গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে বিএনপি আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) ‘প্রতিবাদ ও সংহতি র্যালি’ আয়োজন করবে।
বুধবার (৯ এপ্রিল) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে বিএনপি বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘প্রতিবাদ ও সংহতি র্যালি’ শুরু করবে।
এই র্যালি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটর পর্যন্ত যাবে এবং সেখানে শেষ হবে।
এছাড়া, একইদিনে দেশব্যাপী সব মহানগরে এই কর্মসূচি পালিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।