বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। এই অভিযোগে তিনি গত সোমবার (২৫ আগস্ট) ঢাকার মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে মামুনুল হক উল্লেখ করেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং অফিসিয়াল পেজ বারবার রিমুভ বা সাসপেন্ড করা হচ্ছে। গত কয়েক মাস ধরে তার নাম, বক্তব্য ও ছবি ফেসবুকে অবৈধভাবে রেস্ট্রিকশন এবং ব্লক করা হয়, যার ফলে তার সামাজিক, পেশাগত ও রাজনৈতিক জীবনে মারাত্মক ক্ষতি হচ্ছে।
তিনি আরও জানান, তার মতো অনেক ব্যক্তি, নিউজ পোর্টাল ও পেজও একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে ব্যক্তিগত মানহানি, মানসিক যন্ত্রণা এবং পেশাগত ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে।
মাওলানা মামুনুল হক বলেন, তিনি আইন অনুসারে জিডি করেছেন এবং আশা প্রকাশ করেন, মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচারমূলক সিদ্ধান্ত নেবে।