football - UK BANGLA News Site Wed, 29 Dec 2021 09:00:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png football - UK BANGLA 32 32 বসুন্ধরাকে হারিয়ে ৩১ বছর পর চ্যাম্পিয়ন আবাহনী https://ukbangla.live/2021/12/29/%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a7%25a9%25e0%25a7%25a7-%25e0%25a6%25ac%25e0%25a6%259b%25e0%25a6%25b0 https://ukbangla.live/2021/12/29/%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/#respond Wed, 29 Dec 2021 09:00:11 +0000 http://uk-bangla.devl/wordpress/?p=660 স্বাধীনতা কাপের শিরোপা জয়ের স্বাদ সবশেষ পাওয়া হয়েছিল ১৯৯০ সালে। মাঝে কেটেছে ৩১ বছর। এত লম্বা সময় অপেক্ষার পর অবশেষে এই ঘরোয়া টুর্নামেন্ট জয়ের স্বাদ পেল আবাহনী লিমিটেড। স্বাধীনতা কাপের ১১তম আসরে বসুন্ধরা কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।   আজ শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গেল আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারিয়ে […]

The post বসুন্ধরাকে হারিয়ে ৩১ বছর পর চ্যাম্পিয়ন আবাহনী first appeared on UK BANGLA.

The post বসুন্ধরাকে হারিয়ে ৩১ বছর পর চ্যাম্পিয়ন আবাহনী appeared first on UK BANGLA.

]]>
স্বাধীনতা কাপের শিরোপা জয়ের স্বাদ সবশেষ পাওয়া হয়েছিল ১৯৯০ সালে। মাঝে কেটেছে ৩১ বছর। এত লম্বা সময় অপেক্ষার পর অবশেষে এই ঘরোয়া টুর্নামেন্ট জয়ের স্বাদ পেল আবাহনী লিমিটেড। স্বাধীনতা কাপের ১১তম আসরে বসুন্ধরা কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।  

আজ শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গেল আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।

এর আগে ২০১৬ সালে এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল আবাহনী। সেবার চট্টগ্রাম আবাহনীর কাছে ২-০ গোলে হেরেছিল তারা। তবে এবার শিরোপার মঞ্চে উঠে আর ভুল করল না তারা। শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে মুকুট পরল আবাহনী।

এদিন ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্যতে। বিরতির পর ৫৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী। রাফায়েলের পাস ধরে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন রাকিব হোসেন। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে আবাহনীর ড্রেসিংরুম। চলতি আসরে এই প্রথম গোল পেলেন রাকিব।

পেনাল্টি থেকে ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় আবাহনী। দলটির কোস্টারিকান ফরোয়ার্ড বল নিয়ে বক্সে ঢুকলে তাকে ফেলে দেন রিমন হোসেন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ হাতছাড়া না করে সফল স্পট কিকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেজ।

এরপর ৭২তম মিনিটে ছোট ডি-বক্সের একটু উপর থেকে দারুণ শটে স্কোরলাইন ৩-০ করেন গোমেজ। ফলে বড় ব্যবধানের জয় নিয়েই চ্যাম্পিয়নের মুকুট পরে আবাহনী।

এই বসুন্ধরা কিংসকে হারিয়েই ২০১৮ সালের ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল আবাহনী। এবার একই প্রতিপক্ষকে হারিয়েই স্বাধীনতা কাপের শিরোপা জিতল লেমোসের দল।

The post বসুন্ধরাকে হারিয়ে ৩১ বছর পর চ্যাম্পিয়ন আবাহনী first appeared on UK BANGLA.

The post বসুন্ধরাকে হারিয়ে ৩১ বছর পর চ্যাম্পিয়ন আবাহনী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2021/12/29/%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/feed/ 0
যেমন কাটল রোনালদো-মেসিদের বড়দিন https://ukbangla.live/2021/12/29/%e0%a6%af%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b2-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25ae%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a6%25b2-%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%25a6%25e0%25a7%258b-%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%2587 https://ukbangla.live/2021/12/29/%e0%a6%af%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b2-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87/#respond Wed, 29 Dec 2021 08:57:46 +0000 http://uk-bangla.devl/wordpress/?p=655 খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সারা বিশ্বে গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) দিনটি উদ্‌যাপন করেছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। বড়দিনকে ঘিরে উৎসবের আমেজে ছিলেন ফুটবলারেরাও। নিজেদের রীতিনীতি অনুযায়ীই পরিবারের সঙ্গে দিনটি উপভোগ করেছেন লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোরা। বিশেষ দিনের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মাঠের তারকারা। বড়দিনে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে আর্জেন্টাইন তারকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, […]

The post যেমন কাটল রোনালদো-মেসিদের বড়দিন first appeared on UK BANGLA.

The post যেমন কাটল রোনালদো-মেসিদের বড়দিন appeared first on UK BANGLA.

]]>
খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সারা বিশ্বে গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) দিনটি উদ্‌যাপন করেছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। বড়দিনকে ঘিরে উৎসবের আমেজে ছিলেন ফুটবলারেরাও।

নিজেদের রীতিনীতি অনুযায়ীই পরিবারের সঙ্গে দিনটি উপভোগ করেছেন লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোরা। বিশেষ দিনের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মাঠের তারকারা।

বড়দিনে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে আর্জেন্টাইন তারকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মেসি পরিবারের পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা।’

লাল জামা পরে পরিবারের সঙ্গে সিঁড়িতে বসা একটি ছবি পোস্ট করেন রোনালদো। ছবির ক্যাপশনে লেখেন, ‘অন্তস্তল থেকে আমি সবাইকে বড় দিনের আশীর্বাদ জানাচ্ছি।’ 

উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ স্ত্রী-সন্তানদের নিয়ে একটি ছবি দিয়ে লেখেন, ‘আমরা আপনাদের সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা।’

বায়ার্ন মিউনিখের পোলিশ সুপারস্টার রবার্ট লেভানদোভস্কি লিখেছেন, ‘ছুটির দিন সুখের হোক। সবাই তাদের পরিবারের সঙ্গে আগত দিনগুলো যাতে ভালোবাসায় ও হাসিখুশিভাবে কাটাতে পারে এ আশীর্বাদ করছি। বড়দিনের শুভেচ্ছা।’

ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ লেখেন, ‘ফার্নান্দেজ পরিবার তোমাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছে।’ 

শুধু ফুটবলারেরা নন, বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট মাঠের তারকারাও। ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ক্রিস গেইল থেকে শুরু করে অনেক তারকাই উৎসবের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

The post যেমন কাটল রোনালদো-মেসিদের বড়দিন first appeared on UK BANGLA.

The post যেমন কাটল রোনালদো-মেসিদের বড়দিন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2021/12/29/%e0%a6%af%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b2-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87/feed/ 0