পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার মনিয়ার রোডে প্রায় ৫০ বছর বয়সী এক বাংলাদেশি মা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পুলিশ অভিযোগে তার একমাত্র ছেলে লায়েক মিয়া (২৭) কে হত্যার সন্দেহে গ্রেফতার করেছে।
ঘটনা ঘটেছিল ২৬ জুন রাত ১১টা ১ মিনিটে। মেট্রোপলিটন পুলিশ আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও, স্থানেই তাকে মৃত ঘোষণা করা হয়। পরদিন লায়েক মিয়াকে হত্যার অভিযোগে গ্রেফতার ও আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত নারী পাঁচ কন্যা সন্তানের জননী এবং লায়েক ছিলেন তার একমাত্র ছেলে। হত্যার সময় নিহত নারীর স্বামী মসজিদে নামাজে ছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে।
পুলিশ এখনও নিশ্চিত করেনি ছুরিটি বাইরে থেকে আনা হয়েছিল কি না। লায়েক মিয়া ওই ঠিকানায় বাস করতেন না।
নিহত নারীর বাড়ি সিলেটের সুনামগঞ্জে, এবং তার মৃত্যু বাংলাদেশি প্রবাসী সমাজেও শোকের কারণ হয়েছে। টাওয়ার হ্যামলেটসের পুলিশ সুপারিনটেনডেন্ট মাইক ক্যাগনি জানিয়েছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং তদন্ত চলছে।
স্থানীয় কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, এটি অস্বাভাবিক একটি ঘটনা এবং মানসিক সুস্থতার প্রশ্ন উঠে। পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে, তারা জানিয়েছে ঘটনার পেছনে আরও তথ্য রয়েছে যা এখন প্রকাশ করা সম্ভব নয়।