চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদীয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, যার ফলে তিনজন প্রাণ হারিয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। এ ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ছিলেন সাতকানিয়ার পশ্চিম গাটিয়ৈডেঙ্গা এলাকার রিদুয়ানুল ইসলাম (৪৫), সাহেদ আলম (২০) এবং অপর একজন, যার পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, রাত দেড়টার দিকে মার্কেটের ব্রাদার্স টেলিকম নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর এটি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় এবং ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিক তদন্তে জানা যায় যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বাতাসের অভাবে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল, যার কারণে নিভাতে বেশ সময় লেগেছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।
রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।