রাওয়ালপিণ্ডির ব্যাটিং সহায়ক উইকেটে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। তবে উদ্বোধনী জুটিটাকে বেশিদূর টেনে নিয়ে যেতে পারল না টাইগাররা। নবম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই তানজিদ হাসান তামিমকে ফিরিয়েছেন মিচেল ব্রেসওয়েল।
তবে পাওয়ারপ্লের পর ভালো সংগ্রহই পেয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৮ রান। ওপেনিংয়ে নেমে নাজমুল হোসেন শান্ত ২২ রানে অপরাজিত আছেন। উইকেটে তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ হলেও নিউজিল্যান্ডের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। এতে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সেমি নিশ্চিত হয়ে যাবে তাদের। তাতে পাকিস্তানেরও বুক ভাঙবে। টানা দুই ম্যাচে হারা পাকিস্তান এই ম্যাচের দিকেই তাকিয়ে।
নিউজিল্যান্ড একাদশেও ২টি পরিবর্তন এসেছে। ড্যারেল মিচেলের জায়গায় আজ রাচিন রবীন্দ্র ও নাথান স্মিথের জায়গায় কাইল জেমিসন খেলছেন।