Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিরোনাম:

কমলার কেজি সাড়ে ১০ টাকা

ডেস্ক সংবাদ

চট্টগ্রাম কাস্টমসে প্রতি কেজি কমলার দাম উঠেছে ১০ টাকা ৫৪ পয়সা। চট্টগ্রাম কাস্টমসের প্রকাশ্য নিলামে ৫২ হাজার ২শ কেজি কমলার একটি চালানের দাম উঠে ৫ লাখ ৫০ হাজার টাকা। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখায় সোমবার এ নিলাম হয়।
নগরীর আশরাফ আলী রোডের প্রতিষ্ঠান মেসার্স মঈনুদ্দিন জাবেদ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ এ নিলাম দর ডাকে। চালানটির সংরক্ষিত মূল্য ধরা ছিল ৪৭ লাখ ২৪ হাজার ৬৫২ টাকা।
একই দিন ৩০ লাখ ৪ হাজার ৪৩৬ টাকার আদার একটি চালানের দাম উঠছে ৫ লাখ ৬৫ হাজার টাকা। ২২ হাজার ৩১২ কেজির এক কনটেইনার আদার ওই চালানের সর্বোচ্চ দর ডাকে নগরীর এ কে খান গেট এলাকার প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এতে প্রতি কেজি আদার সর্বোচ্চ দর উঠে ২৫ টাকা ৩২ পয়সা।
কাস্টমস সূত্র জানিয়েছে, আমদানিকারক খালাস না নেওয়ায় পচনশীল পণ্য হিসেবে কমলা, আদাসহ কিছু জুস নিলামে তোলা হয়। ৭২ লাখ ৪৭ হাজার ৮৭৬ টাকার ৩ হাজার ৪২২ লিটার জুসের একটি চালানের সর্বোচ্চ দর উঠে ১ লাখ ২০ হাজার টাকা। নগরীর স্টেশন রোডের প্রতিষ্ঠান রফিক অ্যান্ড ব্রাদার্স এই দর প্রস্তাব করেন। এসব জুসের মধ্যে রয়েছে ২৯২ লিটার পাইনাপেল জুস (১ লিটারের বোতল), ৮৪২ লিটার ম্যাঙ্গো জুস (২৫০ মিলি লিটারের বোতল), ৫৯২ লিটার অ্যাপল জুস (১ লিটারের বোতল), ৪২২ লিটার স্ট্রবেরি এন্ড বানানা জুস (২৫০ মিলি লিটারের বোতল), ৬৯৮ লিটার পেয়ারার জুস (২৫০ মিলি লিটারের বোতল) এবং ৫৭৬ লিটার ম্যাঙ্গো জুস (১ লিটারের বোতল)।
চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমদানিকারকরা নিয়ম অনুযায়ী খালাস না নেওয়ায় বন্দরের জটলা কমাতে কিছু পণ্যশীল পণ্য নিলামে তোলা হয়েছে। তন্মধ্যে কমলা, ফলের জুস, আদার একটি চালান রয়েছে। সোমবার বিডাররা নিলামে অংশ নিয়েছে। নিলাম নিষ্পত্তির একটি কমিটি রয়েছে। কাস্টমস নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

387453
সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ: ট্রফি উন্মোচন
সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ: ট্রফি উন্মোচন
abacacab-0deb-49e1-b05b-a2004773acd5
চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু
চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু
6dd85178932284c443fd483a17d3a0308388c554640839ae
যেভাবে বুঝবেন, আপনার ওপর কোরবানি ওয়াজিব কিনা
যেভাবে বুঝবেন, আপনার ওপর কোরবানি ওয়াজিব কিনা
34b2e87ac5fc13644bf0e789b035050fb6ef364ab0918978
হাসপাতাল থেকে শিশু চুরি, কান্নায় ভেঙে পড়েছেন মা
হাসপাতাল থেকে শিশু চুরি, কান্নায় ভেঙে পড়েছেন মা
0_windows
যুক্তরাজ্যে সতর্কতা: দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান
যুক্তরাজ্যে সতর্কতা: দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান
63f831a0-1ba1-11f0-8af9-9fa03dc00539
আবর্জনার স্তূপে ঢেকে যাচ্ছে বার্মিংহাম শহর: ধর্মঘট তুলে ধরছে আর্থসামাজিক বৈষম্য
আবর্জনার স্তূপে ঢেকে যাচ্ছে বার্মিংহাম শহর: ধর্মঘট তুলে ধরছে আর্থসামাজিক বৈষম্য

সম্পর্কিত খবর