Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দেশে থেকেই যুক্তরাজ্যে ব্যবসা প্রসারের দারুণ সুযোগ দিচ্ছে ইউবিএম

ডেস্ক সংবাদ

দেশে থেকেই যুক্তরাজ্যে ব্যবসা প্রসারের দারুণ সুযোগ দিচ্ছে ইউবিএম

বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য যুক্তরাজ্যের বাজারে ব্যবসা করা ও যাওয়ার অসাধারণ সুযোগ তৈরি করে দিচ্ছে ইউকে বাংলা মার্কেটপ্লেস ইউবিএম (UBM)। সম্প্রতি সিলেট মহানগরীর জিন্দাবাজারে অবস্থিত ইমজা ( ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট) কনফারেন্স হলে এই বিষয়ে একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়। ইউবিএমের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা সহজেই যুক্তরাজ্যের বাজারে নিজেদের পণ্যের অবস্থান শক্তিশালী করতে পারবেন বলে জানান আয়োজকরা।


গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আয়োজিত সেমিনারে মূল বক্তা ছিলেন ইউবিএমের প্রতিষ্ঠাতা এবং একজন সফল উদ্যোক্তা মিডিয়া ব্যক্তিত্ব মো. আকরামুল হুসাইন। তিনি বলেন, “বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এখন আর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আগের মতো জটিল পদ্ধতির দরকার নেই। ইউবিএম এমন একটি প্ল্যাটফর্ম যা বাংলাদেশি পণ্যকে সহজেই যুক্তরাজ্যের বাজারে নিয়ে যেতে সাহায্য করবে। পণ্য পাঠানো থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত সকল প্রক্রিয়া আমরা সহজ করে দিচ্ছি। এমনকি ইউকেতে ক্রেতা খুঁজে দেওয়া এবং তাদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ স্থাপন করার দায়িত্বও আমরা নিচ্ছি।”


তিনি আরও বলেন, “বাংলাদেশি পণ্যের জন্য ইউকেতে বিশাল একটি বাজার তৈরি হয়েছে। দেশীয় পণ্যের প্রতি প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় ব্রিটিশদেরও আগ্রহ রয়েছে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে আমাদের পণ্য ইউকের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। ইউবিএম এই লক্ষ্যে কাজ করছে। আমি চাই প্রতিটি বাংলাদেশি উদ্যোক্তা আন্তর্জাতিক বাজারে সফলতা অর্জন করুক।”
অনুষ্ঠানে সিলেটের প্রায় ৫০টি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তারা ইউবিএমের কার্যক্রম এবং সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুক্তরাজ্যের স্বনামধন্য আইনি প্রতিষ্ঠান ওয়ার্ক পার্মিট ক্লাউডের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সানি মিয়া। তিনি বলেন, “বাংলাদেশি উদ্যোক্তারা চাইলে ইউবিএমের মাধ্যমে যুক্তরাজ্যে নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। ইউকেতে বাংলাদেশি পণ্যের চাহিদা অনেক বেশি। তবে বাজারে অনেক পণ্য সহজলভ্য নয়। এই চাহিদা পূরণে ইউবিএমের প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে।”
সেমিনারে উপস্থিত উদ্যোক্তাদের মধ্যে থেকে অনেকেই তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন। বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেটের সোমা ট্রাভেলসের স্বত্বাধিকারী মোতাহের হোসেন বাবুল উপস্থিত ছিলেন। তিনি তার অভিজ্ঞতার আলোকে উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে সফল হওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।


সেমিনারে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, ইউকের বাংলা ভাষাভাষী জনগণের সংখ্যা বর্তমানে ১০ লাখেরও বেশি। তাদের খাদ্য, পোশাক, প্রযুক্তি এবং সেবার ক্ষেত্রে চাহিদা দিন দিন বাড়ছে। এই বৃহৎ বাজারে বাংলাদেশি পণ্য আরও বিস্তৃত করার জন্য ইউবিএমের মতো একটি প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও সেমিনারে ব্যবসা পরিচালনার পদ্ধতি, পেমেন্ট প্রসেসিং, লজিস্টিকস, এবং আন্তর্জাতিক বাজারে যোগাযোগ স্থাপনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন জনাব আকরামুল হুসাইন। এ সময় উদ্যোক্তারা জানান, এই সেমিনারটি তাদের জন্য নতুন সুযোগ উন্মোচন করেছে এবং তাদের ব্যবসা প্রসারে অনুপ্রেরণা জুগিয়েছে।
সব মিলিয়ে ইউবিএম একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশের উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা করেছে। এটি শুধু তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে না, বরং দেশের অর্থনীতিকেও আরও শক্তিশালী করবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে +447739472886 এই নাম্বারে টেক্সট করতে পারেন।

 

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

WhatsApp Image 2025-01-16 at 4.39.54 PM (2)
দেশে থেকেই যুক্তরাজ্যে ব্যবসা প্রসারের দারুণ সুযোগ দিচ্ছে ইউবিএম
দেশে থেকেই যুক্তরাজ্যে ব্যবসা প্রসারের দারুণ সুযোগ দিচ্ছে ইউবিএম
hollo
ভয়াবহ দাবানলে হলিউড তারকাদের বাড়ি ধ্বংস: পুড়ে ছাই স্মৃতি
ভয়াবহ দাবানলে হলিউড তারকাদের বাড়ি ধ্বংস: পুড়ে ছাই স্মৃতি
Israel
যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলি হামলা
যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলি হামলা
Hamza
বাফুফে সভাপতির সঙ্গে হামজা চৌধুরীর সাক্ষাৎ
বাফুফে সভাপতির সঙ্গে হামজা চৌধুরীর সাক্ষাৎ
image-172472-1737007776
অনলাইন থেকে সেরা উদ্যোক্তা
অনলাইন থেকে সেরা উদ্যোক্তা
8734236
১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা বাবর
১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা বাবর

সম্পর্কিত খবর