এবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সাথে মার্কিন যোগাযোগ এবং জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-র জন্য তহবিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তিনি এমন ঘোষণা দিতে পারেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এমনটা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।
এই পদক্ষেপ এমন সময়ে নেয়া হলো যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে সফর করছেন। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ত্রাণ সংস্থার সমালোচনা করে আসছেন। তিনি সংস্থাটিকে ইসরাইল-বিরোধী উস্কানি এবং এর কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন।
তবে এ বিষয়ে জাতিসংঘ এবং ইউএনআরডব্লিউএ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ট্রাম্প তার প্রথম মেয়াদে (২০১৭-২০২১) সংস্থাটির জন্য তহবিল বন্ধ করে দিয়েছিলেন। এর মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন, ফিলিস্তিনিদের ইসরাইলের সাথে শান্তি আলোচনায় রাজি হতে হবে।
এছাড়া এর আগেও ট্রাম্পের প্রথম মেয়াদের মাঝামাঝি সময়ে ৪৭ সদস্যের মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। সেই সময় ইসরাইলের বিরুদ্ধে পক্ষপাত এবং সংস্কারের অভাবের অভিযোগ আনা হয় সংস্থাটির বিরুদ্ধে।
মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে জেনেভাভিত্তিক এই সংস্থার সদস্য নয়।
ডেমোক্র্যাট সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্র পরিষদটিতে পুনরায় নির্বাচিত হয় এবং ২০২২-২০২৪ মেয়াদে দায়িত্ব পালন করে।
২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের হওয়ার নির্দেশ দিয়েছেন।