Uk Bangla Live News

ব্যাটার নয়, নাহিদের কাছে উইকেট স্পেশাল

ডেস্ক সংবাদ

য়েব আকতার, ব্রেট লিদের গতি দেখে বহুকাল আফসোস করেছে বাংলাদেশের দর্শকরা। তাদের জন্য নতুন আশা হয়ে এসেছেন নাহিদ রানা। তরুণ পেসার নাহিদ বল হাতে আগুন ঝরিয়েছেন পাকিস্তানে। বাংলাদেশের ইতিহাসে প্রথম বোলার হিসেবে দেড়শ’র বেশি গতিতে বল করেছেন তিনি। রাওয়ালপিন্ডি টেস্টে তার ছোঁড়া ঘন্টায় ১৫২ কিলোমিটার গতির ডেলিভারি গড়েছে ইতিহাস। এর আগে একই সিরিজে তুলেছিলেন ১৪৯.৯ কিলোমিটার গতি।

প্রতিটা বোলারের স্বপ্ন থাকে নির্দিষ্ট কোনো ব্যাটারের উইকেট নেবেন। তবে, নাহিদের ভাবনায় সেসব নেই। তার কাছে প্রতিটি উইকেটই বিশেষ। তার লক্ষ্য কেবল নিজের সেরাটা দিয়ে বোলিং করে যাওয়া। পাকিস্তান সিরিজের পর ভারতের সঙ্গেও ধরে রাখতে চান ধারাবাহিকতা।

পাকিস্তান পর্ব শেষে বাংলাদেশের চোখ এখন ভারতে। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও নাহিদের ওপর নজর থাকবে সবার, তা না বললেও চলে। ভারতের উদ্দেশে পাড়ি জমানোর আগে মিরপুরে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। অনুশীলনের ফাঁকে নাহিদ মুখোমুখি হয়েছেন এনটিভি অনলাইনের। সেখানেই তিনি জানালেন, নির্দিষ্ট কোনো ব্যাটারের উইকেট নেওয়ার স্বপ্ন নেই।

নাহিদ বলেন, ‘এমন কোনো স্বপ্ন নেই, যে কারও উইকেট নিতেই হবে। এটি উল্টো মানসিক চাপ দেবে। আমি আমার সেরাটা দিয়ে বোলিং করব। এরপর যে উইকেটটা পাব সেটাই আমার কাছে বিশেষ। আমার কাছে ব্যক্তি নন, স্পেশাল হলো উইকেট। সেটি যারই হোক।

Print
Email

সম্পর্কিত খবর

শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
পুনরায় বাফুফে’র সদস্য মাহি সেলিম
সাকিবের জায়গায় মুরাদ দিয়ে মিরপুর টেস্ট দলের টিম
ড্রাফট শেষে সাজানো হল বিপিএলের দলগুলো
লিলের কাছে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ
অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে মিরাজ
ব্যাটার নয়, নাহিদের কাছে উইকেট স্পেশাল
সুর্যকুমারের ক্যাচ নিয়ে যা বললেন দ. আফ্রিকার কিংবদন্তি
সেই ভয়ংকর ট্যাকেলের জন্য শাস্তি পেলেন মার্সেলো
আর্জেন্টিনার জালে ব্রাজিলের ১০ গোল