Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

টেক্সটাইল বর্জ্য কমাতে টেকসই ইহরাম চালু করছে সৌদি

ডেস্ক সংবাদ

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের ফ্যাশন কমিশন পরিবেশবান্ধব হজ পালনের লক্ষ্যে ‘সাসটেইনেবল ইহরাম ইনিশিয়েটিভ’ চালু করেছে, যা ব্যবহৃত ইহরাম সংগ্রহ করে পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন টেকসই পোশাক তৈরি করবে।
এই উদ্যোগটি সৌদি ইনভেস্টমেন্ট রিসাইক্লিং কোম্পানি ও সৌদির পরিবেশবান্ধব ফ্যাশন প্রতিষ্ঠান তাদউইম-এর যৌথ প্রচেষ্টার ফল। টেক্সটাইল বর্জ্য কমানোর উদ্যোগ প্রতিবছর হজের জন্য বিপুল পরিমাণ ইহরাম তৈরি হয়, যা ব্যবহারের পর ফেলে দেওয়া হলে প্রচুর টেক্সটাইল বর্জ্যের সৃষ্টি হয়।
সৌদি ফ্যাশন কমিশনের সিইও বুরাক চাকমাক বলেন, ফ্যাশনের কথা বললেই প্রথমে ইহরামের কথা মাথায় আসে না, তবে হজের সময় এটি বিপুল পরিমাণে ব্যবহৃত হয়। এই উদ্যোগের আওতায় মিনা শহরে ৩৩৬টি সংগ্রহ বিন স্থাপন করা হয়েছে, যেখানে ব্যবহৃত ইহরাম সংগ্রহ করে পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। সংগ্রহ করা ইহরামগুলো প্রথমে বাছাই, পরিষ্কার, কুচি-কুচি এবং পুনরায় বোনা হয়, যাতে এগুলো নতুন ইহরামে পরিণত করা যায়।
পুনর্ব্যবহৃত ইহরামের প্যাকেজিং এবং ব্যাগও রিসাইকেল করা তুলা দিয়ে তৈরি, যা পুরো প্রক্রিয়াকে পরিবেশবান্ধব করে তুলেছে বলে উল্লেখ করেন তিনি।
তাদউইমের সিইও মুস্তাফা বুখারি জানান, বর্তমানে ইহরাম উৎপাদন সৌদি আরবের বাইরে হলেও ভবিষ্যতে দেশেই উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এই পণ্য সম্পূর্ণ পুনর্ব্যবহৃত উপাদান দিয়ে তৈরি, যা পুরো প্রক্রিয়াটিকে টেকসই করে তুলেছে। সম্প্রতি অনুষ্ঠিত জেদ্দার হজ ও ওমরাহ সম্মেলনে তাদউইম পুনর্ব্যবহৃত কাপড় থেকে তৈরি উন্নত মানের চামড়ার ব্যাগ প্রদর্শন করে।
টেকসই ইহরাম বর্তমানে মদিনায় ৯৮ থেকে ১০০ রিয়ালে পাওয়া যায়। অদূর ভবিষ্যতে এটি মক্কা, প্রধান বিমানবন্দর ও অন্যান্য অঞ্চলেও পাওয়া যাবে। এছাড়াও, জেদ্দার ইসলামিক আর্টস বিয়েনালে-তে মে ২৫ পর্যন্ত এই ইহরাম বিক্রির জন্য বিশেষ দোকান চালু করা হয়েছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

Print
Email

সর্বশেষ সংবাদ

391720
দেশে না থেকেও আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
দেশে না থেকেও আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
1752048878.EC
যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে নতুন করে ভোটার নিবন্ধনের অনুমোদন পেল ইসি
যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে নতুন করে ভোটার নিবন্ধনের অনুমোদন পেল ইসি
Screenshot_19
জুলকারনাইন সায়েরের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা
জুলকারনাইন সায়েরের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা
d176e750-5c13-11f0-960d-e9f1088a89fe-800x445
গোল্ডম্যান শ্যাক্সে যোগ দিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
গোল্ডম্যান শ্যাক্সে যোগ দিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
Screenshot_14
যুক্তরাজ্যের সংসদে ম্যাক্রোঁর ভাষণের ৫টি মূল বিষয়
যুক্তরাজ্যের সংসদে ম্যাক্রোঁর ভাষণের ৫টি মূল বিষয়
Screenshot_15
স্কটল্যান্ডে বিদ্যুৎ সস্তা করার পরিকল্পনা বাতিল করলেন এড মিলিব্যান্ড
স্কটল্যান্ডে বিদ্যুৎ সস্তা করার পরিকল্পনা বাতিল করলেন এড মিলিব্যান্ড

সম্পর্কিত খবর