চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্সের প্রভাব পড়ছে পাকিস্তান ক্রিকেটে। এতেই মাঠে মেজাজ হারাচ্ছেন পাক ক্রিকেটাররা। দর্শকদের সঙ্গে খুশদিল শাহর ঝামেলা নিয়ে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
শনিবার (৫ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে উপস্থিত সমর্থকদের সঙ্গে খুশদিল শাহ ঝামেলায় জড়িয়েছিলেন। দর্শকরা পাকিস্তানি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বাজে মন্তব্য করলে খুশদিল মেজাজ ধরে রাখতে পারেননি। মারমুখী অবস্থায় গ্যালারির দিকে তেড়ে যান তিনি। এ সময় তাকে থামান নিরাপত্তাকর্মীরা। তার এ ছবি রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
গত কয়েক মাস ধরেই খারাপ সময় পার করছে পাকিস্তান ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই জয়ের জন্য মুখিয়ে ছিল মেন ইন গ্রিনরা। অনেক কাঠখড় পুড়িয়ে নিজেদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেও নামের সুবিচার করতে পারেননি রিজওয়ানবাহিনী।
ঘরের মাঠে কোনো ম্যাচ না জিতে টুর্নামেন্ট শেষ করার পর নিউজিল্যান্ড সফরে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল পাকিস্তান। তবে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ১টিতে হার এড়ালেও ওয়ানডেতে হোয়াইটওয়াশের তিক্ততা নিয়েই দেশে ফিরতে হচ্ছে মেন ইন গ্রিনদের। সব মিলিয়ে মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারছেন না পাক ক্রিকেটাররা।
রশিদ মনে করেন, এতেই মেজাজ হারাচ্ছেন তারা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জাকারি ফকসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্টসহ ম্যাচে ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে খুশদিলকে। এবারও শাস্তির মুখে পড়তে হতে পারে তাকে।
লতিফ বলেন, ‘আমি মনে করি ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির কারণে ক্রিকেটাররা ভেঙে পড়েছে। আমরা সবসময় টপ লেভেল ক্রিকেটকে ফোকাস করি। ডমেস্টিক ক্রিকেটে আমাদের মনোযোগ কম, যার জন্য পাইপলাইন সমৃদ্ধ হচ্ছে না। প্রথম শ্রেণির ক্রিকেট, পিএসএল ও ঘরোয়া টি-টোয়েন্টি তলানিতে যাচ্ছে।’