Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

গরমে চোখের সমস্যা বেড়ে যায়—জানুন কী করবেন এই সময়

ডেস্ক সংবাদ

গ্রীষ্মকালে যখন তাপমাত্রা বাড়ে, তখন শুধু ত্বক বা শরীর নয়—চোখেও দেখা দিতে পারে নানা সমস্যা। তীব্র রোদ, ধুলোবালি ও দূষণের কারণে চোখ সহজেই আক্রান্ত হতে পারে বিভিন্ন রোগে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় সতর্ক না থাকলে চোখের ক্ষতি হতে পারে দীর্ঘমেয়াদী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সৈয়দ একে আজাদ জানাচ্ছেন, গরমের সময় চোখে যেসব সমস্যা বেশি দেখা যায়, তা হলো—

🔹 গরমে চোখে যে সমস্যাগুলো বেশি দেখা দেয়:

১. ড্রাই আই (চোখের শুষ্কতা): অতিরিক্ত রোদ ও গরমের কারণে চোখের তরল শুকিয়ে যায়। এতে চোখে অস্বস্তি ও চুলকানির অনুভব হয়।

২. চোখ দিয়ে অনবরত পানি পড়া: গরমে স্নায়ুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হলে চোখ থেকে অকারণে পানি পড়তে থাকে।

৩. চোখের অ্যালার্জি: ধুলো, পরাগ ও দূষণের কারণে চোখে চুলকানি, লালভাব এবং জ্বালাপোড়া হয়।

  1. অঞ্জলি (Stye): চোখের পাতায় ফুলে যাওয়া, ব্যথা ও লালচেভাব দেখা দেয়। গরমে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে এটা বেশি হয়।

৫. চোখ লাল হওয়া: অতিরিক্ত গরমের কারণে চোখের রক্তপ্রবাহ বেড়ে গেলে চোখ লাল হয়ে যেতে পারে।

৬. চোখে জ্বালা ও শুষ্কতা: বাতাসে ধুলোবালি এবং বেশি গরমে চোখে জ্বালাপোড়া ও খচখচে ভাব হতে পারে।

৭. চুলকানি: গ্রীষ্মে বাতাসে পরাগরেণুর (pollen) উপস্থিতি বেড়ে যায়, যা চোখের কোণে চুলকানি বাড়িয়ে দেয়।

৮. আলোর প্রতি সংবেদনশীলতা: তীব্র রোদে চোখে অস্বস্তি লাগে, কখনও চোখ খোলা রাখাও কষ্টকর হয়।

৯. ঝাপসা দৃষ্টি: চোখ শুষ্ক হয়ে গেলে অস্থায়ীভাবে দৃষ্টি অস্পষ্ট হতে পারে।

১০. চোখের ক্লান্তি: ধুলো ও তাপের কারণে চোখ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, ভারী অনুভব হয়।

১১. চোখে স্ট্রোক: গরমে পানি স্বল্পতা ও ঘুমের অভাবে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, যা চোখে রক্তক্ষরণ বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

Print
Email

সর্বশেষ সংবাদ

WhatsApp Image 2025-07-02 at 5.15.40 PM
ছাত্রদল নেতা লিটনের মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল
ছাত্রদল নেতা লিটনের মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল
Screenshot_18
পাথর ক্রাশার মালিক-শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
পাথর ক্রাশার মালিক-শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
623bf73c81447780074434
শনিবার থেকে সিলেটের সড়কে গাড়ি চলবেনা: পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি
শনিবার থেকে সিলেটের সড়কে গাড়ি চলবেনা: পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি
391000
সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১
সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১
391395
সিলেটে ‘ভালো আচরণ’ দেখিয়ে ৮ বন্দির কারামুক্তি
সিলেটে ‘ভালো আচরণ’ দেখিয়ে ৮ বন্দির কারামুক্তি
WhatsApp-Image-2025-07-01-at-21.03.05_4b7966ba-800x445
সরকারি ওয়েবসাইটের লোগোতে একটি ফুলস্টপে খরচ পড়েছে ৫ লাখ পাউন্ড
সরকারি ওয়েবসাইটের লোগোতে একটি ফুলস্টপে খরচ পড়েছে ৫ লাখ পাউন্ড

সম্পর্কিত খবর