Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইরানের ক্ষেপণাস্ত্র আতঙ্কে রাতে ভূগর্ভস্থ আশ্রয়ে ইসরায়েলিরা

ডেস্ক সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র হুমকিতে আতঙ্কিত হয়ে তেল আবিবের অনেক বাসিন্দা প্রতিদিন রাতে মাটির নিচে অবস্থান করছেন। শহরের রেলস্টেশন, পার্কিং লট ও ভূগর্ভস্থ হাসপাতালে আশ্রয় নিচ্ছেন তারা, কারণ এগুলোকে সবচেয়ে সুরক্ষিত স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দুই বোন, ইয়েহুদিত বাতাত ও তার বোন, এক সপ্তাহ ধরে তেল আবিবের একটি ভূগর্ভস্থ রেলস্টেশনের ৯২ ফুট নিচে ঘুমাচ্ছেন। “যুদ্ধ শুরুর পর এখানেই থাকি। যখনই সাইরেন বাজে, আমাদের পালাতে হয় না। এটি সবচেয়ে নিরাপদ স্থান,” বলেন ইয়েহুদিত।

সম্প্রতি ইরানের একটি ক্ষেপণাস্ত্র শহরের রামাত গানের কাছে বিস্ফোরিত হয়েছে, যা বিমান প্রতিরক্ষা পেরিয়ে আঘাত হানে। ফলে জনসাধারণের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

১৫ বছর বয়সী ইয়োনাতান লুজন তার পরিবার ও দুই কুকুরসহ রেলস্টেশনে আশ্রয় নিয়েছে। তাদের বাড়ির শেল্টার বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল। তিনি বলেন, “যুদ্ধ কঠিন, তবে প্রয়োজনীয়। যদি এখন না মোকাবিলা করি, ভবিষ্যতে বড় বিপর্যয় ঘটতে পারে।”

অনেকে বিশ্বাস করছেন আমেরিকা – বিশেষ করে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প – ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে যুদ্ধের ইতি টানতে পারেন। ট্রাম্পের প্রতি আস্থা প্রকাশ করে এক মা বলেন, “তিনি কাজটা শেষ করে দেবেন, যাতে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারি।”

তেল আবিবের গাড়ি পার্কিং ও ভূগর্ভস্থ এলাকায় তাঁবু ফেলে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। এক কর্মী বলেন, “এটি পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম একটি স্থান।”

শহরের নিচে গোপন সামরিক সুড়ঙ্গ থেকে শুরু করে হাসপাতালের ভূগর্ভস্থ ওয়ার্ড পর্যন্ত সবকিছু ব্যবহৃত হচ্ছে সুরক্ষার জন্য। শেবা মেডিকেল সেন্টারে ইতোমধ্যে ৫০০ জন রোগীকে ভূগর্ভস্থ স্থানে স্থানান্তর করা হয়েছে।

নিউজিল্যান্ড থেকে ইসরায়েলে আসা ট্রেসি পাপিরানি বলেন, “ইরান আমাদের ছোট শয়তান বলে, কিন্তু তারা আমেরিকাকে বড় শয়তান মনে করে। তাদের পারমাণবিক অস্ত্র প্রস্তুত প্রায় শেষ পর্যায়ে। আমাদের এখনই কিছু করতে হবে।”

ইসরায়েলের অনেক নাগরিক মনে করেন, তারা মার্কিন সহায়তা ছাড়াও ইরানের মোকাবিলা করতে সক্ষম। “যদি প্রয়োজন হয়, মোসাদ একাই ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করবে,” বলেন ইয়েহুদিত। “আমাদের পেছনে আর কিছু নেই – একাই লড়তে হবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

didarul-islam-nypd-funeral-010825-06-1754023282-1754052140
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা সিলেটের দিদারুলকে ‘গার্ড অব অনার’, শ্রদ্ধা-ভালোবাসায় শেষবিদায়
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা সিলেটের দিদারুলকে ‘গার্ড অব অনার’, শ্রদ্ধা-ভালোবাসায় শেষবিদায়
Screenshot_13
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ
Screenshot_12
যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’
যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’
Screenshot_11
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে
Screenshot_10
লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার
লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার
Screenshot_1
যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে
যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে

সম্পর্কিত খবর