ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আল জাজিরার এক সাংবাদিকসহ দুই সংবাদকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) পৃথক পৃথক হামলায় নিহত হন তারা। খবর আল জাজিরার।
গাজার উত্তরে বেইত লাহিয়ায় সাংবাদিকদের একটি গাড়ি লক্ষ্য করে গোলাবর্ষণ করা হলে বেশ কয়েকজন নিহত হন। এর মধ্যে আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাত অন্যতম।
হামলার পরবর্তী দৃশ্য একটি ভিডিওতে ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিধ্বস্ত গাড়ির পাশে আরও অনেকের সঙ্গে সাংবাদিক হোসাম শাবাতের লাশ পড়ে আছে।
এদিন মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার তারেক আবু আযম বলেন, ২৩ বছর বয়সি শাবাত এর আগে একবার ইসরাইলি হামলায় আহত হয়েছিলেন। এরপর সুস্থ হয়ে ফের গাজার সংবাদ সংগ্রহে নেমে পড়েন। অবশেষে সেই ইসরাইলি হামলায় প্রাণ হারালেন তিনি।
হোসাম শাবাত নিহত হওয়ার আগে এদিন গাজার খান ইউনিসে প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুরকে হত্যা করে ইসরাইলি সেনাবাহিনী। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৭০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।
এদিকে আরও দুই সাংবাদিক হত্যার ঘটনায় ইসরাইলের প্রতি নিন্দা জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং সেই সঙ্গে তাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।