Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভারতীয় কারাগারে বাংলাদেশির মৃত্যু, মরদেহ ফেরত চায় পরিবার

ডেস্ক সংবাদ

প্রায় ১৮ মাস ধরে পশ্চিমবঙ্গের দমদম কারাগারে বন্দী থাকা সাতক্ষীরার আশরাফ হোসেন (৪৮) মারা গেছেন। পরিবার বলছে, অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা ও যোগাযোগের অভাবে তার মৃত্যু হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের দমদম কারাগারে বন্দী ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের মো. আশরাফ হোসেন (৪৮)। অসুস্থ হয়ে গত ৬ মার্চ রাতে কারাগারে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
মৃতের পরিবার জানায়, প্রায় ১৮ মাস আগে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আশরাফকে আটক করা হয় এবং তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। অসুস্থ হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেননি। ৭ মার্চ তারা আশরাফের মৃত্যুর খবর পান।
এ বিষয়ে মৃতের স্ত্রী মোছা. নাছিমা বেগম বলেন, ‘ঠিকমতো চিকিৎসা করানো সম্ভব হয়নি, যার ফলে তার মৃত্যু হয়েছে। এখন আমরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চাই।’
সংবাদ পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন আশরাফের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সুব্রত কুমার।
স্থানীয় ইউপি সদস্য শেখ শাহিনুর জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আশরাফের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন বলেন, ‘কৈখালী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী কাগুচী দমদম কারাগার থেকে আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারকে তাৎক্ষণিকভাবে কিছু খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে।’

Print
Email

সর্বশেষ সংবাদ

didarul-islam-nypd-funeral-010825-06-1754023282-1754052140
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা সিলেটের দিদারুলকে ‘গার্ড অব অনার’, শ্রদ্ধা-ভালোবাসায় শেষবিদায়
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা সিলেটের দিদারুলকে ‘গার্ড অব অনার’, শ্রদ্ধা-ভালোবাসায় শেষবিদায়
Screenshot_13
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ
Screenshot_12
যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’
যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’
Screenshot_11
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে
Screenshot_10
লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার
লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার
Screenshot_1
যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে
যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে

সম্পর্কিত খবর