Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ছাত্রদল নেতা লিটনের মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

ডেস্ক সংবাদ

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় স্থগিত ও নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটের জাফলংয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় মামার বাজার পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে প্রতিবাদ সভায় মিলিত হয়।

আয়োজনে ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ। সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা গফুর আল মামুন এবং সঞ্চালনা করেন পূর্ব জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজন। বক্তারা অভিযোগ করেন, ছাত্রদল নেতা লিটন রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের মদদে সাজানো মাদক মামলায় তাকে ফরমায়েশি রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বক্তারা রায় স্থগিত করে লিটনের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং তা না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তারা অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাজনৈতিক হয়রানির মাধ্যমে কাউকে দমন করার এই নীতি গণতন্ত্রের পরিপন্থী।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, সাবেক ছাত্রনেতা হাসান আহমেদ, যুব নেতা আব্দুর রহিম এবং ছাত্রদল নেতা উসমান আলী প্রমুখ। বিক্ষোভে স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদের ছেলে আব্দুল মালিক লিটন ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি হেরোইনসহ গ্রেফতার হন। মামলার বিচার শেষে আদালত ২০২৩ সালের ৫ অক্টোবর লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে, যদিও একই মামলার আরও দুই আসামিকে খালাস দেওয়া হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_10
যুক্তরাজ্যের চাকরির বাজার দুর্বল: বেকারত্বের হার বাড়ছে, সুদের হার কমানোর সম্ভাবনা বৃদ্ধি
যুক্তরাজ্যের চাকরির বাজার দুর্বল: বেকারত্বের হার বাড়ছে, সুদের হার কমানোর সম্ভাবনা বৃদ্ধি
Screenshot_9
এসেক্স আশ্রয় হোটেলের বাইরে বিক্ষোভ: ফ্যারেজের উদ্বেগ ও পুলিশি ব্যবস্থা
এসেক্স আশ্রয় হোটেলের বাইরে বিক্ষোভ: ফ্যারেজের উদ্বেগ ও পুলিশি ব্যবস্থা
Screenshot_8
পাকিস্তানি অভিবাসীরা ৫০,০০০ পাউন্ডের জাল ভিসা নথি ব্যবহার করে ব্রিটেনে প্রবেশ করছে
পাকিস্তানি অভিবাসীরা ৫০,০০০ পাউন্ডের জাল ভিসা নথি ব্যবহার করে ব্রিটেনে প্রবেশ করছে
Screenshot_7
লন্ডনের রয়্যাল অপেরায় ফিলিস্তিন পতাকা প্রদর্শন: মঞ্চে রাজনৈতিক উত্তেজনা
লন্ডনের রয়্যাল অপেরায় ফিলিস্তিন পতাকা প্রদর্শন: মঞ্চে রাজনৈতিক উত্তেজনা
WhatsApp Image 2025-07-22 at 5.47.40 PM
অধিকার আদায়ে আমদের নিজেদের ভূমিকা রাখতে হবে: মুফতি আলী হাসান ওসামা
অধিকার আদায়ে আমদের নিজেদের ভূমিকা রাখতে হবে: মুফতি আলী হাসান ওসামা
Screenshot_2
এপিংয়ে দাঙ্গা: পুলিশের আঘাতে প্রতিবাদকারীর দাঁত পড়ে যাওয়ার অভিযোগ
এপিংয়ে দাঙ্গা: পুলিশের আঘাতে প্রতিবাদকারীর দাঁত পড়ে যাওয়ার অভিযোগ

সম্পর্কিত খবর