Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাতে চ্যাম্পিয়ন্স লিগের মহারণ

ডেস্ক সংবাদ

দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি আর রাতে চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচ। দিনটা ক্রীড়াপ্রেমীদের জন্য ঈদের আনন্দ নিয়েই হাজির হয়েছে। আট বছর পর ফের মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যে টুর্নামেন্ট দিয়ে পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আর চ্যাম্পিয়ন্স লিগ চলতি মৌসুমে শুরু হয়েছে নতুন ফরম্যাটে। ৩৬ দলের টুর্নামেন্টে দুই হেভিওয়েট দল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি শেষ ষোলর প্লে-অফেই। এই প্লে-অফের প্রথম লেগে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফেরা রিয়াল মাদ্রিদের পরীক্ষা এবার ঘরের মাঠে। সিটির কোচ পেপ গার্দিওলার জন্যও এই ম্যাচ অগ্নিপরীক্ষার।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্লে-অফ সামনে রেখে স্নায়ুযুদ্ধে দুই দলের কোচ। এ ম্যাচ দিয়েই ভাগ্য নির্ধারণ হবে দুই দলের চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিন। প্রথম লেগ থেকে সুবিধা পেলেও সিটিজেনদের আন্ডারডগ মানতে নারাজ রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে গোলের বিকল্প দেখছেন না সিটি কোচ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি মাঠে গড়াবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টায়।
ফুটবলের আরও একটি মহারণে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে ঘায়েল করতে দুই কোচ লিপ্ত হয়েছেন কথার যুদ্ধে। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির দ্বিতীয় লেগ নিয়ে উত্তেজনা এখন চরমে। প্রথম লেগে হারের পর পরবর্তী লেগে ম্যানচেস্টার সিটির ১ শতাংশ জয়ের সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছিলেন সিটি কোচ। এ নিয়ে চলছে নানা চর্চা। তবে, সিটিজেনদের আন্ডারডগ মানতে নারাজ মাদ্রিদ কোচ আনচেলত্তি, ‘গার্দিওলা সত্যি সত্যি এমনটা মনে করেন না। ম্যাচ শুরুর আগে আমি তাকে ১ শতাংশ সুযোগ থাকা নিয়ে প্রশ্ন করবো। আমি মনে করি না আমাদের ৯৯ শতাংশ সম্ভাবনা আছে। তবে আমরা মনে করি প্রথম লেগের কারণে দল কিছুটা সুবিধায় আছে। তবে ওসাসুনা ও অ্যাথলেটিকোর বিপক্ষে যা হয়েছে তা আমাদের ভাবাচ্ছে। সেখানে কিছু সিদ্ধান্তের কারণে ভুগতে হয়েছে, যা এখনও আমরা বুঝতে পারছি না।’
আনচেলত্তি শঙ্কা প্রকাশ করেছেন রেফারিং নিয়ে, ‘আমি মনে করি, ভিএআর বিচারকের অনেক দায়িত্ব কেড়ে নিয়েছে। আর যদি বিচারকের দায়িত্ব ভিএআর নেয়, তাহলে তা অনেক ভয়াবহ একটি সিস্টেম হবে। ভিএআর আনা হয়েছে স্পষ্ট এবং ভুল দূর করার জন্য, ফুটবলের বিষয়ে হস্তক্ষেপের জন্য নয়। কখনও কখনও শুধু একটি ফ্রেমের উপর ভিত্তি করে বিচার করা হয়, যা খেলার উত্তেজনে কমিয়ে দেয়।
এদিকে সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা বলেন, ‘প্রথম লেগের পর আমি সবাইকে মিথ্যা বলেছি যে আমাদের ১ শতাংশ সম্ভাবনা রয়েছে। অ্যানচেলত্তির ম্যাচের আগে আমাকে প্রশ্ন করার দরকার নেই। আমাদের একটা পারফেক্ট ম্যাচ খেলতে হবে। সবাই উৎসাহ নিয়ে খেললে ম্যাচ জেতা সম্ভব। নাহলে সবসময়ই হারতে হবে। আমাদের আক্রমন করতে হবে গোল করতে হবে। এটাই সত্য।’

Print
Email

সর্বশেষ সংবাদ

395313
এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!
এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!
image_222462_1757716716
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা
image_222485_1757734663
সালমানের পর গুলি চলল দিশা পাটানির বাড়িতে
সালমানের পর গুলি চলল দিশা পাটানির বাড়িতে
image_222486_1757735052
ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
405915
গুরুতর অভিযোগ ইংল্যান্ড ক্রিকেটের এক চেনামুখের দিকে
গুরুতর অভিযোগ ইংল্যান্ড ক্রিকেটের এক চেনামুখের দিকে
3279e3a0-9a55-11ed-aa33-31aea7c86895.jpg
ডিবির জালে আটক অনলাইন ভিসা প্রতারক নারী
ডিবির জালে আটক অনলাইন ভিসা প্রতারক নারী

সম্পর্কিত খবর