ঢাকার বড় অনলাইন টিকিট বুকিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট হঠাৎ অফিস কার্যক্রম বন্ধ করেছে। অভিযোগ উঠেছে, কর্ণধার এমএ রশিদ শাহ সম্রাট প্রায় ৩৫০ কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে গেছেন।
গ্রাহকরা টিকিট বুকিং করে অগ্রিম অর্থ দিয়েছেন, কিন্তু সেবা পাননি। ওয়েবসাইট ও অ্যাপ সচল থাকলেও ফোনে কোনো সাড়া নেই। ফলে হাজারো সাধারণ গ্রাহক এবং ট্রাভেল এজেন্সি অর্থ ও টিকিট ফেরতের জন্য অনিশ্চয়তায় রয়েছেন।
প্রতিষ্ঠানের এমডি সালমান বিন রশিদ শাহ সায়েম জানান, কিছু সিনিয়র কর্মকর্তার বিশ্বাসঘাতকতার কারণে অফিস বন্ধ হয়ে গেছে এবং তিনি নিজেকে রক্ষা করতে দেশ ছাড়েন। পুলিশ ইতোমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে।
ফ্লাইট এক্সপার্ট ২০১৭ সালে কার্যক্রম শুরু করে এবং দীর্ঘদিন দেশের অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ অবস্থান বজায় রেখেছিল। তবে গ্রাহক ও এজেন্সির অভিযোগ, প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অগ্রিম অর্থ গ্রহণের পর সঠিক সেবা দিচ্ছিল না।