Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কর্নওয়ালে একাধিক মরদেহের গুজব অস্বীকার করল পুলিশ, এক ব্যক্তি হত্যাকাণ্ডে অভিযুক্ত

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের কর্নওয়ালে একটি জঙ্গলে ড্যানিয়েল কলম্যান নামে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর, এলাকায় একাধিক মরদেহ পাওয়ার গুজব ছড়ালেও, তা পুরোপুরি অস্বীকার করেছে ডেভন ও কর্নওয়াল পুলিশ। তারা স্পষ্ট করে জানিয়েছে, ওই স্থানে কেবল একজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত্যু ও তদন্তের বিস্তারিত
৪৩ বছর বয়সী ড্যানিয়েল কলম্যান নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে ১ জুন পুলিশে রিপোর্ট করা হয়। পরবর্তীতে জুলাই মাসে কর্নওয়ালের প্যারামুর বনে তার মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, ২ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ৩৯ বছর বয়সী জেমস ডেসবরো-কে অভিযুক্ত করা হয়েছে। তাকে ৯ জুলাই গ্রেপ্তার করা হয় এবং ১০ জুলাই বডমিন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে আদালত তাকে হেফাজতে রাখার আদেশ দেয়। পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ৮ আগস্ট, ট্রুরো ক্রাউন কোর্টে।

গুজব ও পুলিশের প্রতিক্রিয়া
স্থানীয় পুলিশ ও ক্রাইম কমিশনার অ্যালিসন হার্নানডেজ এক বিবৃতিতে বলেন, “বনে মরদেহ পাওয়া গেছে, এখন নির্ধারণ করার চেষ্টা চলছে, সেগুলো কতগুলো এবং কারা।” তার এই মন্তব্যের পর বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে সেখানে একাধিক মরদেহ পাওয়া গেছে। পরে পুলিশ নিশ্চিত করে, ওই মন্তব্য ভুল এবং ঘটনাস্থলে কেবল একজনের মরদেহই পাওয়া গেছে।

ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট জন ব্যানক্রফট জানান, কর্নওয়াল এলাকায় বর্তমানে তিনটি পৃথক হত্যাকাণ্ডের তদন্ত চললেও, এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি। একই সঙ্গে তিনি সামাজিক মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানান।

কমিশনারের দুঃখপ্রকাশ
কমিশনার হার্নানডেজ পরে তার মন্তব্যের জন্য ক্ষমা চান এবং বলেন, “আমি সব তথ্য না জেনেই মন্তব্য করেছিলাম। এতে যদি জনমনে আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত।”

সূত্র: দ্য মেট্রো

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_18
কর্নওয়ালে একাধিক মরদেহের গুজব অস্বীকার করল পুলিশ, এক ব্যক্তি হত্যাকাণ্ডে অভিযুক্ত
কর্নওয়ালে একাধিক মরদেহের গুজব অস্বীকার করল পুলিশ, এক ব্যক্তি হত্যাকাণ্ডে অভিযুক্ত
Screenshot_17
যুক্তরাজ্যে হোটেল ব্যয় কমাতে অভিবাসীদের জন্য ফাঁকা ঘর অধিগ্রহণে সরকারের পরিকল্পনা
যুক্তরাজ্যে হোটেল ব্যয় কমাতে অভিবাসীদের জন্য ফাঁকা ঘর অধিগ্রহণে সরকারের পরিকল্পনা
Screenshot_16
আশ্রয়প্রার্থীদের জন্য হোটেল সুবিধা বাতিলের ঘোষণা যুক্তরাজ্যে
আশ্রয়প্রার্থীদের জন্য হোটেল সুবিধা বাতিলের ঘোষণা যুক্তরাজ্যে
Screenshot_15
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের সহায়তা কার্ডে জুয়ার অভিযোগ, তদন্ত শুরু
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের সহায়তা কার্ডে জুয়ার অভিযোগ, তদন্ত শুরু
Screenshot_14
যুক্তরাজ্যে পেনশন বিভাজন নিয়ে সমালোচনা, বয়সভিত্তিক বৈষম্যের অভিযোগ
যুক্তরাজ্যে পেনশন বিভাজন নিয়ে সমালোচনা, বয়সভিত্তিক বৈষম্যের অভিযোগ
Screenshot_13
সাবান-স্নো নিয়ে বিয়েবাড়িতে তর্ক, বরপক্ষকে আটক
সাবান-স্নো নিয়ে বিয়েবাড়িতে তর্ক, বরপক্ষকে আটক

সম্পর্কিত খবর