Uk Bangla Live News

বণ্টন ও বাস্তবায়ন সঠিক হলে সার্বিক উন্নয়ন তরান্বিত হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ডেস্ক সংবাদ

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রী সুষম বণ্টন ও বাস্তবায়নের প্রতি গুরুত্ব দিয়েছেন। বণ্টন ও বাস্তবায়ন সঠিক হলে সার্বিক উন্নয়ন তরান্বিত হবে।তিনি বলেন, আমাদের উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। স্থানীয় উন্নয়নে উপজেলা ও ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম।

রোববার সকালে নাগরপুর উপজেলা প্রশাসন আয়োজিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার শালমান শামস (জিৎ), ভাইস চেয়ারম্যান মো. ফারুক হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জরিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান আনিস, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিনসহ ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা।

প্রতিমন্ত্রী আরও বলেন, বন্যাকবলিত নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যানদের সার্বক্ষণিক মনিটরিং করার আহ্বান জানান। কোথাও বন্যায় ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আলোচনা শেষে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করেন প্রতিমন্ত্রী।

Print
Email

সম্পর্কিত খবর

জামিন পেয়েছেন শফিক রেহমান
এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
অচল রাজধানী, ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ
আওয়ামী লীগ নির্বাচনে আসুক আমি এমনটি বলিনি
ব্যাটারিচালিত রিকশাচালকদের সাথে পুলিশের সংঘর্ষ
আইসিটি অধ্যাদেশ অনুমোদন
সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা, হতে পারে বৃষ্টি
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেব: আইন উপদেষ্টা
মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবি সাদপন্থিদের
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ