বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগে তিনটি ওয়ানডে হওয়ার কথা থাকলেও তা বাতিল করে বাড়তি দুটি টি-টোয়েন্টি ম্যাচ যোগ করা হয়েছে।
আগামী ২৫ মে শুরু হয়ে সিরিজ শেষ হবে ৩ জুন। এই সিরিজের সব ম্যাচই হবে রাত ৮টায়।
সিরিজটি অনুষ্ঠিত হবে দুটি মাঠে—ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদে, যেখানে সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ম্যাচ হয়েছিল।
পূর্ণ সূচি (স্থানীয় সময় রাত ৮টা):
-
২১ মে: বাংলাদেশ দল পাকিস্তানে পৌঁছাবে
-
২৫ মে: ১ম টি-টোয়েন্টি, ফয়সালাবাদ
-
২৭ মে: ২য় টি-টোয়েন্টি, ফয়সালাবাদ
-
৩০ মে: ৩য় টি-টোয়েন্টি, লাহোর
-
১ জুন: ৪র্থ টি-টোয়েন্টি, লাহোর
-
৩ জুন: ৫ম টি-টোয়েন্টি, লাহোর
বাংলাদেশ দল ২২–২৪ মে ফয়সালাবাদে অনুশীলন করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুই দল এই সিরিজ খেলছে।