Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প

ডেস্ক সংবাদ

সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য জানান রিপাবলিকান প্রেসিডেন্ট।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমরা তার এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি। প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলো যেত, তা আর যাবে না।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই। ২০২১ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন, আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেয়া হয়।’
পোস্টে গত বছর স্পেশাল কাউন্সেল রবার্ট হারের দেয়া একটি প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করেছেন ট্রাম্প। ওই প্রতিবেদনে হার লিখেছিলেন, বাইডেন সজ্জন ও বয়স্ক। তার স্মৃতিশক্তি কম। তবে ওই সময়ে বাইডেন বলেছিলেন, তার স্মৃতিশক্তি ঠিক আছে।
বিবিসি বলছে, ট্রাম্প এরইমধ্যে চার ডজনেরও বেশি সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন। ওই গেয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে বাইডেনের পক্ষে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনেছিলেন ট্রাম্প।
২০২১ সালে আমেরিকায় ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। বলেছিলেন, ‘ট্রাম্পের আচরণ প্রমাণ করে, তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন। তাই ওই ছাড়পত্র তুলে নেয়া হচ্ছে।’
যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, দায়িত্ব ছাড়ার পরও সাবেক প্রেসিডেন্টরা কিছু গোয়েন্দা তথ্য পান। নিরাপত্তা ছাড়পত্রের আওতায় তারা প্রবেশ সীমিত থাকা জায়গাগুলোতেও যেতে পারেন।

 

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

harvard-university-20250528125232
হার্ভার্ডের সঙ্গে সব সরকারি চুক্তি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন
হার্ভার্ডের সঙ্গে সব সরকারি চুক্তি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন
golden-dome-20250528161040
অঙ্গরাজ্য হলে কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ দেবার ঘোষণা ট্রাম্পের
অঙ্গরাজ্য হলে কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ দেবার ঘোষণা ট্রাম্পের
sick-1-20250528125758
কিডনি ড্যামেজের ৬টি লক্ষণ
কিডনি ড্যামেজের ৬টি লক্ষণ
sirajgonj-20250528141934
চাকরির পাশাপাশি খামার: রাফির 'হিরো দ্যা ডন' এর দাম ১৫ লাখ টাকা
চাকরির পাশাপাশি খামার: রাফির ‘হিরো দ্যা ডন’ এর দাম ১৫ লাখ টাকা
693ffe429e342f30615f9b2e2cd8741c132b51f90ed2a914
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ফের পুশইন, আটক ৮০
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ফের পুশইন, আটক ৮০
1748408567.Student
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার নতুন আবেদন স্থগিত
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার নতুন আবেদন স্থগিত

সম্পর্কিত খবর