সকালের শুরু হোক বা বিকেলের আড্ডা—বাঙালির জীবনযাত্রায় চায়ের কোনো বিকল্প নেই। ক্লান্তি দূর করতে কিংবা অফিসে কাজের মাঝখানে একটু বিরতি নিতে, এক কাপ চা যেন এক মুঠো স্বস্তি। কিন্তু আপনি কি জানেন, শুধু চা পান করেই তৈরি করা যায় একটি লাভজনক ক্যারিয়ার? আশ্চর্য শোনালেও সত্যি—‘টি টেস্টার’ হিসেবে এখন মাসে লাখ টাকার বেশি উপার্জন সম্ভব।
ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ‘টি টেস্টার’ এমন একটি পেশা যেখানে চা পান করে এর স্বাদ, ঘ্রাণ ও গুণগত মান বিশ্লেষণ করা হয়। এ কাজের জন্য প্রয়োজন বিশেষ দক্ষতা ও প্রশিক্ষণ।
বাহ্যিকভাবে সহজ মনে হলেও, একজন পেশাদার টি টেস্টারের কাজ খুবই সূক্ষ্ম ও মনোযোগসাধ্য। স্বাদ, গন্ধ ও রঙ দেখে চায়ের মান নির্ধারণ করতে হয়। সাধারণত ফুড সায়েন্স, বোটানি বা কৃষিবিদ্যায় ডিগ্রিপ্রাপ্তদের জন্য এই পেশায় প্রবেশ সহজতর হলেও, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমেও শুরু করা যায় এই ক্যারিয়ার।
টি টেস্টার হতে হলে চায়ের স্বাদ ও ঘ্রাণ বোঝার প্রাকৃতিক ক্ষমতা থাকা জরুরি। এর পাশাপাশি থাকতে হবে বিশ্লেষণ করার দক্ষতা, ধৈর্য ও মনোযোগ। ইংরেজিতে রিপোর্ট লেখার দক্ষতাও বাড়তি সুবিধা এনে দেয়।
ভারতের পশ্চিমবঙ্গে রয়েছে বেশ কিছু প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যেখানে চা টেস্টিং ও ব্যবস্থাপনা শেখানো হয়। দার্জিলিংয়ের University of North Bengal-এ ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন টি ম্যানেজমেন্ট (PGDTM)’ কোর্সের মাধ্যমে এই বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। এছাড়াও অনেক বেসরকারি প্রতিষ্ঠান হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে থাকায়, চাকরি কিংবা ব্যবসার জন্য তা অত্যন্ত সহায়ক হয়।
এই পেশায় শুরুতে মাসিক আয় ২০-৩০ হাজার টাকার মতো হলেও, অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ার সাথে সাথে তা ৫০ হাজার থেকে এক লাখ টাকা কিংবা তারও বেশি হতে পারে।