ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে সবাইকে জানিয়ে দেন তিনি দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু প্রকৃত পক্ষে এটা ছিলো ভাঁওতাবাজি। পুলিশের চোখ ফাঁকি দিতে এমন প্রতারণার আশ্রয় নিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব। তবে শেষ রক্ষা হয়নি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জের হাওর উপজেলার সদর ইউনিয়নে মধুরহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার রাজীব আহমেদ হেলু অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এ ছাড়া তিনি অষ্টগ্রাম বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।
জানা গেছে, গত ৩১ জানুয়ারি রাজীব তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, ‘বিদায় বাংলাদেশ।’
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, গ্রেফতার রাজীব আহমেদ হেলুর বিরুদ্ধে নাশকতাসহ তিনটি মামলা রয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে কিশোরগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়।