পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে ছেলের ছুরিকাঘাতে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে মনিয়ার রোডের এক বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নারীর বয়স প্রায় ৫০ বছর।
মেট পুলিশ জানিয়েছে, রাত ১১টা ১ মিনিটে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তিনি মারা যান।
এই ঘটনায় টাওয়ার হ্যামলেটসের ম্যালমেসবারি রোডের বাসিন্দা, ২৭ বছর বয়সী লায়েক মিয়াকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ জুন) তাকে টেমস ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়। আগামী ১ জুলাই তাকে সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে তোলা হবে।
ঘটনার সময় নিহত নারীর স্বামী স্থানীয় মসজিদে নামাজে ছিলেন এবং ঘরে আর কেউ উপস্থিত ছিলেন না। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রতিবেশীদের ধারণা, পারিবারিক কলহ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।
মেট পুলিশের গোয়েন্দা সুপারিনটেনডেন্ট মাইক ক্যাগনি জানিয়েছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হচ্ছে এবং সাধারণ জনগণের জন্য তাৎক্ষণিক কোনও ঝুঁকি নেই। তদন্ত চলমান রয়েছে এবং এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হতে পারে।
স্থানীয় সূত্র জানায়, নিহত গৃহবধূর বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়। ময়নাতদন্ত শেষে জানাজার সময় ও স্থান নির্ধারণ করা হবে।
এদিকে, ঘটনার বিষয়ে যেকোনও তথ্য জানাতে পুলিশ ১০১ নম্বরে CAD9509/26JUN রেফারেন্স দিয়ে অথবা গোপনভাবে ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে ক্রাইমস্টপার্সে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।
স্থানীয় কাউন্সিলর আবু তালহা চৌধুরীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।