আর মাত্র ৮দিন। এরপরই পাকিস্তানের মাটিতে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। দীর্ঘ ৮ বছর পর ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের এই টুর্নামেন্ট। মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসির এই টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ। এই খবর আইসিসি জানিয়েছিল আগেই। এবার গ্রুপ পর্বে কোন ম্যাচে কারা আম্পায়ার থাকছেন সেই তালিকাও এবার প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোনো ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকছেন না শরফুদ্দৌলা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচটি বাংলাদেশ মূল ভেন্যু পাকিস্তানে নয়, বরং দুবাইয়ে খেলবে। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ-ভারত ম্যাচে ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ান পল রেইফেল।
এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। ফোর্থ আম্পায়ার ইংল্যান্ডের মাইকেল গফ আর ম্যাচ রেফারি অস্ট্রেলিয়ার ডেভিড বুন।
টুর্নামেন্টে বাংলাদেশ পরের ম্যাচ দুটি খেলবে রাওয়ালপিন্ডিতে। এই দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের এহসান রাজা ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ার থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার। ফোর্থ আম্পায়ার এবং ম্যাচ রেফারির ভূমিকায় যথাক্রমে ত্রিনিদাদের জোয়েল উইলসন এবং শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৭ ফেব্রুয়ারি। এ ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচে ফের আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক। তার সঙ্গী মাইকেল গফ। টিভি আম্পায়ারের দায়িত্বে পল রাইফেল। ফোর্থ আম্পায়ার এবং ম্যাচ রেফারি যথাক্রমে রিচার্ড ইলিংওয়ার্থ এবং ডেভিড বুন।