Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বাংলা নববর্ষে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক সংবাদ

বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে দেশের নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পহেলা বৈশাখের নির্বিঘ্ন উদযাপন এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য দেন। বৈঠকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বাটার দোকান ও কেএফসিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি আরও বলেন, সারা দেশে এসব ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের ঘাটতি থাকবে না। তিনি আরও বলেন, রমজান ও ঈদের সময়ের মতো পহেলা বৈশাখেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার বিঘ্ন ঘটানো যাতে না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” তিনি আরও বলেন, বাটা ও কেএফসিতে লুটপাটের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে, তার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারের পহেলা বৈশাখের আয়োজনে বাংলাদেশের সব জাতি-গোষ্ঠী অংশগ্রহণ করবে। শোভাযাত্রার নাম সম্পর্কে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকের পর শোভাযাত্রার নাম ঠিক করা হবে এবং অনুষ্ঠানের সময়সূচী ডিএমপি নির্ধারণ করবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_29
সময়মতো কর না দিলে £১,৬০০ পর্যন্ত জরিমানা ও সুদ – যুক্তরাজ্যে HMRC কড়া হুঁশিয়ারি
সময়মতো কর না দিলে £১,৬০০ পর্যন্ত জরিমানা ও সুদ – যুক্তরাজ্যে HMRC কড়া হুঁশিয়ারি
Screenshot_27
যুক্তরাজ্যে হাই স্ট্রিটে নতুন উদ্যোম: ক্যাফে ও বারের অনুমোদন প্রক্রিয়া সহজ করছে সরকার
যুক্তরাজ্যে হাই স্ট্রিটে নতুন উদ্যোম: ক্যাফে ও বারের অনুমোদন প্রক্রিয়া সহজ করছে সরকার
Screenshot_26
যুক্তরাজ্যে শরিয়াহ আইনভিত্তিক চাকরির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
যুক্তরাজ্যে শরিয়াহ আইনভিত্তিক চাকরির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
Screenshot_25
যুক্তরাজ্যে ফুটপাথে ডাস্টবিন ফেলে রাখলে £৮০ পর্যন্ত জরিমানা
যুক্তরাজ্যে ফুটপাথে ডাস্টবিন ফেলে রাখলে £৮০ পর্যন্ত জরিমানা
New Project
নকল হালাল মাংস বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
নকল হালাল মাংস বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
Screenshot_23
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস

সম্পর্কিত খবর