Uk Bangla Live News

শিরোনাম:

ফেসবুকে ‘মুক্তি দিয়ে গেলাম’ লিখে গায়ে আগুন দিলেন চিকিৎসক

ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আগুনে পুড়ে আত্মহত্যা করেছেন এক নারী চিকিৎসক। গতকাল মঙ্গলবার (২৫ জুন) সকালে নগরীর পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই চিকিৎসকের নাম অপর্ণা বসাক (২৭)। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসক অপর্ণা বসাক জামালপুরের সরিষাবাড়ী এলাকার বাসিন্দা। তিনি ময়মনসিংহের চরপাড়া এলাকার প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে এক বছর ধরে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাধে তিনি পণ্ডিতপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানেই মঙ্গলবার সকালে রান্নাঘরে গিয়ে নিজের শরীরে আগুন দেন তিনি।

আনোয়ার হোসেন বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অপর্ণার পরিবার বিষয়টি আমাদের জানায়। খবর পেয়ে আমরা রান্নাঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করি।’

এর আগে অপর্ণা বসাক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর উদ্দেশে একটি স্ট্যাটাস দেন। এতে অপর্ণা লেখেন, ‘ভালো থেকো, আমি আর পারছি না। হয়ত আমিও সবার মতো হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।’

পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘নিহতের মা জোৎস্না বসাক মঙ্গলবার রাতেই নিহতের ফেসবুক আইডির রেফারেন্স দিয়ে একটি মামলা করেছেন। নিহতের প্রেমিক খন্দকার মাহাবুব এলাহীর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাকে পাওয়া গেলে রহস্যের জট খুলবে।’

Print
Email

সম্পর্কিত খবর

ভালোবেসে চাচাতো বোনকে বিয়ে করায় খুন হন সৌরভ, দাবি পরিবারের
উন্নয়ন চাইলে আমাকে সহযোগিতা করুন : পরিকল্পনামন্ত্রী
ফেসবুকে ‘মুক্তি দিয়ে গেলাম’ লিখে গায়ে আগুন দিলেন চিকিৎসক
দুই জেলায় গ্যাস সরবরাহ বন্ধ
ময়মনসিংহে ঈদের জামাত অনুষ্ঠিত
জিয়ার আমলেই দেশে শিল্প কারখানা স্থাপন, মাথাপিছু আয় বৃদ্ধি পায় : নজরুল ইসলাম খান
এই ঘাটতি বাজেটে জনগণের কোনো উপকার হবে না : মান্না