ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে এক আবেগঘন বক্তব্যে কান্নায় ভেঙে পড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত স্বতন্ত্র এমপি আপসানা বেগম। তিনি তার সাবেক স্বামী এহতেশামুল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন ও হয়রানির অভিযোগ আনেন। একইসঙ্গে, পারিবারিক সহিংসতার শিকারদের সুরক্ষা দিতে রাজনৈতিক দল ও নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
লেবার পার্টি থেকে বহিষ্কৃত আপসানা দাবি করেন, এহতেশামুল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হয়রানিমূলক “অভিযান” চালিয়ে যাচ্ছেন। একই নির্বাচনী এলাকায় দাঁড়িয়ে তিনি শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং অপসারণের চেষ্টাও করছেন বলে অভিযোগ করেন আপসানা।
তিনি বলেন, “একটি চক্র দীর্ঘদিন ধরে আমাকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাদের সঙ্গে আমার সাবেক স্বামীর সংশ্লিষ্টতা রয়েছে।”
এই বক্তব্যে তাদের পুরোনো ও বিতর্কিত সম্পর্ক আবারও আলোচনায় এসেছে। উভয়ই পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ।
সাবেক দম্পতি ভবিষ্যতে একই আসনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে আপসানার জেরেমি করবিনের নতুন দলে গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে। এদিকে, এহতেশামুল সম্প্রতি বাংলাদেশে সরকার পরিবর্তনের পর গঠিত ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’ (এনসিপি)-তে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এমপি নয়, বরং সংগঠক হিসেবেই কাজ করতে চান।
সব অভিযোগ অস্বীকার করে এহতেশামুল বলেন, “আপসানার প্রতি আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। তবে একজন সাবেক স্বামীর নির্বাচনী আসনে দাঁড়ানোয় তো কোনো আইনি বাধা নেই।”
২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দুই বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই দম্পতির। সম্পর্কের জটিলতা আদালত পর্যন্ত গড়ায়। ২০২০ সালে আপসানা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, তিনি পারিবারিক ও আর্থিক নির্যাতনের শিকার হয়েছেন এবং সাবেক স্বামী তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন।
একই বছর তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে, যদিও ২০২১ সালের জুলাইয়ে আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন। আপসানার দাবি, এই মামলাও ছিল এহতেশামুলের বিদ্বেষমূলক প্রচারণার ফল।
২০২৪ সালের নির্বাচনে আপসানা লেবার পার্টির প্রার্থী ছিলেন, আর এহতেশামুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান। আপসানা পান ১৮,৫৩৫ ভোট, আর এহতেশামুল ৪,৫৫৪ ভোটে পিছিয়ে পড়েন। সমর্থকদের অনেকেই মনে করেন, জেতার সম্ভাবনা না থাকলেও শুধুমাত্র আপসানাকে পরাজিত করতে এই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এহতেশামুল।
উভয়ের পৈত্রিক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জে।