Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভারতের সঙ্গে চুক্তি হয়নি, বিএনপি নেতারা মিথ্যা দাবি করছে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক সংবাদ

সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরের পর বিএনপি নেতাদের দাবির প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, “ভারতের সঙ্গে কোনো চুক্তি সই হয়নি, যদিও বিএনপি নেতারা সেসব বিষয়ে মিথ্যা দাবি করছেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় কিছু সমঝোতা স্মারক সই হয়েছে, এবং কিছু পুরনো স্মারক নবায়ন করা হয়েছে। এই সমঝোতাগুলি দেশের স্বার্থে করা হয়েছে, তবে কোনো নতুন চুক্তি হয়নি।”

তিনি আজ (২৯ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত “গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। সেমিনারটি চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ আয়োজন করে।

ড. হাছান মাহমুদ আরও বলেন, “বিএনপির কিছু নেতা, যারা নিজেদের শিক্ষিত দাবি করেন, চুক্তি এবং সমঝোতা স্মারক মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না। তারা কেন অশিক্ষিতের মতো কথা বলছেন, তা আমার বোধগম্য নয়।”

তিনি জানান, “বিএনপি নেত্রী সাবমেরিন ক্যাবলের সঙ্গে বাংলাদেশের সংযোগকে বিপজ্জনক বলে উল্লেখ করেছিলেন, কিন্তু তারা দেশের কানেক্টিভিটির গুরুত্ব বোঝার চেষ্টা করছে না।”

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী গাজার পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াতের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “তারা গাজার নিরীহ মানুষের হত্যাযজ্ঞ নিয়ে কোনো কথা বলেনি। আমরা ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে উন্নয়নমূলক সম্পর্ক তৈরি করতে চাই, কিন্তু বিএনপি তা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তিনি আরো যোগ করেন, “আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে আছে এবং অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করছে। পাকিস্তান আমলে আওয়ামী লীগ নেতাদের ওপর নির্যাতন চালানো হয়েছিল, এবং স্বাধীনতার পরও সামরিক শাসকদের হাতে অত্যাচারের শিকার হতে হয়েছে।”

তিনি ২০০৭ সালের সামরিক শাসনের প্রসঙ্গ তুলে বলেন, “সেই সময়, দেশে প্রকৃতপক্ষে সামরিক শাসন চলছিল এবং বিএনপির শাসনকাল ছিল দুর্নীতি ও দুঃশাসনের সময়।”

এ সেমিনারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

AMARDESH_BIMAN
শাহজালাল বিমানবন্দর থেকে ১০টি টায়ার ‘চুরি’,
শাহজালাল বিমানবন্দর থেকে ১০টি টায়ার ‘চুরি’,
d1ec6bd14659932313f88d9571363743dc7b887e63f52ea5
কাবা চত্বরে ভিড় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা
কাবা চত্বরে ভিড় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা
image_215449_1755764193
ফুটবল ম্যাচে সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ১০, গ্রেপ্তার ৩০০
ফুটবল ম্যাচে সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ১০, গ্রেপ্তার ৩০০
amardesh_police_monirul_ctg
ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
amardesh-habigonj
যুক্তরাজ্য প্রবাসীর সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাজ্য প্রবাসীর সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ
image
সিলেটে প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ রাউন্ড গুলি ও রিভলভার উদ্ধার
সিলেটে প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ রাউন্ড গুলি ও রিভলভার উদ্ধার

সম্পর্কিত খবর