পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ বুধবার (২৬ জুন) খুলনা সফরের দ্বিতীয় দিনে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে বিভিন্ন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আইজিপি বলেন, “পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সাংবাদিক নেতাদের ইতিমধ্যে বৈঠক হয়েছে। আশা করি, যেকোনো ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমেই মিটবে।”
সাবেক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি প্রসঙ্গে তিনি জানান, “বাংলাদেশ পুলিশ সব সময় জিরো টলারেন্স নীতিতে চলে। যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত চলছে, তাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।”
পরিমণি কাণ্ডে সাকলাইনের অবসরের বিষয়ে তিনি বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাউকে ছাড় দেওয়ার কোনো নীতি নেই।”
এদিন আইজিপি খুলনার বয়রা এলাকায় মেট্রোপলিটন পুলিশের চারতলা অস্ত্রাগার ভবন, ছয়তলা মাল্টিপারপাস ভবন এবং ৬০০ কেভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস সেট উদ্বোধন করেন।
অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মইনুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালের খুলনার সম্পত্তি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। সম্পত্তির তালিকা চূড়ান্ত হওয়ার পর তা জব্দের আবেদন করা হবে।