খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা এবং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আরিফ হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) রাতে মহানগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেট গেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন যোগিপোল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে। তিনি ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ জানায়, রাত ১১টা ১৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা আরিফ হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”