Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নারী নির্যাতন,নিপিড়ন খুন-ধর্ষণের বিরুদ্ধে মৌলভীবাজার সরকারি কলেজের বিক্ষোভ

ডেস্ক সংবাদ

সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, নিপীড়ন, খুন-ধর্ষণের বিরুদ্ধে “নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীরা” ব্যানারে মৌলভীবাজার সরকারি কলেজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণী ভূমিকা পালন করে যে নারী সমাজ অভ্যুত্থান পরে নারীদেরকেই আগের মতোই হেনস্তা, নিপীড়ন করা হচ্ছে। আমরা মনে করি বিচারহীনতার সংস্কৃতিই নারী নিপীড়ন, ধর্ষণের মতো ঘটনার ধারাবাহিকতা। নুসরতান,তনু, বসুন্ধরা গ্রুপের এমডি আনভীর সোবান কর্তৃক মুনিয়া ধর্ষণের বিচার হয়নি। ফলস্বরূপ, আছিয়া কিংবা বড়লেখার তিন বছর সাত মাসের শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটে চলে যাচ্ছে অনবরত। উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, ২০২৪ সালে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে ১৭ হাজার ৫৭১টি। এর মধ্যে ৬ হাজার ৮৬৭টি মামলা হয়েছে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। ২০২৩ সালে মামলা হয়েছিল ১৮ হাজার ৯৪১টি। ২০২৫ সালের জানুয়ারি মাসে ১ হাজার ৪৪০টি মামলা হয়েছে। এতে স্পষ্টতই বুঝা যাচ্ছে যে, স্বরাষ্ট্র উপদেষ্টা আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুরোটাই ব্যর্থ। সুতরাং অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে সকল প্রকার নারী নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে শক্তহাতে বিচার কার্য পরিচালনার জোর দাবি জানান। একই সাথে প্রকাশ্যে নারী বিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে আইনি ও সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সাবেক শিক্ষার্থী মাহমুদ আহমেদ, হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ফারাবী আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজিব সূত্রধর, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জ্যোতিষ মোহন্ত, নাজমা বেগম,শাকিলা আক্তার, শ্রীমঙ্গল সরকারি কলেজের নাফিসা আক্তার। সংহতি রাখেন অভিভাবক খসরু চৌধুরী, নাট্যকর্মী শাহীন ইকবাল। সমাবেশের আগে ও পরে ক্যাম্পাসে মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদকারীরা ‘জান, মালের নিরাপত্তা দে/ নইলে গদি ছেড়ে দে’, ‘খুন, ধর্ষণ, নিপীড়ন/ রুখে দাঁড়াও জনগণ’, ‘অবিলম্বে ধর্ষকদের/ বিচার করো করতে হবে’, ‘ধর্ষকরা ধর্ষণ করে/ প্রশাসন কী করে?’, ‘বেগম রোকেয়া শিখিয়ে গেছে/ লড়াই করে বাঁচতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
০১৭৪৫৯৩৯৪৪৮

Print
Email

সর্বশেষ সংবাদ

2e3f85356402c0a410222b8b2ba908fd335e678053e26a69
১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শতভাগ পাস কমেছে নাটকীয়ভাবে
১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শতভাগ পাস কমেছে নাটকীয়ভাবে
untitled-11-1715492850
সিলেট বোর্ডে এসএসসির পাসের হার ৬৮.৫৭%
সিলেট বোর্ডে এসএসসির পাসের হার ৬৮.৫৭%
Screenshot_7
কিশোর-কিশোরীরা নিজেরাই কমাচ্ছে স্মার্টফোন ব্যবহার, মানসিক সুস্থতার জন্য নিচ্ছে বিরতি
কিশোর-কিশোরীরা নিজেরাই কমাচ্ছে স্মার্টফোন ব্যবহার, মানসিক সুস্থতার জন্য নিচ্ছে বিরতি
Screenshot_6
ফুলটাইম চাকরির চেয়ে অসুস্থতা ভাতাপ্রাপ্ত অনেক বেকার বছরে £২,৫০০ বেশি আয় করেন
ফুলটাইম চাকরির চেয়ে অসুস্থতা ভাতাপ্রাপ্ত অনেক বেকার বছরে £২,৫০০ বেশি আয় করেন
Screenshot_1
আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে কাজ করার অধিকার দিন: পিট উইনস্ট্যানলি
আশ্রয়প্রার্থীদের ব্রিটেনে কাজ করার অধিকার দিন: পিট উইনস্ট্যানলি
Screenshot_2
ইংল্যান্ডের আবাসিক ডাক্তাররা ২৫ জুলাই থেকে পাঁচ দিনের ধর্মঘটের ঘোষণা দিলেন
ইংল্যান্ডের আবাসিক ডাক্তাররা ২৫ জুলাই থেকে পাঁচ দিনের ধর্মঘটের ঘোষণা দিলেন

সম্পর্কিত খবর