্তমান প্রেস সেক্রেটারি জেন সাকি নিউইয়র্ক-ভিত্তিক নিউজ চ্যানেল এমএসএনবিসি’তে (MSNBC) যোগদান করবেন। তাই, সাকির স্থলাভিষিক্ত হচ্ছেন জ্যঁ-পিয়ার।

এক টুইটে জেন সাকি তাঁর উত্তরসূরিকে নৈতিক গুণাবলী সমৃদ্ধ এক অসাধারণ নারী হিসেবে উল্লেখ করেছেন। জেন সাকি বলেন, ‘তাঁর চমক দেখার জন্য আমার আর তর সইছে না, কারণ কর্মক্ষেত্রে তিনি তাঁর নিজস্ব শৈলী ও প্রতিভার দারুণ সমন্বয় নিয়ে আসেন।’

যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় শ্বেতাঙ্গদের ভাগ ৬০ শতাংশের কম হলেও ঐতিহ্যগতভাবে বেশিরভাগ শীর্ষ সরকারি পদই তাদের দখলে। তবে এ ধারায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন বাইডেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রশাসনে মার্কিন জনসংখ্যার বৈচিত্র্যের প্রতিফলন থাকবে।

এক বিবৃতিতে জো বাইডেন বলেন, এই কঠিন কাজের জন্য কারিন শুধু প্রয়োজনীয় অভিজ্ঞতা, প্রতিভা ও সততা নিয়েই আসেননি, তিনি মার্কিন জনগণের পক্ষে বাইডেন-হ্যারিস প্রশাসনের কাজ সম্পর্কে যোগাযোগের পথে নেতৃত্ব দিয়ে যাবেন।

প্রেস সেক্রেটারি হোয়াইট হাউজের সর্বোচ্চ জনমুখী চাকরি। এ পদে মনোনীত হওয়ার বিষয়ে কারিন বলেছেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই মঞ্চের পেছনে থাকা সম্মান এবং সৌভাগ্যের ব্যাপার।

The post হোয়াইট হাউস পেল প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সচিব first appeared on UK BANGLA.

The post হোয়াইট হাউস পেল প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সচিব appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/06/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7/feed/ 0
ইউক্রেন সফরের কোন পরিকল্পনা বাইডেনের নেই: হোয়াইট হাউস https://ukbangla.live/2022/04/19/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%25ab%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%25a8-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25b2%25e0%25a7%258d https://ukbangla.live/2022/04/19/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d/#respond Tue, 19 Apr 2022 05:39:32 +0000 https://ukbangla.live/?p=7666 ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলাকালে বিধ্বস্ত কিয়েভ সফরের কোনো পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। স্থানীয় সময় সোমবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সমর্থন প্রদর্শনে বাইডেনকে কিয়েভ সফরের অনুরোধ জানিয়ে আসছেন। গত রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির […]

The post ইউক্রেন সফরের কোন পরিকল্পনা বাইডেনের নেই: হোয়াইট হাউস first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সফরের কোন পরিকল্পনা বাইডেনের নেই: হোয়াইট হাউস appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলাকালে বিধ্বস্ত কিয়েভ সফরের কোনো পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। স্থানীয় সময় সোমবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সমর্থন প্রদর্শনে বাইডেনকে কিয়েভ সফরের অনুরোধ জানিয়ে আসছেন।

গত রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, তিনি ভাবছেন, বাইডেন কিয়েভ সফর করতে পারেন। তিনি আরও বলেন, এটি অবশ্যই তার সিদ্ধান্ত, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি রয়েছে। তবে তিনি আশা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ নেতার পরিস্থিতি দেখার জন্য কিয়েভ সফর করা উচিত।

এদিকে বাইডেনের প্রধান নারী মুখপাত্র কিয়েভে মার্কিন দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আশা প্রকাশ করেন। তবে তিনি নির্দিষ্ট কোন সময় সীমার কথা উল্লেখ করেননি।

এ প্রসঙ্গে পাসাকি বলেন, নিশ্চিতভাবে এটিই আমাদের লক্ষ্য। কিয়েভে আমাদের কূটনৈতিক উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে সিএনএনে রোববার প্রচারিত এক সাক্ষাতকারে জেলেনস্কি বলেন, আমি মনে করি বাইডেন সফরে আসবেন। তবে এটি তার সিদ্ধান্ত। অবশ্যই নিরাপত্তা পরিস্থিতির উপর এটি নির্ভর করবে।

তিনি আরও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের নেতা। এ কারনে পরিস্থিতি পর্যবেক্ষণে তার এখানে আসা উচিত।

উল্লেখ্য, এর আগে ইউরোপের কয়েকজন নেতা কিয়েভ সফরে গিয়ে জেলেনস্কির সাথে সাক্ষাত করেন।

The post ইউক্রেন সফরের কোন পরিকল্পনা বাইডেনের নেই: হোয়াইট হাউস first appeared on UK BANGLA.

The post ইউক্রেন সফরের কোন পরিকল্পনা বাইডেনের নেই: হোয়াইট হাউস appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/19/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d/feed/ 0
জো বাইডেনের ইউক্রেন সফরের পরিকল্পনা নেই: হোয়াইট হাউস https://ukbangla.live/2022/02/15/%e0%a6%9c%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a7%258b-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25a1%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%25ab%25e0%25a6%25b0%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/02/15/%e0%a6%9c%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87/#respond Tue, 15 Feb 2022 08:08:43 +0000 https://ukbangla.live/?p=2454 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমানে ইউক্রেন সফরের কোন পরিকল্পনা নেই। হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়েরে এক ব্রিফিংয়ে বাইডেনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আমন্ত্রণ প্রসঙ্গে এ কথা বলেন। তিনি বলেন, “এই সময়ে কোন ভ্রমণ পরিকল্পনা ঘোষণা অথবা বিবেচনার সুযোগ নেই।” জেন পিয়র বলেন, প্রেসিডেন্টের সময়সূচি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে কোন ভ্রমণ পরিকল্পনার […]

The post জো বাইডেনের ইউক্রেন সফরের পরিকল্পনা নেই: হোয়াইট হাউস first appeared on UK BANGLA.

The post জো বাইডেনের ইউক্রেন সফরের পরিকল্পনা নেই: হোয়াইট হাউস appeared first on UK BANGLA.

]]>
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমানে ইউক্রেন সফরের কোন পরিকল্পনা নেই।

হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়েরে এক ব্রিফিংয়ে বাইডেনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আমন্ত্রণ প্রসঙ্গে এ কথা বলেন।

তিনি বলেন, “এই সময়ে কোন ভ্রমণ পরিকল্পনা ঘোষণা অথবা বিবেচনার সুযোগ নেই।”

জেন পিয়র বলেন, প্রেসিডেন্টের সময়সূচি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে কোন ভ্রমণ পরিকল্পনার সুযোগ নেই এবং এটি অবশ্যই ইউক্রেন সফরের বিষয়টি নিশ্চিত করছে না। “এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে কর্মকর্তা পর্যায়ে কথোপকথন চালিয়ে যাওয়া, যাতে আমরা কূটনীতির দরজা খোলা রাখা নিশ্চিত করতে পারি।

রবিবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, জেলেনস্কি তাদের সাম্প্রতিক ফোনালাপে বাইডেনকে দেশটি সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। জেলেনস্কির মতে, এই ধরণের সফর ইউক্রেনের চারপাশে উত্তেজনা প্রশমিত করার প্রচেষ্টাকে সহজতর করার জন্য “একটি শক্তিশালী সংকেত” হবে।

পশ্চিম এবং কিয়েভ সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগাসন সম্পর্কে অভিযোগ করে আসছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিতি পেসকভ এই দাবীকে “শূন্য এবং ভিত্তিহীন” বলে অভিহিত করেছেন, যা উত্তেজনা বাড়ানোর কৌশল হিসাবে কাজ করে এবং উল্লেখ করেন যে রাশিয়া কারও জন্য কোনও হুমকি সৃষ্টি করেনি।

The post জো বাইডেনের ইউক্রেন সফরের পরিকল্পনা নেই: হোয়াইট হাউস first appeared on UK BANGLA.

The post জো বাইডেনের ইউক্রেন সফরের পরিকল্পনা নেই: হোয়াইট হাউস appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/15/%e0%a6%9c%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
বছরের শেষের দিকে ইসরাইল সফর করবেন বাইডেন: হোয়াইট হাউস https://ukbangla.live/2022/02/07/%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%259b%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b7%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/02/07/%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%b8/#respond Mon, 07 Feb 2022 07:15:09 +0000 https://ukbangla.live/?p=1439 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বছরের শেষের দিকে ইসরাইল সফরের অপেক্ষায় রয়েছেন। রোববার এ দুই দেশের নেতার মধ্যে ফোনালাপ চলাকালে তিনি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে একথা বলেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র। হোয়াইট হাউস জানায়, এ সময় বাইডেন ইসরাইলের নিরাপত্তার জন্য তার ‘দৃঢ় সমর্থন’ এবং আইরন ডম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিপূর্ণ করার […]

The post বছরের শেষের দিকে ইসরাইল সফর করবেন বাইডেন: হোয়াইট হাউস first appeared on UK BANGLA.

The post বছরের শেষের দিকে ইসরাইল সফর করবেন বাইডেন: হোয়াইট হাউস appeared first on UK BANGLA.

]]>
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বছরের শেষের দিকে ইসরাইল সফরের অপেক্ষায় রয়েছেন। রোববার এ দুই দেশের নেতার মধ্যে ফোনালাপ চলাকালে তিনি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে একথা বলেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।

হোয়াইট হাউস জানায়, এ সময় বাইডেন ইসরাইলের নিরাপত্তার জন্য তার ‘দৃঢ় সমর্থন’ এবং আইরন ডম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিপূর্ণ করার জন্য ‘পূর্ণ সমর্থনের’ কথাও জানান।

বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ইসরাইল সফরে তাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বলেন, তিনি এ বছরের শেষের দিকে দেশটি সফরের অপেক্ষায় রয়েছেন।’

মার্কিন নেতা গত বছর হোয়াইট হাউসে বেনেতের সাথে বৈঠক করেন। সেখানে এ দুই নেতা তাদের মতপার্থক্য নিয়ে আলোচনা করে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইসরাইল ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে যাওয়ার ঘোষণার বিপরীতে বাইডেনের প্রচেষ্টার ঘোর বিরোধিতা করে। এ চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে তেহরানের ওপর আরোপ করা বিভিন্ন বিধিনিষেধ তুলে নেয়ার কথা রয়েছে।

এদিকে বেনেত বলেন, তিনি ১৯৬৭ সালে ইসরাইল কতৃক দখল করা ভূখণ্ডে বসতি স্থাপন অব্যাহত রাখবেন এবং তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী।

রোববার হোয়াইট হাউস জানায়, বাইডেন বেনেতের সাথে কথা বলার সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

তারা ইরান ও তাদের প্রতিনিধিদের দেয়া হুমকিসহ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

The post বছরের শেষের দিকে ইসরাইল সফর করবেন বাইডেন: হোয়াইট হাউস first appeared on UK BANGLA.

The post বছরের শেষের দিকে ইসরাইল সফর করবেন বাইডেন: হোয়াইট হাউস appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/07/%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%b8/feed/ 0