উত্তর সিলেটের জনপ্ৰিয় প্রিন্ট ও অনলাইন গনমাধ্যম আলোকিত গোয়াইনঘাট এর মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ও পত্রিকার প্রধান উপদেষ্টা উইটনি সিটির কাউন্সিলর আব্দুল মুবিন এর সম্মানে সুহৃদ আড্ডায় অংশ নিয়ে বক্তারা বলছেন শুধু গোয়াইনঘাট নয় আলোকিত গোয়াইনঘাট হয়ে উঠুক উত্তর সিলেটের অবহেলিত নির্যাতিত নিপীড়িত আর্তমানবতার মুখপাত্র। ব্যাক্তি পুজা ও আত্মকেন্দ্ৰিক সংবাদ পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সত্য প্রকাশে আলোকিত গোয়াইনঘাট গোয়াইনঘাট উত্তর সিলেটের মানুষের মুখপাত্র হয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা বক্তাদের।
গতকাল ২০ জানুয়ারি সোমবার রাত আট ঘঠিকায় পত্রিকার প্রধান উপদেষ্টার বাসভবনে আয়োজিত সুহৃদ আড্ডা ও মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা লন্ডনের উইটনি সিটির কাউন্সিলর আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন এর সভাপতিত্বে ও সম্পাদক ও প্রকাশক আমির উদ্দিন এর পরিচালনায় এতে অংশ নিয়ে সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরু চীফ আবদুল কাদের তাপাদার বলেন – – কালের পরিক্রমায় আজ প্রিন্ট গনমাধ্যম হারিয়ে যাচ্ছে, এক সময় বিভিন্ন উপজেলা থেকে একাধিক মাসিক ও সাপ্তাহিক পত্রিকা বের হত, কিন্তু এখন ডিজিটালের ছোঁয়া ও অপসাংবাদিকতা ও অর্থ সংকটে পত্রিকার সেই বর্নাট্য ইতিহাস হারিয়ে যাচ্ছে। আলোকিত গোয়াইনঘাট তার জনপদের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার জন্য দীর্ঘদিন থেকে এ জনপদের মানুষের কল্যানে গনমানুষের মুখপাত্র হয়ে কাজ করেছে, এজন্য পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন মর্নিং শৌউজ দ্যা ডে, সকালের সূর্যই বলে দিচ্ছে আজকের দিনটি কেমন হবে, আলোকিত গোয়াইনঘাট এর যাত্রা আমাদের গনমাধ্যমকে সম্ভাবনা যুগিয়েছে, রিপোর্টিং প্রেজেন্টেশন আমাকে অভিভূত করেছে। তবে ভবিষ্যতে হেরে পড়া বিভিন্ন সংবাদ খুঁজে নিয়ে হাইলাইট্স করে জনসমক্ষে উপস্হাপন করতে হবে। আমরা জানি পত্রিকার ব্যায়ভার অনেক বেশি, এরপরেও শত কষ্ট করে এটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আব্দুল মুবিন এর মত একজন ব্যক্তির সম্পৃক্ততা এ পত্রিকাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা কামনা করছি।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন বিগত দিনের জুলুম নির্যাতন আর গনমাধ্যমকে কন্ঠ রুদ্ধ করে রাখা হয়েছে। ডিজিটাল আইন নামে একটি আইন করে সাংবাদিকদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আজ সময় এসেছে কথা বলার, গন অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আজকে আমরা ফ্রিলি কথা বলতে পারছি। আমরা চেষ্টা করতেছি কথা বলার ও লেখার জন্য, আপনারা নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যান, গনমাধ্যম এমনকি আলোকিত গোয়াইনঘাট আপনাদের পাশে থাকবে।
সালুটিকর বার্তার সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসাইন বলেন মাল্টিলেভেল মার্কেটিং এর মত আমাদের এ জনপদ কে লুটিয়ে নিচ্ছে একটি পক্ষ। এমএলএম কোম্পানির মত গোয়াইনঘাটে আগত কর্মকর্তাদের ভিন্নতা দেখিয়ে কোটি কোটি হাতিয়ে নেওয়া হয়েছে এবং হচ্ছে। বিগত পনের বছর এভাবে
ই ছিলো যা এখন ও চালু আছে। গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানীগন্জ কে লুটেফুটে খাওয়া হচ্ছে, আমাদের সম্পদ যদি আমরাই ব্যবহার করি এটাই যথেষ্ট আমরা অন্য কোথাও যেথে হবে না। আমরা যদি জনতা মিডিয়া এক কাতারে না এসে প্রতিবাদ ও প্রতিরোধ না গড়ে তোলে তাহলে আমাদের জীবন অন্ধকার হয়ে পড়বে।
সভাপতির বক্তব্যে আব্দুল মুবিন বলেন আমরা দীর্ঘদিন থেকে পত্রিকা টি পরিচালনা করে আসছি, আগামীর পথচলায় সকলের সহযোগিতা ও পরামর্শ চাই। মুক্তচর্চা সত্য ন্যায় মানবতার পক্ষে কথা বলতে পত্রিকা টি উত্তর সিলেটের মুখপাত্র হয়ে কাজ করবে। এতে দেশে বিদেশের সকলের সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় আরও আলোচনায় অংশ নেন – গোয়াইনঘাট প্রবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন, গনপূর্ত অধিদপ্তরে কর্মরত মুক্তার আহমদ মুজাহিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম,তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার নুরুল আমিন হেলালী, মানবাধিকার কর্মী ইব্রাহিম খলিল, শিক্ষক নেতা মাষ্টার কবির আহমদ, ফারুক আহমদ শিপন, শামছুল হক, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, শাহীনুর রহমান শাহীন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য দেলোয়ার হোসেন মান্না, উলামা পরিষদের নেতা মাওলানা আলা উদ্দিন, ব্যবসায়ী নেতা এমদাদুল হক, মূর্শেদ আহমদ, বাবুল আহমদ, গোয়াইনঘাট প্রবাসী পরিষদের বাহরাইন শাখার সাবেক সভাপতি কামাল মাহমুদ প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওত করে মাওলানা তৈয়বুর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্বে যোগ দিয়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান লন্ডন প্রবাসী ও সিলেট চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি নেতা আব্দুল হক।
উল্লেখ্য যে পত্রিকাটি দীর্ঘদিন ধরে এ মানুষের জন্য খেটে খাওয়া ও দেশ ও জনপদের কথা প্রচার ও প্রতি সাপ্তাহে সাপ্তাহের আলোচিত ঘটনা গুলো তোলে ধরার চেষ্টা করছে। এবং পত্রিকার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন সূদুর লন্ডনের উইটনি সিটির নব নির্বাচিত কাউন্সিলর ও গোয়াইনঘাটের কমিউনিটির রুপকার। এবং সম্পাদক আমির উদ্দিন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য, গোয়াইনঘাট প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও জাতীয় ও স্থানীয় বিভিন্ন গনমাধ্যমে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও বার্তা ও স্টাফ ও বিজ্ঞাপন বিভাগ সহ একাধিক স্মার্ট ও দক্ষ প্রতিনিধি এ পত্রিকায় কাজ করে আসছেন।