Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে UBM Marketplace এর মাধ্যমে সর্বপ্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউবিএম বিজনেস এন্ড এন্ট্রোপ্রোনার এক্সপো ২০২৪

ডেস্ক সংবাদ

সোমবার, লন্ডনের প্রিন্সলেট সিটির লন্ডন বাংলা প্রেসক্লাব কার্যালয়ে বিজনেস এন্ড অন্ট্রারপ্রেনার এক্সপোকে সামনে রেখে UBM টিম এক সংবাদ সম্মেলনর আয়োজন করেছ। সংবাদ সম্মেলনে ইউকে বাংলা মার্কেটপ্লেস এর সিইও আকরামুল হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, আগামী ২৯ সেপ্টেম্বর মে ফেয়ার ভেন্যুতে যুক্তরাজ্যে বসবাসরত তরুন উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ আয়োজন নিয়ে অনুষ্ঠিত হবে ইউবিএম বিজনেস এন্ড এন্ট্রোপ্রোনার এক্সপো ২০২৪।
তিনি বলেন, বৃহৎ আকারের এই এক্সপোকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এই মেলায় অংশগ্রহণকারীদের নেটওয়ার্কিংএবং ব্যবসায়িক সুযোগ তৈরি করতে সাহায্য করবে।
এসময় আকরামুল হোসেন জানান, ইউবিএম বিজনেস এক্সপো ২০২৪-এ কিছু গুরুত্বপূর্ণ আয়োজনের মধ্যে রয়েছে, • বিভিন্ন ব্যবসায়িক স্টল যেখানে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবাগুলো প্রদর্শন করতে পারবেন।
এছাড়াও থাকছে নতুন প্রোডাক্ট লঞ্চ করার জন্য নির্ধারিত স্টল, নতুন পণ্য বা সেবা লঞ্চ করার সুযোগ, নেটওয়ার্কিং ও মার্কেটিং স্টল, ডিজিটাল মার্কেটিং সুবিধা, প্যানেল ডিসকাশন, সফল উদ্যোক্তাদের গল্প, প্রেজেন্টেশন ও পিচিং সেশন, ফান্ডিং এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত আলোচনা, লিগ্যাল ও ফিনান্স কনসালটেশন। এছাড়াও থাকছে ৮ টি ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার।
আকরামুল হোসেন জানান, বিজনেস এক্সপো তে যে ৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে সেগুলো হল ইনোভেশন অ্যাওয়ার্ড, পিপলস চয়েস অ্যাওয়ার্ড, সেরা ষ্টার্ট আপ এওয়ার্ড, সেরা কুলিনারি এক্সপেরিয়েন্স, কমিউনিটি চয়েস অ্যাওয়ার্ড, সোশ্যাল বিজনেস অব দা ইয়ার, সাকসেস বিজনেস অব দ্যা ইয়ার এবং এন্টারপ্রেনার অব দ্যা ইয়ার।
তিনি জানান, এই পুরস্কারগুলো বিজনেস এক্সপোকে একটি বিশেষ অর্থপূর্ণ ইভেন্টহিসেবে গড়ে তুলবে।
সংবাদ সম্মেলনে ইউবিএম টিম জানায়,


ঈভেন্টের দিন ভেন্ডর বা বিক্রেতা বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন, যেমন ব্যবসার লোগো প্রদর্শন, বিক্রেতার ব্যবসার ভিডিও প্রমোশন, মূল মঞ্চে ভেন্ডরদের বা অংশগ্রহণকারীদের ব্যবসা সম্পর্কে উপস্থাপনের সুযোগ।
এসময় আকরামুল হোসেন উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, এটা এমন একটা আয়োজন হতে যাচ্ছে যেটি লন্ডনে বসবাসরত তরুন উদ্যোক্তাদের জন্য বিশেষ একটা সুযোগ হিসাবে কাজ করবে।
তিনি বলেন, কমিউনিটির সকল ব্যবসায়ীকে এক ছাতার নিচে নিয়ে আসাই এই আয়োজনের মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে লন্ডন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ যুক্তরাজ্যে বসবাসরত সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

image-798159-1713942419
'বিনিয়োগের জন্য দ্বিতীয় সবচেয়ে আকর্ষণীয় দেশ' যুক্তরাজ্য
‘বিনিয়োগের জন্য দ্বিতীয় সবচেয়ে আকর্ষণীয় দেশ’ যুক্তরাজ্য
New Project
সিলেটে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪ ছিনতাইকারী
সিলেটে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪ ছিনতাইকারী
5a63e05cd2cfe83789d63847821c449da63744cdfa36c609
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন
Bengir-2501210903
বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান
বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান
dc4b6ad62d32899d26b6d95c2a4bfea90d7c8c3c5baafb9b
সিলেটে ঘন কুয়াশার কারণে দুর্ভোগে বয়স্ক ও শিশুরা
সিলেটে ঘন কুয়াশার কারণে দুর্ভোগে বয়স্ক ও শিশুরা
aab91381351ac0de8af6d741b3395d9f7be7fb81162c80bf
তামিম ইকবালও লিজেন্ড নাইন্টিতে অংশগ্রহণ করছেন
তামিম ইকবালও লিজেন্ড নাইন্টিতে অংশগ্রহণ করছেন

সম্পর্কিত খবর