tennis - UK BANGLA News Site Wed, 29 Dec 2021 09:02:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png tennis - UK BANGLA 32 32 পেং শুয়াইর ঘটনায় চীনে সব নারী টেনিস টুর্নামেন্ট বাতিল https://ukbangla.live/2021/12/29/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%82-%e0%a6%b6%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%2582-%25e0%25a6%25b6%25e0%25a7%2581%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2598%25e0%25a6%259f%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%259a%25e0%25a7%2580%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25ac-%25e0%25a6%25a8 https://ukbangla.live/2021/12/29/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%82-%e0%a6%b6%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a8/#respond Wed, 29 Dec 2021 09:02:07 +0000 http://uk-bangla.devl/wordpress/?p=663 চীনের টেনিস তারকা পেং শুয়াই (৩৫) কাণ্ডে উত্তাল টেনিসবিশ্ব। গত মাসের শুরুতে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এক সাবেক শীর্ষ নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন পেং। এরপর থেকে জনসমক্ষে আর তাঁকে দেখা যায়নি। পুরো বিষয়ে স্বচ্ছতার অভাবে চীনে আপাতত কোনো ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে না বলে জানিয়েছেন ওইমেন’স টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) চেয়ারম্যান ও প্রধান […]

The post পেং শুয়াইর ঘটনায় চীনে সব নারী টেনিস টুর্নামেন্ট বাতিল first appeared on UK BANGLA.

The post পেং শুয়াইর ঘটনায় চীনে সব নারী টেনিস টুর্নামেন্ট বাতিল appeared first on UK BANGLA.

]]>
চীনের টেনিস তারকা পেং শুয়াই (৩৫) কাণ্ডে উত্তাল টেনিসবিশ্ব। গত মাসের শুরুতে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এক সাবেক শীর্ষ নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন পেং। এরপর থেকে জনসমক্ষে আর তাঁকে দেখা যায়নি। পুরো বিষয়ে স্বচ্ছতার অভাবে চীনে আপাতত কোনো ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে না বলে জানিয়েছেন ওইমেন’স টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভ সিমন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পেং শুয়াই গত ২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে চীনের সাবেক ভাইস-প্রিমিয়ার জাং গাওলির বিরুদ্ধে তিন বছর আগের যৌন হেনস্থার অভিযোগ আনেন।

মুহূর্তের মধ্যে পেং শুয়াইর পোস্ট মুছে দেওয়া হয়। এর পর দুই সপ্তাহের বেশি সময় পেংকে জনসমক্ষে দেখা না যাওয়ায় তাঁকে নিয়ে শোরগোল তৈরি হয়। টেনিস তারকা সেরেনা উইলিয়ামসসহ অনেকে পেংকে সামনে আনার দাবি তোলেন। ডব্লিউটিএ’র পক্ষ থেকেও চীনের মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানানো হয়। এখনও ২০২২ সালের টেনিস সূচি ঘোষণা না করা হলেও পেং কাণ্ডের ভিত্তিতে নারীদের সব ধরনের টুর্নামেন্ট চীন থেকে বাতিল করার কথা জানিয়েছে ডব্লিউটিএ।

গতকাল বুধবার এক বিবৃতিতে ডব্লিউটিএ’র শীর্ষ কর্মকর্তা সিমন বলেন, ‘সুস্থ মস্তিষ্কে কোনোভাবেই আমাদের খেলোয়াড়দের ওখানে (চীনে) গিয়ে টুর্নামেন্ট খেলতে বলতে পারি না। যেখানে পেং শুয়াইকে নিজের ইচ্ছানুসারে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না এবং যৌন হেনস্থার অভিযোগ থেকে সরে আসতে দৃশ্যত তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, ২০২২ সালে চীনে টুর্নামেন্ট আয়োজিত হলে আমাদের কর্মকর্তা ও খেলোয়াড়দের নিরপত্তা নিয়েও আমি ব্যাপক চিন্তিত।’

চীনে ডব্লিউটিএ ফাইনালসহ বছরে প্রায় ১০টি প্রতিযোগিতা আয়োজন করা হয়।

The post পেং শুয়াইর ঘটনায় চীনে সব নারী টেনিস টুর্নামেন্ট বাতিল first appeared on UK BANGLA.

The post পেং শুয়াইর ঘটনায় চীনে সব নারী টেনিস টুর্নামেন্ট বাতিল appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2021/12/29/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%82-%e0%a6%b6%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a8/feed/ 0