টাওয়ার হ্যামলেটসে দিন দিন বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা। সেই ধারাবাহিকতায়, গত বছরের সফল আয়োজনের পর আবারও ফিরে এসেছে মেয়রস কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এটি এবার আরও বড় পরিসরে এবং বৈচিত্র্যময়ভাবে আয়োজন করা হচ্ছে। এবারের আসরে প্রাপ্তবয়স্ক পুরুষ, নারী ও জুনিয়র/যুব বিভাগ মিলিয়ে মোট ৩২টি দল অংশ নিচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে এক আনন্দঘন উৎসবের আমেজ তৈরি করেছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের লাইভ ড্র অনুষ্ঠিত হয়েছে ২১ আগস্ট, মাইল এন্ড স্টেডিয়ামে অংশগ্রহণকারী দলগুলোর উপস্থিতিতে। ড্র পরিচালনা করেন কাউন্সিলের কালচার ও রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর কামরুল হোসেন।
প্রতিযোগিতার খেলা শুরু হবে ৩০ আগস্ট থেকে। ফাইনাল পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ ও ৭ সেপ্টেম্বর, ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া পার্কে। ৬ সেপ্টেম্বর (শনিবার) মাঠে নামবে নারী ও জুনিয়র/যুব দলগুলো—যথাক্রমে চারটি নারী দল ও ১২টি জুনিয়র/যুব দল। পরদিন, ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রাপ্তবয়স্ক পুরুষ দলের বাকি খেলা ও ফাইনাল।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জানিয়েছে, স্থানীয় ক্রিকেট উন্নয়নে চলমান বিনিয়োগ এবং মেয়রস কাপের মতো টুর্নামেন্ট আয়োজনের ফলে এলাকাবাসীর অংশগ্রহণ ও আগ্রহ অনেক বেড়েছে। ইতোমধ্যে ভিক্টোরিয়া পার্ক ও মিলওয়াল পার্কে আধুনিক ক্রিকেট সুবিধা চালু হয়েছে, এবং ভবিষ্যতে আরও প্রশিক্ষণ সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
আয়োজকরা সব স্থানীয় বাসিন্দা ও ক্রিকেটপ্রেমীদের নিজ নিজ দলকে উৎসাহ দিতে মাঠে এসে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।