ব্রিক লেন জামে মসজিদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সীরাত মাহফিল
লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেন জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনের সীরাত মাহফিল শুরু হয়েছে।
মাহফিলের সূচনা হয় সোমবার, ১লা সেপ্টেম্বর। প্রথম দিনের বয়ান করেন মাওলানা মুহাম্মদ আরিফ। মঙ্গলবার ও বুধবারের আলোচনায় অংশ নেন শাহপরান মসজিদের খতিব মাওলানা মারুফ আহমেদ, ব্রিক লেন মসজিদের ইমাম, এবং শিক্ষক মাওলানা জয়নুল আবিদীন। প্রতিদিন মাগরিব নামাজের পর এই সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
চার দিনের সীরাত মাহফিলের সমাপনী হিসেবে আগামী বৃহস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর এক বিশেষ গ্র্যান্ড কনফারেন্স অনুষ্ঠিত হবে। আসর নামাজ থেকে ইশা পর্যন্ত চলবে এ আয়োজন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সালিক সোসাইটির প্রিন্সিপাল ইমাম মুহাম্মদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাইটুল আমান মসজিদের খতিব মাওলানা আবদুল মালিক চৌধুরী, শ্যাডওয়েল জামে মসজিদের সাবেক খতিব মাওলানা নূরুল ইসলাম এবং মাওলানা নজরুল ইসলাম।
এ আয়োজনের সভাপতিত্ব করবেন ব্রিক লেন জামে মসজিদের খতিব। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন হাফিজ মতিউল হক ও হাফিজ সাজ্জাদুর রহমান।
ব্রিক লেন জামে মসজিদের সভাপতি হামিদুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়লাল উদ্দিন আলী সকলকে এই সীরাত মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।