গত বছর অভিনেত্রী হিনা খানের ক্যানসার ধরা পড়ে। তৃতীয় স্টেজে থাকলেও তার মনের জোর অনবদ্য। মরণব্যাধি ক্যানসার নিয়েও কাজ চালিয়ে যাচ্ছেন। কঠিন এই লড়াইয়ের মধ্যে অভিনেত্রী রোজা রাখছেন।
নিয়ম মেনে রোজা পালন করছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ইফতার ও সেহরির ছবি প্রকাশ করে হিনা লিখেছেন, ‘রমজান মুবারক।
তিনি আরও লিখেছেন, ‘আমাকে কেমন দেখতে লাগছে? প্রথমদিনে সেহরি টু ইফতারের জার্নি। আল্লাহমুদিল্লাহ। সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো।’
ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুরের বাটি হাতে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ইফতারের জন্য তিনি প্রস্তুত।
পরনে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে হিনায় মুগ্ধ ভক্তরা। নিজের হাতে ফুল দিয়ে ঘর সাজাচ্ছেন অভিনেত্রী। টেবিলে সাজানো বাহারি খাবারের পসরা। মায়ের সঙ্গে অভিনেত্রী হিনা খানের ইফতার পালনের মুহূর্ত দেখে হিনাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।
এর আগে কেমো চিকিৎসা চলাকালীন যন্ত্রণার কথা একাধিকবার সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী। তবুও থেমে থাকেননি। যন্ত্রণা নিয়েই কাজ করে যাচ্ছেন। কখনও আবার ফোটোশুটে মেলে ধরছেন নিজেকে।
২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন হিনা।