আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের অনূর্ধ্ব–১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার আজিজুল হাকিম, যিনি এর আগে জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজেও দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন।
সফরের বিস্তারিত সূচি:
-
৫ সেপ্টেম্বর – প্রথম ওয়ানডে, লাফবোরো
-
৭ সেপ্টেম্বর – দ্বিতীয় ওয়ানডে, লাফবোরো
-
১০ সেপ্টেম্বর – তৃতীয় ওয়ানডে, ব্রিস্টল
-
১২ সেপ্টেম্বর – চতুর্থ ওয়ানডে, বেকেনহাম
-
১৪ সেপ্টেম্বর – পঞ্চম ওয়ানডে, বেকেনহাম
বাংলাদেশ দল ৩১ আগস্ট লন্ডনের উদ্দেশে রওনা দেবে। ১ সেপ্টেম্বর পৌঁছানোর পরদিনই লাফবোরোয় অনুশীলনে নামবে তারা। ৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে মূল সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নেবে যুব টাইগাররা।
ঘোষিত স্কোয়াড:
-
মূল দল: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম (অধিনায়ক), সামিউন বশির, দেবাশীষ সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকি, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম ও ফারহান শাহরিয়ার।
-
স্ট্যান্ডবাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান ও মোহাম্মদ সবুজ।