চট্টগ্রাম নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বন্ধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শাহাদত হোসেন শাহেদ (২১) ও ইসমাইল হোসেন ইকবাল (২০) রিয়াজ উদ্দিন বাজারের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।
দুই বন্ধু সাহেদ ও ইকবাল সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কুতুবপাড়া গ্রামের বাসিন্দা। তাঁরা লেখাপড়া, খেলাধুলা, এবং ঘোরাঘুরি একসাথে করতেন। শুক্রবার মার্কেট বন্ধ থাকায়, ইকবাল সাহেদের বাসায় গিয়ে রাতে তার সাথে সময় কাটান। রাতের বেলা ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে দুজনেরই মৃত্যু ঘটে।
এলাকাবাসী নিহতদের পাশাপাশি কবর দেওয়ার ব্যবস্থা করেছে। এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের মাতম চলছে। নিহতদের পরিবার ও বন্ধুদের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।
ইকবালের বন্ধু আরোব বলেন, “ইকবাল ও সাহেদ অত্যন্ত ভালো ছেলে ছিল। গত ঈদে তারা একসাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। একসাথে অনেক সময় কাটানোর পরিকল্পনা ছিল, কিন্তু তারা আর ফিরে আসতে পারেনি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় রিয়াজ উদ্দিন বাজারের পাঁচতলা ভবনের ধোঁয়ায় ইকবাল, সাহেদ ও রিদুয়ান নামের তিনজন আটকা পড়ে মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, “অগ্নিকাণ্ডের সময় ভবনের ধোঁয়ায় তিন ব্যক্তি আটকা পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”