দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ।
বিদ্যালয়ের ভূমিদাতা বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছালেহা নুর চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, লালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি।
ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপাংকর দেব নাথের পরিচালানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, যুব সংগঠক আব্দুল কাওছার সাজন।
প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আহমদ বলেন,সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে শিক্ষা উন্নয়নে সকলকে মনোযোগী হতে হবে। অভিভাবক ও শিক্ষকের সমন্বয়ে প্রথমে প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে হবে। শিশু কিশোরদের শিক্ষা গ্রহনে আগ্রহী করে তুলতে অভিভাবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতায় শিক্ষা ব্যবস্থা সদৃঢ় হওয়ার পাশাপাশি সুন্দর দেশ গড়ার পথ প্রশস্ত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি শামস উদ্দিন সাদেক, সহকারী শিক্ষক নাজমিন বেগম,হামিদা বেগম,জনি রানী নাথ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।